‘কালো ঘোড়া’ হয়ে কোপা আমেরিকায় এসেছে কলম্বিয়া। ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ফেবারিট মানলেও কলম্বিয়ানদের ওপর বাজি ধরবে—এমন লোকের সংখ্যাও কম নয়। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৮ ম্যাচ অপরাজিত তাঁরা। সবশেষ হেরেছিলেন ২০২২ সালের ফেব্রুয়ারি, এই আর্জেন্টিনার বিপক্ষে। বিশ্বকাপ বাছাইপর্বে সেই হারের শোধ কি এবার তুলতে পারবেন হামেস রদ্রিগেজরা? তুলতে পারলেই যে ২০০১ সালের পর আরেকবার কোপার স্বাদ পাবে কলম্বিয়া।
২০১৪ বিশ্বকাপের পর আরেকটি বড় টুর্নামেন্টে নিজেদের সেরা ফুটবলটা খেললেন কলম্বিয়ানরা। ২৩ বছর পর উঠেছেন কোপার ফাইনালে। এক দশক আগে রদ্রিগেজের নৈপুণ্যে প্রথমবার পেয়েছিলেন বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিট। এবারও তাঁদের স্বপ্নসারথি গত পরশু ৩৩তম জন্মদিন উদ্যাপন করা রদ্রিগেজ। ৩৩ বছর কাটার আগেই কলম্বিয়ানদের শিরোপা এনে দেওয়ার কথা রাখতে পারবেন তো এই অ্যাটাকিং মিডফিল্ডার?
কলম্বিয়ানদের স্বপ্ন দেখাচ্ছেন এক আর্জেন্টাইনও—নেস্তর লোরেঞ্জো। এই আর্জেন্টাইন কোচের অধীনেই যে এমন দুরন্ত পথচলা তাঁদের। ‘ঘরের শত্রু বিভীষণ’ হয়েই ৫৮ বছর বয়সী কোচ চাইবেন প্রথমবার আন্তর্জাতিক শিরোপা ছুঁয়ে দেখতে। সেটি যদি আসে আর্জেন্টিনাকে হারিয়ে? মনে হয় না লোরেঞ্জো তাতে খুব মন খারাপ করবেন। উরুগুয়েকে সেমিফাইনালে হারানোর পর দিন চারেক আগে যে কথা বলছেন, সেটি শুনলে মনে হবে, তিনি নিজেও কলম্বিয়ান, ‘আমি জানি না, কলম্বিয়ানদের কেমন লাগছে (ফাইনালে ওঠার পর)। তবে যখন আমি দেশটির জাতীয় সংগীত শুনি, আবেগাপ্লুত হয়ে যাই।’
লোরেঞ্জোর আরেক পরিচয়, ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে ১৯৯০ বিশ্বকাপে খেলেছেন তিনি। এবার তাঁর সঙ্গে লড়াইটা তাঁরই সাবেক দুই শিষ্যের। ২০০৬ বিশ্বকাপে আর্জেন্টিনার সহকারী কোচ ছিলেন লোরেঞ্জো। সেই বিশ্বকাপে খেলেছেন আর্জেন্টিনার বর্তমান কোচ লিওনেল স্কালোনি ও অধিনায়ক লিওনেল মেসি। এ দুজন এবার আরেকটি মহাদেশীয় শিরোপার স্বপ্ন দেখাচ্ছেন আর্জেন্টাইনদের। সেই আশাকে নৈরাশ্যে রূপান্তর করতে পারলে ছেদ পড়বে আর্জেন্টিনার টানা ২৫ ম্যাচে অপরাজেয় থাকার ধারাতেও। দলের হারজিত যা-ই হোক, আর্জেন্টিনার বিপক্ষে রদ্রিগেজদের লড়াই দেখতে দেশটিতে ঘোষণা করা হয়েছে সরকারি ছুটি।
১০ জন নিয়েও সেমিফাইনালে কলম্বিয়া যেভাবে খেলেছে, তার প্রশংসা করেছিলেন উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা। তেমন মানসিকতা আর্জেন্টাইনদের বিপক্ষে দেখাতে পারবে তো লোরেঞ্জোর দল? কলম্বিয়ার কিংবদন্তি মিডফিল্ডার কার্লোস ভালদেরামোও মনে করেন, তাঁর উত্তরসূরিরা চমক দেখাতে পারেন। তাঁর আশা, ‘আমি দেখছি, কলম্বিয়া রোববার (সোমবার সকালে) জিতেছে। আমাদের স্বপ্ন দেখার মতো দুর্দান্ত এক দল আছে।’
‘কালো ঘোড়া’ হয়ে কোপা আমেরিকায় এসেছে কলম্বিয়া। ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ফেবারিট মানলেও কলম্বিয়ানদের ওপর বাজি ধরবে—এমন লোকের সংখ্যাও কম নয়। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৮ ম্যাচ অপরাজিত তাঁরা। সবশেষ হেরেছিলেন ২০২২ সালের ফেব্রুয়ারি, এই আর্জেন্টিনার বিপক্ষে। বিশ্বকাপ বাছাইপর্বে সেই হারের শোধ কি এবার তুলতে পারবেন হামেস রদ্রিগেজরা? তুলতে পারলেই যে ২০০১ সালের পর আরেকবার কোপার স্বাদ পাবে কলম্বিয়া।
২০১৪ বিশ্বকাপের পর আরেকটি বড় টুর্নামেন্টে নিজেদের সেরা ফুটবলটা খেললেন কলম্বিয়ানরা। ২৩ বছর পর উঠেছেন কোপার ফাইনালে। এক দশক আগে রদ্রিগেজের নৈপুণ্যে প্রথমবার পেয়েছিলেন বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিট। এবারও তাঁদের স্বপ্নসারথি গত পরশু ৩৩তম জন্মদিন উদ্যাপন করা রদ্রিগেজ। ৩৩ বছর কাটার আগেই কলম্বিয়ানদের শিরোপা এনে দেওয়ার কথা রাখতে পারবেন তো এই অ্যাটাকিং মিডফিল্ডার?
