Ajker Patrika

হারমোসোর ধারেকাছে যেতে রুবিয়ালেসকে মানা আদালতের

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

চুমু কাণ্ডে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতির পদ ছাড়বেন না বলে শুরু থেকেই বলে আসছিলেন লুইস রুবিয়ালেস। শেষ পর্যন্ত তুমুল চাপের মুখে নিজের পদ ধরে রাখতে পারেননি। পরে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন রুবিয়ালেস। 

তবে পদত্যাগ করেও বিতর্ক থেকে নিজেকে রক্ষা করতে পারছেন না রুবিয়ালেস। চুমু কাণ্ডের শিকার জেনিফার হারমোসোর করা মামলায় আজ আদালতের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। ৪৬ বছর বয়সী সাবেক সভাপতিকে কঠিন এক নির্দেশ দিয়েছেন আদালত। স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলারের ধারেকাছে যেতে মানা করেছেন আদালত। তাঁকে অ্যাটাকিং মিডফিল্ডার থেকে ২০০ মিটার দূরে থাকতে বলা হয়েছে। সঙ্গে কোনো রকমের যোগাযোগ না করার নির্দেশনা দিয়েছেন আদালত। 

এক সপ্তাহ আগে রুবিয়ালেসের বিরুদ্ধে মামলা করেন হারমোসো। মামলায় সভাপতির বিরুদ্ধে যৌন হয়রানি ও জবরদস্তির অভিযোগ করেন স্প্যানিশ ফুটবলার। আজ দুটি অভিযোগই অস্বীকার করেছেন রুবিয়ালেস। 

গত ২০ আগস্ট স্পেনের ইতিহাস গড়ার দিন ঘটনাটি ঘটে। ইংল্যান্ডকে ১–০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের দিন পুরস্কার মঞ্চে হারমোসোকে চুমু দেন রুবিয়ালেস। এরপর থেকেই স্পেনের বিশ্বকাপ জয়ের চেয়ে এই ঘটনা নিয়ে আলোচনা–সমালোচনা হতে থাকে বেশি। এক সময় এই ঘটনা স্পেনের জাতীয় বিতর্কের বিষয় হয়ে দাঁড়ায়। দেশটির প্রেসিডেন্টসহ আরও অনেকে রুবিয়ালেসের তির্যকভাবে সমালোচনা করেন। নিজে যখন পদ ছাড়বেন বলে জানান তখন সাময়িকভাবে তাঁকে নিষিদ্ধ করেছিল ফিফা। এমন সিদ্ধান্ত মেনে নিতে না পেরে তাঁর মা অনশনও করেছেন। তবুও রেহাই পাচ্ছেন না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত