ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে গত রাতে উলভসকে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। তবে ম্যাচের সমস্ত আলো কেড়ে নিয়েছিলেন কেভিন ডি ব্রুইন। এই বেলজিয়ান মিডফিল্ডার হ্যাটট্রিক করার পর উদ্যাপনটা করেছেন আর্লিং হালান্ডের মতো। যেন হালান্ডকে সিটিতে স্বাগত জানাতেই ডি ব্রুইনের এমন প্রয়াস। পরে অবশ্য জানিয়েছেন ভিন্ন কথা।
প্রথমার্ধের ২৪ মিনিটেই হ্যাটট্রিক পূর্ণ করেন ডি ব্রুইন। উদ্যাপনের জন্য বেছে নিলেন হালান্ডের সেই আইকোনিক ভঙ্গি। গোল করার পর হালান্ড যেভাবে বুড়ো আঙুল ও তর্জনী বাকিয়ে উদ্যাপন করেন, ডি ব্রুইন দাঁড়িয়েই তেমনটা করলেন। এক দিন আগেই নরওয়েজিয়ান স্ট্রাইকার সিটিতে নাম লিখিয়েছেন। অনেকেই তাই ভেবেছেন ডি ব্রুইনের উদ্যাপনের মূল কারণ হয়তো এটাই।
ম্যাচ শেষে ডি ব্রুইন শোনালেন ভিন্ন কথা,‘কয়েকটি সাক্ষাৎকারে জানতে চাওয়া হয়েছে এটা (উদ্যাপন)) হরলান্ডের জন্য ছিল কি না? তিন গোল করায় এটা করেছি। এটা তো হয়ই না! তবে চার গোল করা সব সময়ই বিশেষ কিছু। সত্যি বলতে, গোল পাঁচটা হওয়া উচিত ছিল।’
ম্যাচে ডি ব্রুইন আরেকটি রেকর্ডও গড়েছেন। সিটির ২০০ গোলে তিমি অবদান রেখেছেন। এর মধ্যে ৮৪ গোল নিজে প্রত্যক্ষ ভাবে করেছেন। আর বাকি ১১৬ গোল সতীর্থদের দিয়ে করিয়েছেন। ডি ব্রুইনের এই ঝলমলে পারফরম্যান্সের রাতে লিগ শিরোপা জয়ের আরও কাছে পৌঁছে গেল সিটিজেনরা। সমান ৩৬ ম্যাচ খেলে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা লিভারপুলের চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে তালিকার শীর্ষে গার্দিওলার শিষ্যরা। লিভারপুলের চেয়ে গোল ব্যবধানে ৭টি। বাকি দুই ম্যাচে কোনো অঘটন না ঘটলে লিগ জয় এখন শুধু সময়ের ব্যাপার।
ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে গত রাতে উলভসকে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। তবে ম্যাচের সমস্ত আলো কেড়ে নিয়েছিলেন কেভিন ডি ব্রুইন। এই বেলজিয়ান মিডফিল্ডার হ্যাটট্রিক করার পর উদ্যাপনটা করেছেন আর্লিং হালান্ডের মতো। যেন হালান্ডকে সিটিতে স্বাগত জানাতেই ডি ব্রুইনের এমন প্রয়াস। পরে অবশ্য জানিয়েছেন ভিন্ন কথা।
প্রথমার্ধের ২৪ মিনিটেই হ্যাটট্রিক পূর্ণ করেন ডি ব্রুইন। উদ্যাপনের জন্য বেছে নিলেন হালান্ডের সেই আইকোনিক ভঙ্গি। গোল করার পর হালান্ড যেভাবে বুড়ো আঙুল ও তর্জনী বাকিয়ে উদ্যাপন করেন, ডি ব্রুইন দাঁড়িয়েই তেমনটা করলেন। এক দিন আগেই নরওয়েজিয়ান স্ট্রাইকার সিটিতে নাম লিখিয়েছেন। অনেকেই তাই ভেবেছেন ডি ব্রুইনের উদ্যাপনের মূল কারণ হয়তো এটাই।
ম্যাচ শেষে ডি ব্রুইন শোনালেন ভিন্ন কথা,‘কয়েকটি সাক্ষাৎকারে জানতে চাওয়া হয়েছে এটা (উদ্যাপন)) হরলান্ডের জন্য ছিল কি না? তিন গোল করায় এটা করেছি। এটা তো হয়ই না! তবে চার গোল করা সব সময়ই বিশেষ কিছু। সত্যি বলতে, গোল পাঁচটা হওয়া উচিত ছিল।’
ম্যাচে ডি ব্রুইন আরেকটি রেকর্ডও গড়েছেন। সিটির ২০০ গোলে তিমি অবদান রেখেছেন। এর মধ্যে ৮৪ গোল নিজে প্রত্যক্ষ ভাবে করেছেন। আর বাকি ১১৬ গোল সতীর্থদের দিয়ে করিয়েছেন। ডি ব্রুইনের এই ঝলমলে পারফরম্যান্সের রাতে লিগ শিরোপা জয়ের আরও কাছে পৌঁছে গেল সিটিজেনরা। সমান ৩৬ ম্যাচ খেলে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা লিভারপুলের চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে তালিকার শীর্ষে গার্দিওলার শিষ্যরা। লিভারপুলের চেয়ে গোল ব্যবধানে ৭টি। বাকি দুই ম্যাচে কোনো অঘটন না ঘটলে লিগ জয় এখন শুধু সময়ের ব্যাপার।
অধিনায়ক হিসেবে গত ২১০ দিনে পাঁচটি আন্তর্জাতিক সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। এর মধ্যে শুধু শেষ দুই মাসেই চারটি সিরিজ খেলেছে বাংলাদেশ। জয় এসেছে দুটি সিরিজে। এখন আপাতত কিছুটা বিশ্রামের সুযোগ পাচ্ছেন লিটনরা।
১০ ঘণ্টা আগেএশিয়ান ক্রিকেটকে এক করেছে ঢাকা—এশিয়ান ক্রিকেট খেলুড়ে দেশগুলোর শীর্ষ কর্তাদের ছবি আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এমন এক ক্যাপশন দিয়ে পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ দেখতে যেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এশিয়ান ক্রিকেটের শীর্ষ কর্তাদের মিলনমেলা বসেছে।
১২ ঘণ্টা আগে৪১ রানে নেই ৭ উইকেট। মিরপুরে ৯ বছর আগের সেই লজ্জার রেকর্ড চোখরাঙানি দিচ্ছিল বাংলাদেশকে। ২০১৬ সালে ইডেন গার্ডনে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই সংস্করণে নিজেদের সর্বনিম্ন ৭০ রানে অলআউট হওয়ার রেকর্ড গড়েছিল। তবে আজ পাকিস্তানের বিপক্ষে নিজেদের মাঠে ব্যাটিং আরও ভয়ংকর খারাপ ছিল, ৪১ রানে ৭ উইকেট হারায়...
১২ ঘণ্টা আগেসাত বছর আগে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। আজ তিনি খেলছেন ১২তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ২০১৮ সালে অভিষেক হওয়ার পর মাঝে পাঁচ বছর দলেই সুযোগ পাননি সাহিবজাদা ফারহান। তবে নিজের কৌশল, ধারাবাহিকতা আর শটের রেঞ্জ ও বৈচিত্র্যে বাড়িয়ে ২০২৪ সালে আবারও সাহিবজাদা ফেরেন পাকিস্তান দলে। তবে গত বছর তেমন ভালো
১৩ ঘণ্টা আগে