‘কীর্তিমানের মৃত্যু নাই’—পেলেকে নিয়ে ব্রাজিলিয়ান ফুটবলার কাফুর কথার সারমর্ম যেন এটাই। কাফুর মতে, পেলে না ফেরার দেশে চলে গেলেও কীর্তিতে তিনি অমর হয়ে থাকবেন।
গত কয়েক বছর হাসপাতাল যেন পেলের ‘দ্বিতীয় বাড়ি’ হয়ে গিয়েছিল। এ বছরের ৩০ নভেম্বর কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ব্রাজিলিয়ান এই কিংবদন্তি। হাসপাতালে বসেই বিশ্বকাপ ফুটবল দেখেছিলেন। অবশেষে এই লড়াইয়ে হার মেনে গতকাল ৮২ বছর বয়সে মারা যান ব্রাজিলিয়ান কিংবদন্তি। পেলেকে নিয়ে টুইট করেন তাঁরই স্বদেশি ফুটবলার কাফু। কিংবদন্তি ফুটবলারকে ‘রাজা’ বলে সম্বোধন করে কাফু লিখেছেন, ‘পেলে কখনো মরবেন না। পেলে শাশ্বত। পেলে রাজা। পেলে অদ্বিতীয়। তিনি বেঁচে থাকবেন তাঁর দুর্দান্ত সব গোলে। আমরা পেলে ও তাঁর প্রজন্মের খেলা দেখে অনুপ্রাণিত হয়েছি। শান্তিতে থাকবেন ভাই আমার।’
পেলের মৃত্যুতে ব্রাজিলে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ব্রাজিল। পেলের শেষকৃত্য হবে ২০২৩-এর ২ জানুয়ারি । দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে স্থানীয় সময় সকাল ১০টায়, যা শেষ হবে পরদিন একই সময়ে। সান্তোসে নিয়ে যাওয়া হবে পেলের কফিন । এরপর পেলেকে সমাধিস্থ করা হবে সান্তোসের মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিকায়।
ব্রাজিলের জার্সিতে ৯২ ম্যাচ খেলেছেন পেলে। ৭৭ গোল করেছিলেন, অ্যাসিস্ট করেছিলেন ৩২ গোলে। বিশ্বকাপে ১৪ ম্যাচে করেছেন ১২ গোল এবং ৮ গোলে অ্যাসিস্ট করেছেন। ব্রাজিলের ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপজয়ী ছিলেন এই কিংবদন্তি ফুটবলার।
‘কীর্তিমানের মৃত্যু নাই’—পেলেকে নিয়ে ব্রাজিলিয়ান ফুটবলার কাফুর কথার সারমর্ম যেন এটাই। কাফুর মতে, পেলে না ফেরার দেশে চলে গেলেও কীর্তিতে তিনি অমর হয়ে থাকবেন।
গত কয়েক বছর হাসপাতাল যেন পেলের ‘দ্বিতীয় বাড়ি’ হয়ে গিয়েছিল। এ বছরের ৩০ নভেম্বর কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ব্রাজিলিয়ান এই কিংবদন্তি। হাসপাতালে বসেই বিশ্বকাপ ফুটবল দেখেছিলেন। অবশেষে এই লড়াইয়ে হার মেনে গতকাল ৮২ বছর বয়সে মারা যান ব্রাজিলিয়ান কিংবদন্তি। পেলেকে নিয়ে টুইট করেন তাঁরই স্বদেশি ফুটবলার কাফু। কিংবদন্তি ফুটবলারকে ‘রাজা’ বলে সম্বোধন করে কাফু লিখেছেন, ‘পেলে কখনো মরবেন না। পেলে শাশ্বত। পেলে রাজা। পেলে অদ্বিতীয়। তিনি বেঁচে থাকবেন তাঁর দুর্দান্ত সব গোলে। আমরা পেলে ও তাঁর প্রজন্মের খেলা দেখে অনুপ্রাণিত হয়েছি। শান্তিতে থাকবেন ভাই আমার।’
পেলের মৃত্যুতে ব্রাজিলে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ব্রাজিল। পেলের শেষকৃত্য হবে ২০২৩-এর ২ জানুয়ারি । দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে স্থানীয় সময় সকাল ১০টায়, যা শেষ হবে পরদিন একই সময়ে। সান্তোসে নিয়ে যাওয়া হবে পেলের কফিন । এরপর পেলেকে সমাধিস্থ করা হবে সান্তোসের মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিকায়।
ব্রাজিলের জার্সিতে ৯২ ম্যাচ খেলেছেন পেলে। ৭৭ গোল করেছিলেন, অ্যাসিস্ট করেছিলেন ৩২ গোলে। বিশ্বকাপে ১৪ ম্যাচে করেছেন ১২ গোল এবং ৮ গোলে অ্যাসিস্ট করেছেন। ব্রাজিলের ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপজয়ী ছিলেন এই কিংবদন্তি ফুটবলার।
মেঘলা আবহাওয়ার মধ্যে ঝলমলে রোদ্দুর—সিলেটে আজ শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের প্রথম সেশন ছিল এমনই। লাঞ্চ বিরতির আগে কোনো বৃষ্টি হয়নি। তবে প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পরই আবহাওয়ার পূর্বাভাস সত্য করে নেমেছে বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ কাভারে ঢাকা রয়েছে। এই প্রতিবেদন
১৫ মিনিট আগেঘরের মাঠের চেনা কন্ডিশন হলেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে। সিলেটে আজ শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৫০ রান ওঠার আগেই দুই ওপেনারকে হারায় স্বাগতিকেরা।
৪৩ মিনিট আগেবাংলাদেশের ‘দুঃসময়ের বন্ধু’ তকমা জিম্বাবুয়ে পেয়ে গেছে অনেক আগেই। মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ যখন কোনো সুখবর দিতে পারে না, তখন জিম্বাবুয়ের বিপক্ষেই দুঃখ ঘোচানোর সুযোগ পায় বাংলাদেশ। এবার সেই জিম্বাবুয়েই কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশকে।
১ ঘণ্টা আগেবয়স মাত্র ১৪ বছর। এই ১৪ বছর বয়সে আইপিএল অভিষেকে রেকর্ড বই ওলটপালট করলেন বৈভব সূর্যবংশী। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুর্দান্ত এক শুরুর রাতে তাঁর দুচোখ বেয়ে পড়েছে অশ্রু।
২ ঘণ্টা আগে