Ajker Patrika

মেসি-হালান্ডদের পুরস্কার অনুষ্ঠান কীভাবে দেখবেন 

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ১৩: ০৭
মেসি-হালান্ডদের পুরস্কার অনুষ্ঠান কীভাবে দেখবেন 

ক্যারিয়ারে কত পুরস্কারই তো পেয়েছেন লিওনেল মেসি। পাবেনই বা কেন? আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল সব জায়গাতেই তাঁর জয়জয়কার। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের সামনে রয়েছে আরও এক পুরস্কার জয়ের সম্ভাবনা।

 এবারের ফিফা দ্য বেস্ট হবে লন্ডনে। গ্রিনিচ মিন টাইম (জিএমটি) অনুযায়ী সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে এই অনুষ্ঠান। বাংলাদেশ সময় তা রাত দেড়টা। টেলিভিশনে কোথাও দেখা যাবে না। তবে ফিফা প্লাসের লাইভ স্ট্রিমে দেখা যাবে এই অনুষ্ঠান। গত বছরের ফিফা দ্য বেস্ট জয়ী মেসির এবারের প্রতিদ্বন্দ্বী কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ড। 

এবারের পুরস্কার দেওয়া হবে ২০২৩-এর পারফরম্যান্সের ওপর ভিত্তি করে। গত বছরই মেসি সপ্তমবারের মতো জিতেছেন ব্যালন ডি’অর। আরও স্পষ্ট করে বললে, পারফরম্যান্স বিবেচনা করা হবে ২০২২ এর ১৯ ডিসেম্বর থেকে ২০২৩ এর ২০ আগস্ট পর্যন্ত। যার মধ্যে মায়ামিতে মেসির লিগস কাপের ফাইনাল জয়। এটাই ক্লাবটির ইতিহাসে প্রথম কোনো মেজর শিরোপা। সে সময় লিগস কাপে ৭ ম্যাচে করেন ১০ গোল ও অ্যাসিস্ট করেন ১ গোলে। তবে ২০২২ এর ১৮ ডিসেম্বর ফাইনাল হওয়ায় মেসির বিশ্বকাপ জয় এখানে বিবেচিত হবে না। 
 
২০২২-২৩ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ জিতেছেন আর্লিং হালান্ডঅন্যদিকে গত বছরের ১০ জুন চ্যাম্পিয়নস লিগের ২০২২-২৩ মৌসুমের ফাইনালে মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলান। ইন্টারকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জেতে ম্যান সিটি। ম্যান সিটির প্রথমবারের মতো ট্রেবল জয়ের পাশাপাশি হালান্ডও ট্রেবল জেতেন প্রথমবার। এমবাপ্পে গত বছর প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে জিতেছেন ২০২২-২৩ মৌসুমের লিগ ওয়ান। পিএসজিতে ফরাসি ফরোয়ার্ডের সতীর্থ ছিলেন মেসিও।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত