Ajker Patrika

আইএসের হুমকির পর পিএসজি-বার্সেলোনা ম্যাচের নিরাপত্তা জোরদার

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ২২: ২৭
আইএসের হুমকির পর পিএসজি-বার্সেলোনা ম্যাচের নিরাপত্তা জোরদার

আজ থেকে শুরু উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ আট পর্ব। ইউরোপীয় ক্লাব শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতায় শেষ আটের প্রথম লেগের সব ভেন্যুতেই হামলার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএস। এই হুমকির পর পিএসজি-বার্সেলোনা ম্যাচের নিরাপত্তা জোরদারের ঘোষণা দিয়েছে ফ্রান্স। 

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগের এই ম্যাচটি আগামীকাল বাংলাদেশ সময় রাত ১টায় প্যারিসে হওয়ার কথা। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্দ দার্মানিন আজ পিএসজি-বার্সেলোনা ম্যাচের নিরাপত্তাব্যবস্থা জোরদার করার কথা জানান। তিনি বলেন, ‘সকালে পুলিশের সঙ্গে আমি কথা বলেছি। যাদের সঙ্গে কথা বলেছি, তারা নিরাপত্তাব্যবস্থা অনেক জোরদার করেছে।’ 

আইএসের বার্তা প্রচারকারী সংগঠন আল-আজাইম চ্যাম্পিয়নস লিগে হামলার হুমকির বিষয়টি আজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানায়। আইএসের পক্ষ থেকে পোস্টারের মতো একটি ছবি প্রকাশ করে তারা। যেখানে কালো পোশাক পরে একে-৪৭ রাইফেল নিয়ে এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তার সামনে বিশাল স্টেডিয়াম আর পেছনে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের চার ভেন্যুর নাম—এমিরেটস স্টেডিয়াম, পার্ক দে প্রিন্সেস, মেত্রোপলিতানো অ্যারেনা ও সান্তিয়াগো বার্নাব্যু। ছবিটির ওপরে ক্যাপশনে লেখা, ‘সবাইকে হত্যা করো।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, আহত ৪৬

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

এনসিপি নেতা সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের নিষ্পত্তি হয়নি: শহিদুল আলম

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত