নিজস্ব প্রতিবেদক,ঢাকা
গোল করেছেন, নেই কোনো উল্লাস। এমনকি সতীর্থের সঙ্গে হাতও মেলাতে দেখা গেল না তাকে। ডিফেন্ডার হয়ে ম্যাচে হ্যাটট্রিক করেছেন। প্রত্যেকটা গোল করলেনই ৩০ গজ দূর থেকে অসাধারণ তিন শটে। অথচ এমন দিনটাকে স্মরণীয় করে রাখতে ক্যামেরার সামনেও এলেন না আফিদা খন্দকার!
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ যেন শ্রীলঙ্কাকে পাড়ার দল বানিয়ে ১২ গোলের বিশাল এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ে নিশ্চিত হয়েছে সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালও। এক ডজন গোলের ম্যাচে হ্যাটট্রিক হয়েছে দুটি। হ্যাটট্রিক করেছেন ভুটান ম্যাচে জোড়া গোলদাতা ফরোয়ার্ড শাহেদা আক্তার রিপা। তবে চমক হয়ে এসেছে আফিদার হ্যাটট্রিক!
এক পয়েন্ট হলেই ফাইনাল নিশ্চিত, এমন ম্যাচে প্রথমার্ধে ৪ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। দূরপাল্লার শটে শ্রীলঙ্কান গোলরক্ষক থারিন্ডি জানিথার দূর্বলতা দেখতে পেয়ে ৪৭ মিনিটে ৪০ গজ দূর থেকে লম্বা এক শট নেন আঁখি খাতুন। বাংলাদেশি ডিফেন্ডারের শট লঙ্কান গোলরক্ষকের গ্লাভস ছুঁয়ে জড়িয়ে যায় জালে।
আঁখির এই শটই যেন পথ দেখালো আফিদাকে। বল লক্ষ্যে থাকলেই গোল হচ্ছে দেখে লোভটা সামলাতে পারলেন না। ততক্ষণে পরিবর্তন হয়েছে লঙ্কান গোলরক্ষক। থারিন্ডি জানিথার জায়গায় এসেছেন বানদারা। কিন্তু আফিদার হ্যাটট্রিকে কোন বাঁধাই হতে পারেননি তিনি।
প্রথমে ৫৪ মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে যে শটটা নিলেন আফিদা, তাতেই এলো সাফল্য। বল বানদারার মাথার ওপর দিয়ে জড়িয়ে গেল জালে। ৭০ মিনিটে একই দূরত্ব থেকে আবারও একই শট আফিদার, এবারও হার মানতে বাধ্য হলেন লঙ্কান গোলরক্ষক। ততক্ষণে বাংলাদেশের গোল ব্যবধান দাঁড়িয়ে গেছে ৮-০।
গোলরক্ষকের মাথার ওপর দিয়ে নিতে পারলেই গোল, আফিদা যেন পেয়ে গেছেন গোল করার রাস্তা। ৮৩ মিনিটে বুঝেশুনে ৩০ গজ দূর থেকেই নিলেন তৃতীয় শট। এই শটেও কিছুই করার থাকলো না লঙ্কান গোলরক্ষকের। দূরপাল্লার তিন শটের কারিশমায় হ্যাটট্রিক পেলেন সাতক্ষীরার এই ফুটবলার।
গোল করেছেন, নেই কোনো উল্লাস। এমনকি সতীর্থের সঙ্গে হাতও মেলাতে দেখা গেল না তাকে। ডিফেন্ডার হয়ে ম্যাচে হ্যাটট্রিক করেছেন। প্রত্যেকটা গোল করলেনই ৩০ গজ দূর থেকে অসাধারণ তিন শটে। অথচ এমন দিনটাকে স্মরণীয় করে রাখতে ক্যামেরার সামনেও এলেন না আফিদা খন্দকার!
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ যেন শ্রীলঙ্কাকে পাড়ার দল বানিয়ে ১২ গোলের বিশাল এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ে নিশ্চিত হয়েছে সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালও। এক ডজন গোলের ম্যাচে হ্যাটট্রিক হয়েছে দুটি। হ্যাটট্রিক করেছেন ভুটান ম্যাচে জোড়া গোলদাতা ফরোয়ার্ড শাহেদা আক্তার রিপা। তবে চমক হয়ে এসেছে আফিদার হ্যাটট্রিক!
এক পয়েন্ট হলেই ফাইনাল নিশ্চিত, এমন ম্যাচে প্রথমার্ধে ৪ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। দূরপাল্লার শটে শ্রীলঙ্কান গোলরক্ষক থারিন্ডি জানিথার দূর্বলতা দেখতে পেয়ে ৪৭ মিনিটে ৪০ গজ দূর থেকে লম্বা এক শট নেন আঁখি খাতুন। বাংলাদেশি ডিফেন্ডারের শট লঙ্কান গোলরক্ষকের গ্লাভস ছুঁয়ে জড়িয়ে যায় জালে।
আঁখির এই শটই যেন পথ দেখালো আফিদাকে। বল লক্ষ্যে থাকলেই গোল হচ্ছে দেখে লোভটা সামলাতে পারলেন না। ততক্ষণে পরিবর্তন হয়েছে লঙ্কান গোলরক্ষক। থারিন্ডি জানিথার জায়গায় এসেছেন বানদারা। কিন্তু আফিদার হ্যাটট্রিকে কোন বাঁধাই হতে পারেননি তিনি।
প্রথমে ৫৪ মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে যে শটটা নিলেন আফিদা, তাতেই এলো সাফল্য। বল বানদারার মাথার ওপর দিয়ে জড়িয়ে গেল জালে। ৭০ মিনিটে একই দূরত্ব থেকে আবারও একই শট আফিদার, এবারও হার মানতে বাধ্য হলেন লঙ্কান গোলরক্ষক। ততক্ষণে বাংলাদেশের গোল ব্যবধান দাঁড়িয়ে গেছে ৮-০।
গোলরক্ষকের মাথার ওপর দিয়ে নিতে পারলেই গোল, আফিদা যেন পেয়ে গেছেন গোল করার রাস্তা। ৮৩ মিনিটে বুঝেশুনে ৩০ গজ দূর থেকেই নিলেন তৃতীয় শট। এই শটেও কিছুই করার থাকলো না লঙ্কান গোলরক্ষকের। দূরপাল্লার তিন শটের কারিশমায় হ্যাটট্রিক পেলেন সাতক্ষীরার এই ফুটবলার।
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
৬ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
১২ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
১২ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
১৩ ঘণ্টা আগে