কলম্বিয়ানদের স্বপ্ন দেখাচ্ছেন এক আর্জেন্টাইনও—নেস্তর লোরেঞ্জো। এই আর্জেন্টাইন কোচের অধীনেই যে এমন দুরন্ত পথচলা তাঁদের। ‘ঘরের শত্রু বিভীষণ’ হয়েই ৫৮ বছর বয়সী কোচ চাইবেন প্রথমবার আন্তর্জাতিক শিরোপা ছুঁয়ে দেখতে। সেটি যদি আসে আর্জেন্টিনাকে হারিয়ে? মনে হয় না লোরেঞ্জো তাতে খুব মন খারাপ করবেন। উরুগুয়েকে সেমিফাইনালে হারানোর পর দিন চারেক আগে যে কথা বলছেন, সেটি শুনলে মনে হবে, তিনি নিজেও কলম্বিয়ান, ‘আমি জানি না, কলম্বিয়ানদের কেমন লাগছে (ফাইনালে ওঠার পর)। তবে যখন আমি দেশটির জাতীয় সংগীত শুনি, আবেগাপ্লুত হয়ে যাই।’
লোরেঞ্জোর আরেক পরিচয়, ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে ১৯৯০ বিশ্বকাপে খেলেছেন তিনি। এবার তাঁর সঙ্গে লড়াইটা তাঁরই সাবেক দুই শিষ্যের। ২০০৬ বিশ্বকাপে আর্জেন্টিনার সহকারী কোচ ছিলেন লোরেঞ্জো। সেই বিশ্বকাপে খেলেছেন আর্জেন্টিনার বর্তমান কোচ লিওনেল স্কালোনি ও অধিনায়ক লিওনেল মেসি। এ দুজন এবার আরেকটি মহাদেশীয় শিরোপার স্বপ্ন দেখাচ্ছেন আর্জেন্টাইনদের। সেই আশাকে নৈরাশ্যে রূপান্তর করতে পারলে ছেদ পড়বে আর্জেন্টিনার টানা ২৫ ম্যাচে অপরাজেয় থাকার ধারাতেও। দলের হারজিত যা-ই হোক, আর্জেন্টিনার বিপক্ষে রদ্রিগেজদের লড়াই দেখতে দেশটিতে ঘোষণা করা হয়েছে সরকারি ছুটি।
১০ জন নিয়েও সেমিফাইনালে কলম্বিয়া যেভাবে খেলেছে, তার প্রশংসা করেছিলেন উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা। তেমন মানসিকতা আর্জেন্টাইনদের বিপক্ষে দেখাতে পারবে তো লোরেঞ্জোর দল? কলম্বিয়ার কিংবদন্তি মিডফিল্ডার কার্লোস ভালদেরামোও মনে করেন, তাঁর উত্তরসূরিরা চমক দেখাতে পারেন। তাঁর আশা, ‘আমি দেখছি, কলম্বিয়া রোববার (সোমবার সকালে) জিতেছে। আমাদের স্বপ্ন দেখার মতো দুর্দান্ত এক দল আছে।’
বার্সেলোনার বিপক্ষে কঠিন লড়াইয়ের পর চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করেছে ইন্টার মিলান। ইতালিয়ান ক্লাবটিকে ফাইনাল পর্যন্ত তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন লাউতারো মার্তিনেজ। গতকাল সেমিফাইনালের দ্বিতীয় লেগেও দলের দুটি গোলে অবদান ছিল তাঁর। দলের প্রথম গোল নিজে করেছেন, আরেকটি তাঁকে বক্সে ফাউল করায় পেন
৩ মিনিট আগেভারত-পাকিস্তানের মধ্যে গতকাল রাত থেকে চলছে সামরিক যুদ্ধ। ভয়াবহ আকার ধারণ না করলেও এর রেশ ছড়িয়ে পড়েছে পুরো উপমহাদেশে। ক্রিকেটাররাও নিজ দেশের পাশে থাকার সমর্থন জানিয়ে পোস্ট করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সব মিলিয়ে যুদ্ধের একটা প্রভাব ক্রীড়াঙ্গনেও পড়ার আশঙ্কা করা হচ্ছে। চলমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল
১ ঘণ্টা আগেচলতি মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়ার ঘোষণা দেওয়া কেভিন ডি ব্রুইনেকে দলে ভেড়ানোর চেষ্টায় ছিল ইন্টার মায়ামি। তবে এবার নিজেদের অবস্থান থেকে সরে এসেছে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটি। ‘ডিসকভারি লিস্টের’ ডি ব্রুইনেকে তলে ভেড়ানোর আলোচনার অধিকার ছেড়ে দিয়েছে মায়ামি।
২ ঘণ্টা আগেনিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে দাপট দেখিয়ে খেলছে বাংলাদেশ ‘এ’ দল। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই দুর্দান্ত নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন বাংলাদেশ। টানা দুই ম্যাচে দাপুটে পারফরম্যান্সে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ জিতে গেল স্বাগতিকেরা।
২ ঘণ্টা আগে