Ajker Patrika

বায়ার্নের রেকর্ড ভাঙল জাবির লেভারকুসেন

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

বায়ার্ন মিউনিখের আধিপত্যে ভেঙে দিতে বুন্দেসলিগায় দুরন্ত গতিতে ছুটছে বেয়ার লেভারকুসেন। রেকর্ড টানা ১১ মৌসুম ধরে শিরোপা জেতা বায়ার্নকে হটিয়ে এবার প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার পথে লেভারকুসেন। শিরোপার মতো আরও একটি জায়গায় বায়ার্নের আধিপত্য ছিনিয়ে নিয়েছে জাবি আলোনসোর অধীনে চমক দেখানো দলটি। 

জার্মান দলের মধ্যে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ম্যাচ অপরাজিত থাকার। সর্বশেষ ম্যাচে হাইডেনহাইমকে ২-১ গোলে হারিয়ে বায়ার্নের টানা ৩২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডকে স্পর্শ করেছিল লেভারকুসেন। গতকাল রেকর্ডটা এককভাবে নিজেদের করে নেওয়ার মিশনে নেমেছিল লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দলটি। ঘরের মাঠে নেমে তাতে সফলও হয়েছে তারা। 

বেএর‍েনায় খেলতে নেমে মাইনজের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে লেভারকুসেন। এ জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছে তারা। লিগের ১৯ তম জয়ের বিপরীতে সব মিলিয়ে ২৯ তম। সাবেক কোচ হান্সি ফ্লিকের অধীনে ২০১৮-১৯ ও ২০১৯-২০ মৌসুম মিলিয়ে টানা ৩২ ম্যাচ অপরাজিত ছিল বায়ার্ন। সামনে লেভারকুসেনের সংখ্যাটা যে আরও বাড়ার সুযোগ থাকছে সেটা না বললেও চলে। 

তবে রেকর্ড গড়ার ম্যাচে শুরুতেই এগিয়ে যায় লেভারকুসেন। দলকে তৃতীয় মিনিটে লিড এনে দেন গ্রানিত জাকা। কিন্তু লিডটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লেভারকুসেন। ৭ মিনিটে ম্যাচে সমতায় ফেরে মাইনজ। ডমিনিক কোহর দলকে সমতায় ফেরালেও মাইনজের হার এড়াতে পারেননি। ৬৮ মিনিটে লেভারকুসেনকে জয়সূচক গোল এনে দেন রবার্ট আন্ডরিখ।

এ জয়ে চ্যাম্পিয়নের আরও কাছে লেভারকুসেন। ২৩ ম্যাচে ৬১ পয়েন্টে শীর্ষে তারা। অন্যদিকে ২২ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে দুইয়ে বায়ার্ন। রেকর্ড গড়ার মূল কারিগর অবশ্য এ নিয়ে তেমন ভাবেন না বলেই জানিয়েছেন। তবে রেকর্ড হওয়ার পর আনন্দিত হওয়ার কথাও জানিয়েছেন জাবি।

রেকর্ডের বিষয়ে জাবি বলেছেন, ‘হওয়ার আগে এটা (রেকর্ড) নিয়ে ভাবি না। কিন্তু একবার হয়ে গেলে আমি খুবই আনন্দিত হই। এটা দুর্দান্ত ব্যাপার যে আমার মাইলফলকটি অর্জন করেছি। এটা নিশ্চিত যে আপনি এর জন্য কোনো পদক পাবেন না কিন্তু এর মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া দুর্দান্ত! আমরা দারুণ কিছু অর্জন করছি। তবে এখানেই থামতে চাই না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত