সময় ঘনিয়ে আসছে কাতার বিশ্বকাপের। দলগুলোও স্কোয়াড ঘোষণা শুরু করেছে। গতকাল ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেনকে নিয়ে ২১ সদস্যের দল ঘোষণা করেছে ডেনমার্ক।
বিশ্বকাপের দল সাধারণত ২৬ জনের হয়। সেখানে ড্যানিশদের প্রাথমিক দলের ২১ জন তো থাকছেনই, বাকি পাঁচজনের নাম ঘোষণা করা হবে ১৩ নভেম্বরের মধ্যে। কেননা বিশ্বকাপের দল ঘোষণার শেষ দিন ১৩ নভেম্বর।
ডেনমার্কের কোচ কাসপার হুলমান্দ এই ব্যাপারে বলেন, ‘যেকোনো কিছু্ই হতে পারে। আমাদের অনেক খেলোয়াড়েরই দুটো করে ম্যাচ বাকি আছে। শেষ পাঁচটা জায়গার জন্য ১০-১২ জন খেলোয়াড়ের মধ্যে লড়াই হতে পারে।’
এবারের বিশ্বকাপে ডেনমার্ক পড়েছে ‘ডি’ গ্রুপে। ২২ নভেম্বর তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ড্যানিশদের বিশ্বকাপ মিশন শুরু হবে। ২৬ নভেম্বর বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে তারা। আর ৩০ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে হুলমান্দের দল।
ডেনমার্কের প্রাথমিক স্কোয়াড
গোলরক্ষক: কাসপার স্মাইকেল (নিস), অলিভার ক্রিস্টেনসেন (হার্থা বার্লিন)
ডিফেন্ডার: সিমন কিয়ার (এসি মিলান), হোয়াকিম অ্যান্ডারসেন (ক্রিস্টাল প্যালেস) , হোয়াকিম মাহেলে (আতালান্তা), আন্দ্রেস ক্রিস্টেনসেন (বার্সেলোনা), রাসমাস ক্রিস্টেনসেন (লিডস ইউনাইটেড), জেনস স্ট্রাইগার লারসেন (ত্রাবজোনসপোর), ভিক্টর নেলসন (গ্যালাতাসারে), ডেনিয়েল ওয়াস (ব্রন্ডবি)
মিডফিল্ডার: থমাস ডেলানি (সেভিয়া), মাথিয়াস জেনসেন (ব্রেন্টফোর্ড), ক্রিস্টিয়ান এরিকসেন (ম্যানচেস্টার ইউনাইটেড), পিয়েরে এমিল হোজবার্গ (টটেনহাম)
ফরোয়ার্ড: আন্দ্রেস স্কয় ওলসেন (ক্লাব ব্রুগা), জেসপার লিন্ডস্ট্রম (আইনট্রাক্ট ফ্রাংকফুর্ট), আন্দ্রেস কর্নিলিয়াস (কোপেনহেগেন), মার্টিন ব্রাথওয়েট (এসপানিওল), কাসপার ডলবার্গ (সেভিয়া), মিকেল ড্যামসগার্ড (ব্রেন্টফোর্ড), জোনাস উইন্ড (ভলফসবুর্গ)।
সময় ঘনিয়ে আসছে কাতার বিশ্বকাপের। দলগুলোও স্কোয়াড ঘোষণা শুরু করেছে। গতকাল ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেনকে নিয়ে ২১ সদস্যের দল ঘোষণা করেছে ডেনমার্ক।
বিশ্বকাপের দল সাধারণত ২৬ জনের হয়। সেখানে ড্যানিশদের প্রাথমিক দলের ২১ জন তো থাকছেনই, বাকি পাঁচজনের নাম ঘোষণা করা হবে ১৩ নভেম্বরের মধ্যে। কেননা বিশ্বকাপের দল ঘোষণার শেষ দিন ১৩ নভেম্বর।
ডেনমার্কের কোচ কাসপার হুলমান্দ এই ব্যাপারে বলেন, ‘যেকোনো কিছু্ই হতে পারে। আমাদের অনেক খেলোয়াড়েরই দুটো করে ম্যাচ বাকি আছে। শেষ পাঁচটা জায়গার জন্য ১০-১২ জন খেলোয়াড়ের মধ্যে লড়াই হতে পারে।’
এবারের বিশ্বকাপে ডেনমার্ক পড়েছে ‘ডি’ গ্রুপে। ২২ নভেম্বর তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ড্যানিশদের বিশ্বকাপ মিশন শুরু হবে। ২৬ নভেম্বর বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে তারা। আর ৩০ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে হুলমান্দের দল।
ডেনমার্কের প্রাথমিক স্কোয়াড
গোলরক্ষক: কাসপার স্মাইকেল (নিস), অলিভার ক্রিস্টেনসেন (হার্থা বার্লিন)
ডিফেন্ডার: সিমন কিয়ার (এসি মিলান), হোয়াকিম অ্যান্ডারসেন (ক্রিস্টাল প্যালেস) , হোয়াকিম মাহেলে (আতালান্তা), আন্দ্রেস ক্রিস্টেনসেন (বার্সেলোনা), রাসমাস ক্রিস্টেনসেন (লিডস ইউনাইটেড), জেনস স্ট্রাইগার লারসেন (ত্রাবজোনসপোর), ভিক্টর নেলসন (গ্যালাতাসারে), ডেনিয়েল ওয়াস (ব্রন্ডবি)
মিডফিল্ডার: থমাস ডেলানি (সেভিয়া), মাথিয়াস জেনসেন (ব্রেন্টফোর্ড), ক্রিস্টিয়ান এরিকসেন (ম্যানচেস্টার ইউনাইটেড), পিয়েরে এমিল হোজবার্গ (টটেনহাম)
ফরোয়ার্ড: আন্দ্রেস স্কয় ওলসেন (ক্লাব ব্রুগা), জেসপার লিন্ডস্ট্রম (আইনট্রাক্ট ফ্রাংকফুর্ট), আন্দ্রেস কর্নিলিয়াস (কোপেনহেগেন), মার্টিন ব্রাথওয়েট (এসপানিওল), কাসপার ডলবার্গ (সেভিয়া), মিকেল ড্যামসগার্ড (ব্রেন্টফোর্ড), জোনাস উইন্ড (ভলফসবুর্গ)।
আইপিএলে ঘরের মাঠে ছন্নছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিপরীত চিত্র প্রতিপক্ষের মাঠে। ঘরের মাঠে ২ ম্যাচে বড় ব্যবধানে হারা বেঙ্গালুরু আজ পাঞ্জাব কিংসকে ৭ উইকেট হারিয়ে তুলে নিয়েছে পঞ্চম জয়। এমন জয়ের দিনে জোড়া রেকর্ডে নাম লিখিয়েছেন বিরাট কোহলি।
১ ঘণ্টা আগেবাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দীনকে এখন কথা বলতে হচ্ছে যথেষ্ট রক্ষণাত্মক সুরে। আজ রোববার দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দলের সিনিয়র সহকারী কোচকে ঘুরেফিরে কথা বলতে হলো ব্যাটিং-ব্যর্থতা নিয়ে। একটা দল টেস্টে গত এক বছরে ১৮ ইনিংসের মধ্যে ৯ বারই ২০০ রানের নিচে অ
৩ ঘণ্টা আগেএএইচএফ কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পুষ্কর ক্ষিসা মিমোর দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারাতে গিয়ে ঘাম ছুটে গেল। একপর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ। কিন্তু শেষ মিনিটে ফজলে রাব্বির গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে...
৪ ঘণ্টা আগেবিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো আলোচনা উঠেছে আবারও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। তবে ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বিশ্লেষণের পর্যায়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে কোনো সমস্যা...
৫ ঘণ্টা আগে