ইন্টার মায়ামির হয়ে আবার একসঙ্গে খেলা শুরু লুইস সুয়ারেজ ও লিওনেল মেসির। দুই বন্ধুর পুনর্মিলনীর পর মায়ামি যেন জিততেই ভুলে গেছে। এল সালভাদরের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল ইন্টার মায়ামি। আর কটন বোল স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় ভোরে প্রীতি ম্যাচে এফসি ডালাসের বিপক্ষে গোল করার অনেক সুযোগ পেয়েছিল তারা। শেষ পর্যন্ত মায়ামি হেরে গেছে ১-০ গোলে।
এফসি ডালাসের বিপক্ষে ইন্টার মায়ামির শুরুর একাদশে আজও খেলেছেন মেসি ও সুয়ারেজ। ম্যাচে খুব দ্রুতই এগিয়ে গিয়েছিল ডালাস। তিন মিনিটে পল আরিওলার অ্যাসিস্টে গোল করেন ডালাস স্ট্রাইকার জেসুস ফেরেইরা। এরপর সমতায় ফিরতে প্রাণপণ চেষ্টা করে ইন্টার মায়ামি। পুরো ম্যাচ ডালাসের ওপর দাপট দেখিয়ে খেলেছে মায়ামি। ম্যাচে ৬৯ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৩টি শট করেছিল মায়ামি। অন্যদিকে এফসি ডালাস বল দখলে রেখেছিল ৩১ শতাংশ আর প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শট করে ৪টি। ১২ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন মেসি। সার্জিও বুসকেটসের অ্যাসিস্টে ডালাসের লক্ষ্য বরাবর শট নেন মেসি। তবে ডালাস গোলরক্ষক মার্তেন পায়েজের দৃঢ়তায় তা সম্ভব হয়নি।
মেসির গোল মিসের পর সুযোগ হাতছাড়া করেন সুয়ারেজও। ১৫ মিনিটে ডেভিড রুইজের পাস থেকে ডালাসের লক্ষ্য বরাবর শট নেন সুয়ারেজ। এবারও ডালাস গোলরক্ষক পায়েজ তা প্রতিহত করেছেন। এক মিনিট পর সেই রুইজ গোলের সুযোগ হাতছাড়া করেছেন। এরপর প্রথমার্ধে একের পর এক সুযোগ হাতছাড়া করতে থাকে মায়ামি। ২৫, ২৭ ও ৪৩ মিনিটে হুলিয়ান গ্রেসেল, মেসি, সুয়ারেজ—তিন জনের কেউই সুযোগ কাজে লাগাতে পারেননি। প্রথমার্ধ ডালাস শেষ করে ১-০ গোলে এগিয়ে থেকেই।
দ্বিতীয়ার্ধে খুব দ্রুতই সমতায় ফেরার সুযোগ পেয়েছিল মায়ামি। জর্দি আলবার অ্যাসিস্টে ৫৫ মিনিটে বাঁ পায়ে শট করেন মেসি। এবারও ডালাস গোলরক্ষক পায়েজ সেই আক্রমণ প্রতিহত করেছেন। মেসি অবশ্য এই ম্যাচে খেলেছেন ৬৪ মিনিট। ৬৪ মিনিটে আর্জেন্টাইন তারকা ফুটবলারের বদলে মাঠে নামেন মায়ামির মিডফিল্ডার গ্রেগর। সে সময় সুয়ারেজ, বুসকেতস, গ্রেসেল—এই তিন খেলোয়াড়কেও উঠিয়ে নেয় মায়ামি। সুয়ারেজ, বুসকেতস, গ্রেসেলের বদলি হিসেবে মাঠে নামেন নিকোলাস মার্সেলো স্তেফানেল্লি, লিওনার্দো কাম্পানা ও লসন কনারি সান্ডারল্যান্ড। তাও কোনো কাজে আসেনি মায়ামি। যেখানে মেসির বদলি হিসেবে নামা গ্রেগর ৮৮ মিনিটে গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি। ডালাস শেষ পর্যন্ত জয় পেয়েছে ১-০ গোলে।
ইন্টার মায়ামির হয়ে আবার একসঙ্গে খেলা শুরু লুইস সুয়ারেজ ও লিওনেল মেসির। দুই বন্ধুর পুনর্মিলনীর পর মায়ামি যেন জিততেই ভুলে গেছে। এল সালভাদরের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল ইন্টার মায়ামি। আর কটন বোল স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় ভোরে প্রীতি ম্যাচে এফসি ডালাসের বিপক্ষে গোল করার অনেক সুযোগ পেয়েছিল তারা। শেষ পর্যন্ত মায়ামি হেরে গেছে ১-০ গোলে।
এফসি ডালাসের বিপক্ষে ইন্টার মায়ামির শুরুর একাদশে আজও খেলেছেন মেসি ও সুয়ারেজ। ম্যাচে খুব দ্রুতই এগিয়ে গিয়েছিল ডালাস। তিন মিনিটে পল আরিওলার অ্যাসিস্টে গোল করেন ডালাস স্ট্রাইকার জেসুস ফেরেইরা। এরপর সমতায় ফিরতে প্রাণপণ চেষ্টা করে ইন্টার মায়ামি। পুরো ম্যাচ ডালাসের ওপর দাপট দেখিয়ে খেলেছে মায়ামি। ম্যাচে ৬৯ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৩টি শট করেছিল মায়ামি। অন্যদিকে এফসি ডালাস বল দখলে রেখেছিল ৩১ শতাংশ আর প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শট করে ৪টি। ১২ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন মেসি। সার্জিও বুসকেটসের অ্যাসিস্টে ডালাসের লক্ষ্য বরাবর শট নেন মেসি। তবে ডালাস গোলরক্ষক মার্তেন পায়েজের দৃঢ়তায় তা সম্ভব হয়নি।
মেসির গোল মিসের পর সুযোগ হাতছাড়া করেন সুয়ারেজও। ১৫ মিনিটে ডেভিড রুইজের পাস থেকে ডালাসের লক্ষ্য বরাবর শট নেন সুয়ারেজ। এবারও ডালাস গোলরক্ষক পায়েজ তা প্রতিহত করেছেন। এক মিনিট পর সেই রুইজ গোলের সুযোগ হাতছাড়া করেছেন। এরপর প্রথমার্ধে একের পর এক সুযোগ হাতছাড়া করতে থাকে মায়ামি। ২৫, ২৭ ও ৪৩ মিনিটে হুলিয়ান গ্রেসেল, মেসি, সুয়ারেজ—তিন জনের কেউই সুযোগ কাজে লাগাতে পারেননি। প্রথমার্ধ ডালাস শেষ করে ১-০ গোলে এগিয়ে থেকেই।
দ্বিতীয়ার্ধে খুব দ্রুতই সমতায় ফেরার সুযোগ পেয়েছিল মায়ামি। জর্দি আলবার অ্যাসিস্টে ৫৫ মিনিটে বাঁ পায়ে শট করেন মেসি। এবারও ডালাস গোলরক্ষক পায়েজ সেই আক্রমণ প্রতিহত করেছেন। মেসি অবশ্য এই ম্যাচে খেলেছেন ৬৪ মিনিট। ৬৪ মিনিটে আর্জেন্টাইন তারকা ফুটবলারের বদলে মাঠে নামেন মায়ামির মিডফিল্ডার গ্রেগর। সে সময় সুয়ারেজ, বুসকেতস, গ্রেসেল—এই তিন খেলোয়াড়কেও উঠিয়ে নেয় মায়ামি। সুয়ারেজ, বুসকেতস, গ্রেসেলের বদলি হিসেবে মাঠে নামেন নিকোলাস মার্সেলো স্তেফানেল্লি, লিওনার্দো কাম্পানা ও লসন কনারি সান্ডারল্যান্ড। তাও কোনো কাজে আসেনি মায়ামি। যেখানে মেসির বদলি হিসেবে নামা গ্রেগর ৮৮ মিনিটে গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি। ডালাস শেষ পর্যন্ত জয় পেয়েছে ১-০ গোলে।
ছেলেদের ফুটবলে ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও সবশেষ শিরোপা জিতেছে ২০০২ সালে। পরের ২৪ বছরে বলার মতো সাফল্য বলতে ২০১৯ কোপা আমেরিকার শিরোপা জয়। ছেলেদের ফুটবলে ব্রাজিল যেখানে ধুঁকছে, সেখানে তাদের নারী ফুটবলাররা খেলছেন দাপট দেখিয়ে। উরুগুয়েকে বিধ্বস্ত করে ফের নারী কোপা আমেরিকার ফাইনালে উঠল
১ মিনিট আগেবাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন জাতীয় দলে গত ডিসেম্বরে যুক্ত হওয়ার পর গত আট মাসে মুদ্রার দুটি পিঠই দেখে ফেলেছেন। জাতীয় দলের ধারাবাহিক ব্যর্থতায় সালাহ উদ্দীন সমালোচিত হয়েছেন। অথচ ঘরোয়া ক্রিকেটের সাফল্যে তিনি এত দিন শুধু প্রশংসা পেয়ে অভ্যস্ত ছিলেন। এসব নিয়েই গতকাল মাস্কো...
২৮ মিনিট আগেবাংলাদেশের হয়ে ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। এ যাত্রায় তাঁদের সঙ্গ দিয়েছেন কলকাতার দুজন সাঁতারু। চার জন মিলে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে সময় লেগেছে ১২ ঘণ্টা ১০ মিনিট।
১২ ঘণ্টা আগেসাকিব-মাশরাফিদের সৌজন্যে বাংলাদেশ ক্রিকেট হামাগুড়ি থেকে উঠে দাঁড়াতে শিখেছে। শিখেছে দৌড়াতে। ‘পঞ্চপাণ্ডব’ বাংলাদেশকে নিয়ে গেছেন ভিন্ন উচ্চতায়। তাঁদের সবার ক্যারিয়ার প্রায় শেষ। মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে। মুশফিকুর রহিম খেলছেন শুধু
১২ ঘণ্টা আগে