ক্রীড়া ডেস্ক
ইন্টার মায়ামির হয়ে আবার একসঙ্গে খেলা শুরু লুইস সুয়ারেজ ও লিওনেল মেসির। দুই বন্ধুর পুনর্মিলনীর পর মায়ামি যেন জিততেই ভুলে গেছে। এল সালভাদরের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল ইন্টার মায়ামি। আর কটন বোল স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় ভোরে প্রীতি ম্যাচে এফসি ডালাসের বিপক্ষে গোল করার অনেক সুযোগ পেয়েছিল তারা। শেষ পর্যন্ত মায়ামি হেরে গেছে ১-০ গোলে।
এফসি ডালাসের বিপক্ষে ইন্টার মায়ামির শুরুর একাদশে আজও খেলেছেন মেসি ও সুয়ারেজ। ম্যাচে খুব দ্রুতই এগিয়ে গিয়েছিল ডালাস। তিন মিনিটে পল আরিওলার অ্যাসিস্টে গোল করেন ডালাস স্ট্রাইকার জেসুস ফেরেইরা। এরপর সমতায় ফিরতে প্রাণপণ চেষ্টা করে ইন্টার মায়ামি। পুরো ম্যাচ ডালাসের ওপর দাপট দেখিয়ে খেলেছে মায়ামি। ম্যাচে ৬৯ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৩টি শট করেছিল মায়ামি। অন্যদিকে এফসি ডালাস বল দখলে রেখেছিল ৩১ শতাংশ আর প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শট করে ৪টি। ১২ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন মেসি। সার্জিও বুসকেটসের অ্যাসিস্টে ডালাসের লক্ষ্য বরাবর শট নেন মেসি। তবে ডালাস গোলরক্ষক মার্তেন পায়েজের দৃঢ়তায় তা সম্ভব হয়নি।
মেসির গোল মিসের পর সুযোগ হাতছাড়া করেন সুয়ারেজও। ১৫ মিনিটে ডেভিড রুইজের পাস থেকে ডালাসের লক্ষ্য বরাবর শট নেন সুয়ারেজ। এবারও ডালাস গোলরক্ষক পায়েজ তা প্রতিহত করেছেন। এক মিনিট পর সেই রুইজ গোলের সুযোগ হাতছাড়া করেছেন। এরপর প্রথমার্ধে একের পর এক সুযোগ হাতছাড়া করতে থাকে মায়ামি। ২৫, ২৭ ও ৪৩ মিনিটে হুলিয়ান গ্রেসেল, মেসি, সুয়ারেজ—তিন জনের কেউই সুযোগ কাজে লাগাতে পারেননি। প্রথমার্ধ ডালাস শেষ করে ১-০ গোলে এগিয়ে থেকেই।
দ্বিতীয়ার্ধে খুব দ্রুতই সমতায় ফেরার সুযোগ পেয়েছিল মায়ামি। জর্দি আলবার অ্যাসিস্টে ৫৫ মিনিটে বাঁ পায়ে শট করেন মেসি। এবারও ডালাস গোলরক্ষক পায়েজ সেই আক্রমণ প্রতিহত করেছেন। মেসি অবশ্য এই ম্যাচে খেলেছেন ৬৪ মিনিট। ৬৪ মিনিটে আর্জেন্টাইন তারকা ফুটবলারের বদলে মাঠে নামেন মায়ামির মিডফিল্ডার গ্রেগর। সে সময় সুয়ারেজ, বুসকেতস, গ্রেসেল—এই তিন খেলোয়াড়কেও উঠিয়ে নেয় মায়ামি। সুয়ারেজ, বুসকেতস, গ্রেসেলের বদলি হিসেবে মাঠে নামেন নিকোলাস মার্সেলো স্তেফানেল্লি, লিওনার্দো কাম্পানা ও লসন কনারি সান্ডারল্যান্ড। তাও কোনো কাজে আসেনি মায়ামি। যেখানে মেসির বদলি হিসেবে নামা গ্রেগর ৮৮ মিনিটে গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি। ডালাস শেষ পর্যন্ত জয় পেয়েছে ১-০ গোলে।
ইন্টার মায়ামির হয়ে আবার একসঙ্গে খেলা শুরু লুইস সুয়ারেজ ও লিওনেল মেসির। দুই বন্ধুর পুনর্মিলনীর পর মায়ামি যেন জিততেই ভুলে গেছে। এল সালভাদরের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল ইন্টার মায়ামি। আর কটন বোল স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় ভোরে প্রীতি ম্যাচে এফসি ডালাসের বিপক্ষে গোল করার অনেক সুযোগ পেয়েছিল তারা। শেষ পর্যন্ত মায়ামি হেরে গেছে ১-০ গোলে।
এফসি ডালাসের বিপক্ষে ইন্টার মায়ামির শুরুর একাদশে আজও খেলেছেন মেসি ও সুয়ারেজ। ম্যাচে খুব দ্রুতই এগিয়ে গিয়েছিল ডালাস। তিন মিনিটে পল আরিওলার অ্যাসিস্টে গোল করেন ডালাস স্ট্রাইকার জেসুস ফেরেইরা। এরপর সমতায় ফিরতে প্রাণপণ চেষ্টা করে ইন্টার মায়ামি। পুরো ম্যাচ ডালাসের ওপর দাপট দেখিয়ে খেলেছে মায়ামি। ম্যাচে ৬৯ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৩টি শট করেছিল মায়ামি। অন্যদিকে এফসি ডালাস বল দখলে রেখেছিল ৩১ শতাংশ আর প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শট করে ৪টি। ১২ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন মেসি। সার্জিও বুসকেটসের অ্যাসিস্টে ডালাসের লক্ষ্য বরাবর শট নেন মেসি। তবে ডালাস গোলরক্ষক মার্তেন পায়েজের দৃঢ়তায় তা সম্ভব হয়নি।
মেসির গোল মিসের পর সুযোগ হাতছাড়া করেন সুয়ারেজও। ১৫ মিনিটে ডেভিড রুইজের পাস থেকে ডালাসের লক্ষ্য বরাবর শট নেন সুয়ারেজ। এবারও ডালাস গোলরক্ষক পায়েজ তা প্রতিহত করেছেন। এক মিনিট পর সেই রুইজ গোলের সুযোগ হাতছাড়া করেছেন। এরপর প্রথমার্ধে একের পর এক সুযোগ হাতছাড়া করতে থাকে মায়ামি। ২৫, ২৭ ও ৪৩ মিনিটে হুলিয়ান গ্রেসেল, মেসি, সুয়ারেজ—তিন জনের কেউই সুযোগ কাজে লাগাতে পারেননি। প্রথমার্ধ ডালাস শেষ করে ১-০ গোলে এগিয়ে থেকেই।
দ্বিতীয়ার্ধে খুব দ্রুতই সমতায় ফেরার সুযোগ পেয়েছিল মায়ামি। জর্দি আলবার অ্যাসিস্টে ৫৫ মিনিটে বাঁ পায়ে শট করেন মেসি। এবারও ডালাস গোলরক্ষক পায়েজ সেই আক্রমণ প্রতিহত করেছেন। মেসি অবশ্য এই ম্যাচে খেলেছেন ৬৪ মিনিট। ৬৪ মিনিটে আর্জেন্টাইন তারকা ফুটবলারের বদলে মাঠে নামেন মায়ামির মিডফিল্ডার গ্রেগর। সে সময় সুয়ারেজ, বুসকেতস, গ্রেসেল—এই তিন খেলোয়াড়কেও উঠিয়ে নেয় মায়ামি। সুয়ারেজ, বুসকেতস, গ্রেসেলের বদলি হিসেবে মাঠে নামেন নিকোলাস মার্সেলো স্তেফানেল্লি, লিওনার্দো কাম্পানা ও লসন কনারি সান্ডারল্যান্ড। তাও কোনো কাজে আসেনি মায়ামি। যেখানে মেসির বদলি হিসেবে নামা গ্রেগর ৮৮ মিনিটে গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি। ডালাস শেষ পর্যন্ত জয় পেয়েছে ১-০ গোলে।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১১ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৪ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৫ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৬ ঘণ্টা আগে