Ajker Patrika

মেসি-নেইমার থাকলেও ফরাসি লিগকে সেরা মানেন না এমবাপ্পে

আপডেট : ২৫ আগস্ট ২০২১, ১১: ২৬
মেসি-নেইমার থাকলেও ফরাসি লিগকে সেরা মানেন না এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পের প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছাড়া নিয়ে তুমুল গুঞ্জন চলছে। ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলো বলছে, এমবাপ্পের লিগ ওয়ান ছাড়া এখন কেবল সময়ের ব্যাপার। এই গুঞ্জনে এবার বাড়তি হাওয়া দিলেন এমবাপ্পে নিজেই।

এমবাপ্পে বলেছেন, মেসি-নেইমার থাকার পরও ফরাসি লিগ ওয়ানকে সেরা মনে করেন না তিনি। এমনকি এমবাপ্পে নিজেও এখনো ফরাসি লিগের খেলোয়াড়।

দলবদলে ঝড় তুলে ২০১৭ সালে মোনাকো থেকে পিএসজিতে এসেছিলেন এমবাপ্পে। এরপর নেইমারের সঙ্গে জুটি বেধে পেয়েছেন অনেক সাফল্যও। এবার পিএসজিতে এসেছেন মেসিও। এরপরও লিগ ওয়ানকে সেরা মনে করেন না এমবাপ্পে। এক সাক্ষাতকারে এই ফরাসি তারকা বলেছেন, ‘ফ্রান্সের চ্যাম্পিয়নশিপ বিশ্ব সেরা না। কিন্তু একজন প্রতীকী খেলোয়াড় হিসেবে আমি সব সময় নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন থেকেছি এবং লিগকে আরও ওপরে উঠতে সহায়তা করেছি।

এ সময় ক্যারিয়ারের লক্ষ্য সম্পর্কে জানতে চাইলে এমবাপ্পে হাসিমুখে উত্তর দেন, ‘সবকিছু জেতাই আমার লক্ষ্য।’

মাত্র ২২ বছর বয়সেই এমবাপ্পে বিশ্বজয়ী তারকা। বিশ্বের সেরা খেলোয়াড়ের ছোট তালিকাতেও সহজে জায়গা পাবেন এই ফরাসি তারকা। নিজেকে ক্রিস্টিয়ানো রোনালদো ও মেসির চেয়ে এগিয়ে রাখতে চান কি না জানতে চাইলে এমবাপ্পে বলেন, ‘কেবল আমি নিজেই না, সবাই জানে। যদি কেউ বলে, সে তাদের (মেসি-রোনালদো) চেয়ে ভালো করতে পারেন। তবে তা অহংকার ও অজ্ঞতার সমতুল্য হবে। এই দুই খেলোয়াড় তুলনাহীন। তারা সব রেকর্ড ভেঙে দিয়েছে। তাঁরা অসধারণ ১০-১৫টি বছর পার করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত