ক্রীড়া ডেস্ক
বায়ার্ন মিউনিখের আধিপত্যে ভেঙে দিতে বুন্দেসলিগায় দুরন্ত গতিতে ছুটছে বেয়ার লেভারকুসেন। রেকর্ড টানা ১১ মৌসুম ধরে শিরোপা জেতা বায়ার্নকে হটিয়ে এবার প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার পথে লেভারকুসেন। শিরোপার মতো আরও একটি জায়গায় বায়ার্নের আধিপত্য ছিনিয়ে নিয়েছে জাবি আলোনসোর অধীনে চমক দেখানো দলটি।
জার্মান দলের মধ্যে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ম্যাচ অপরাজিত থাকার। সর্বশেষ ম্যাচে হাইডেনহাইমকে ২-১ গোলে হারিয়ে বায়ার্নের টানা ৩২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডকে স্পর্শ করেছিল লেভারকুসেন। গতকাল রেকর্ডটা এককভাবে নিজেদের করে নেওয়ার মিশনে নেমেছিল লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দলটি। ঘরের মাঠে নেমে তাতে সফলও হয়েছে তারা।
বেএরেনায় খেলতে নেমে মাইনজের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে লেভারকুসেন। এ জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছে তারা। লিগের ১৯ তম জয়ের বিপরীতে সব মিলিয়ে ২৯ তম। সাবেক কোচ হান্সি ফ্লিকের অধীনে ২০১৮-১৯ ও ২০১৯-২০ মৌসুম মিলিয়ে টানা ৩২ ম্যাচ অপরাজিত ছিল বায়ার্ন। সামনে লেভারকুসেনের সংখ্যাটা যে আরও বাড়ার সুযোগ থাকছে সেটা না বললেও চলে।
তবে রেকর্ড গড়ার ম্যাচে শুরুতেই এগিয়ে যায় লেভারকুসেন। দলকে তৃতীয় মিনিটে লিড এনে দেন গ্রানিত জাকা। কিন্তু লিডটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লেভারকুসেন। ৭ মিনিটে ম্যাচে সমতায় ফেরে মাইনজ। ডমিনিক কোহর দলকে সমতায় ফেরালেও মাইনজের হার এড়াতে পারেননি। ৬৮ মিনিটে লেভারকুসেনকে জয়সূচক গোল এনে দেন রবার্ট আন্ডরিখ।
এ জয়ে চ্যাম্পিয়নের আরও কাছে লেভারকুসেন। ২৩ ম্যাচে ৬১ পয়েন্টে শীর্ষে তারা। অন্যদিকে ২২ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে দুইয়ে বায়ার্ন। রেকর্ড গড়ার মূল কারিগর অবশ্য এ নিয়ে তেমন ভাবেন না বলেই জানিয়েছেন। তবে রেকর্ড হওয়ার পর আনন্দিত হওয়ার কথাও জানিয়েছেন জাবি।
রেকর্ডের বিষয়ে জাবি বলেছেন, ‘হওয়ার আগে এটা (রেকর্ড) নিয়ে ভাবি না। কিন্তু একবার হয়ে গেলে আমি খুবই আনন্দিত হই। এটা দুর্দান্ত ব্যাপার যে আমার মাইলফলকটি অর্জন করেছি। এটা নিশ্চিত যে আপনি এর জন্য কোনো পদক পাবেন না কিন্তু এর মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া দুর্দান্ত! আমরা দারুণ কিছু অর্জন করছি। তবে এখানেই থামতে চাই না।’
বায়ার্ন মিউনিখের আধিপত্যে ভেঙে দিতে বুন্দেসলিগায় দুরন্ত গতিতে ছুটছে বেয়ার লেভারকুসেন। রেকর্ড টানা ১১ মৌসুম ধরে শিরোপা জেতা বায়ার্নকে হটিয়ে এবার প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার পথে লেভারকুসেন। শিরোপার মতো আরও একটি জায়গায় বায়ার্নের আধিপত্য ছিনিয়ে নিয়েছে জাবি আলোনসোর অধীনে চমক দেখানো দলটি।
জার্মান দলের মধ্যে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ম্যাচ অপরাজিত থাকার। সর্বশেষ ম্যাচে হাইডেনহাইমকে ২-১ গোলে হারিয়ে বায়ার্নের টানা ৩২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডকে স্পর্শ করেছিল লেভারকুসেন। গতকাল রেকর্ডটা এককভাবে নিজেদের করে নেওয়ার মিশনে নেমেছিল লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দলটি। ঘরের মাঠে নেমে তাতে সফলও হয়েছে তারা।
বেএরেনায় খেলতে নেমে মাইনজের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে লেভারকুসেন। এ জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছে তারা। লিগের ১৯ তম জয়ের বিপরীতে সব মিলিয়ে ২৯ তম। সাবেক কোচ হান্সি ফ্লিকের অধীনে ২০১৮-১৯ ও ২০১৯-২০ মৌসুম মিলিয়ে টানা ৩২ ম্যাচ অপরাজিত ছিল বায়ার্ন। সামনে লেভারকুসেনের সংখ্যাটা যে আরও বাড়ার সুযোগ থাকছে সেটা না বললেও চলে।
তবে রেকর্ড গড়ার ম্যাচে শুরুতেই এগিয়ে যায় লেভারকুসেন। দলকে তৃতীয় মিনিটে লিড এনে দেন গ্রানিত জাকা। কিন্তু লিডটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লেভারকুসেন। ৭ মিনিটে ম্যাচে সমতায় ফেরে মাইনজ। ডমিনিক কোহর দলকে সমতায় ফেরালেও মাইনজের হার এড়াতে পারেননি। ৬৮ মিনিটে লেভারকুসেনকে জয়সূচক গোল এনে দেন রবার্ট আন্ডরিখ।
এ জয়ে চ্যাম্পিয়নের আরও কাছে লেভারকুসেন। ২৩ ম্যাচে ৬১ পয়েন্টে শীর্ষে তারা। অন্যদিকে ২২ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে দুইয়ে বায়ার্ন। রেকর্ড গড়ার মূল কারিগর অবশ্য এ নিয়ে তেমন ভাবেন না বলেই জানিয়েছেন। তবে রেকর্ড হওয়ার পর আনন্দিত হওয়ার কথাও জানিয়েছেন জাবি।
রেকর্ডের বিষয়ে জাবি বলেছেন, ‘হওয়ার আগে এটা (রেকর্ড) নিয়ে ভাবি না। কিন্তু একবার হয়ে গেলে আমি খুবই আনন্দিত হই। এটা দুর্দান্ত ব্যাপার যে আমার মাইলফলকটি অর্জন করেছি। এটা নিশ্চিত যে আপনি এর জন্য কোনো পদক পাবেন না কিন্তু এর মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া দুর্দান্ত! আমরা দারুণ কিছু অর্জন করছি। তবে এখানেই থামতে চাই না।’
রাজপুত্র ফিরে এসেছেন। সাও পাওলোর সান্তোস শহরে মানুষের ব্যতিব্যস্ততা বেড়ে গেছে। ভারী বর্ষণ উপেক্ষা করে শহরের মানুষ জড়ো হতে থাকে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয়। রাজপত্রকে বরণ করে নিতে হবে যে! সেই রাজপুত্র নেইমার।
৩ মিনিট আগেচলমান বিপিএলে ফিক্সিং ইস্যুতে ক্রিকেটার এনামুল হক বিজয়কে নিয়ে দেশত্যাগে নিষেধাজ্ঞার গুঞ্জনে সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। গণমাধ্যমে এ নিয়ে ছড়ানো নানা খবরের প্রেক্ষিতে আজকের পত্রিকাকে দেওয়া প্রতিক্রিয়ায় বিজয় বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন এবং নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
১৫ মিনিট আগেচলতি বিপিএলে ফিক্সিং ইস্যু নিয়ে কঠোর অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিভিন্ন ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর বিসিবির দুর্নীতি দমন ইউনিট (আকু) এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ইউনিট যৌথভাবে তদন্ত শুরু করেছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদও এই ইস্যুতে তীব্র অসন্তোষের...
৪১ মিনিট আগেসিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
২ ঘণ্টা আগে