Ajker Patrika

লামিনেকে নিয়ে বিতর্কিত মন্তব্যে ব্রডকাস্টারকে বয়কট বার্সা-পিএসজির 

আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ২০: ২০
লামিনেকে নিয়ে বিতর্কিত মন্তব্যে ব্রডকাস্টারকে বয়কট বার্সা-পিএসজির 

চ্যাম্পিয়নস লিগের ম্যাচটি লামিনে ইয়ামালের জন্য বিশেষ এক ম্যাচ ছিল। পিএসজির বিপক্ষে মাঠে নেমেই একটা রেকর্ড গড়েছেন তিনি। টুর্নামেন্টের ইতিহাসে কোয়ার্টার ফাইনালে খেলা সবচেয়ে কম বয়সী খেলোয়াড়ের রেকর্ড গড়েছেন কৈশোর না পেরোনো এই ফরোয়ার্ড।

রেকর্ড গড়ার রাতে লামিনের বয়স ছিল ১৬ বছর ২৭২ দিন। শেষ আটের ম্যাচে পিএসজির বিপক্ষে ৩-২ গোলে বার্সেলোনা জয় পাওয়ায় তাঁর রাতটাও স্মরণীয় হয়েছে। কিন্তু ম্যাচ শেষে কী জয়টা উপভোগ করতে পেরেছেন তিনি। নিশ্চয়ই নয়। কোয়ার্টার ফাইনালের ম্যাচ শুরুর আগেই যে তাঁকে বাজে মন্তব্যে বিদ্ধ করেছেন হের্মান বুর্গোস।

যাঁকে বার্সেলোনার ভবিষ্যৎ লিওনেল মেসি বলে ভাবা হচ্ছে সেই লামিনের ক্যারিয়ার নিয়ে বিতর্কিত এক মন্তব্য করেছেন সাবেক আতলেতিকো মাদ্রিদের গোলরক্ষক বুর্গোস। স্প্যানিশ টিভি চ্যানেল মুভিস্টারের হয়ে ফুটবল পণ্ডিতের কাজ করা বুর্গোস বলেছেন, ‘যদি তার ক্যারিয়ার ভালো না হয়, তাহলে ক্যারিয়ার শেষে ট্রাফিক সিগন্যালে কাজ করতে পারে।’

আর্জেন্টাইন গোলরক্ষক বুর্গোসের বিতর্কিত মন্তব্যটি অনেকটা ভিক্ষুকের কাজের সঙ্গে তুলনীয়। রাস্তায় যখন গাড়িগুলো ট্রাফিক সিগন্যালে আটকা পড়ে তখন কিছু ব্যক্তি (ভিক্ষুক) এসে চালকদের কাজে অর্থ চায়। স্পেনের উদীয়মান তারকাকে সেই সব ব্যক্তির সঙ্গে তুলনা করেছেন আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনের একসময়ে সহকারী কোচ। 

বুর্গোস যখন এমন ‘শ্রেণিবাদী’ মন্তব্য করলেন তখন সারা বিশ্বে ফুটবলের ‘বর্ণবাদী’ আচরণ নিয়ে সমালোচনা হচ্ছে। অনেকটা জ্বলন্ত আগুনে পা দিয়েছেন আর্জেন্টিনার সাবেক গোলরক্ষক। তাঁর সমালোচনাও তাই ব্যাপকভাবে হচ্ছে। তাঁর এই বিতর্কিত মন্তব্যের জন্য ব্রডকাস্টার মুভিস্টারকে ম্যাচ শেষে সাক্ষাৎকারও দেয়নি পিএসজি-বার্সা। ম্যাচ শেষে খেলোয়াড় এবং কোচদের অনুভূতিও তাই সম্প্রচার করতে পারেনি তারা।

নিজের ভুল বুঝতে পেরে পরে লামিনের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন বুর্গোস। তিনি বলেছেন, ‘কাউকে কষ্ট দেওয়ার জন্য মন্তব্য করিনি। আমরা ফুটবল নিয়ে কথা বলি, অন্য কিছু নিয়ে নয়। সে যদি আমার মন্তব্যে কষ্ট পেয়ে থাকে তাহলে দুঃখ প্রকাশ করছি। আর প্রকাশ্যে ক্ষমা চাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত