Ajker Patrika

বিশ্বকাপের আগে ‘জোতা’কে হারাল পর্তুগাল 

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ২১: ২০
বিশ্বকাপের আগে ‘জোতা’কে হারাল পর্তুগাল 

কাতার বিশ্বকাপ শুরু হতে বাকি আছে গুনে গুনে ৩৩ দিন। তার আগে দুঃসংবাদ পর্তুগাল শিবিরে। মাংসপেশির চোটে বিশ্বকাপ শেষ হয়ে গেছে উইঙ্গার দিয়োগো জোতা। 

পর্তুগালকে জোতার ছিটকে যাওয়ার দুঃসংবাদটা নিজেই দিয়েছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। রোববার ম্যানচেস্টার সিটি ম্যাচে চোটে পড়েন জোতা। ম্যাচে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে ২৫ বছর বয়সী লিভারপুল তারকাকে। মাংসপেশির চোটে কাতার বিশ্বকাপে জোতার আর খেলার সম্ভাবনা নেই বলে নিশ্চিত করেছেন ক্লপ। 

সংবাদ কর্মীদের ক্লপ বলেছেন, ‘প্রথম পরীক্ষাতেই চোটটা নিশ্চিত হয়ে গেছে। এটা আমাদের সবার জন্যই খারাপ খবর। আমরা সব সময়ই খেলোয়াড়দের স্বাস্থ্যের বিষয়টা প্রাধান্য দিই। বেশ খারাপ একটা সময় চলছে, আমাদের এটা মেনে নিতেই হবে। কিন্তু এরপরও ওয়েস্ট হ্যামের বিপক্ষে আমাদের পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামতে হবে।’ 

চোট গুরুতর হলেও জোতার অস্ত্রোপচার লাগবে না বলে জানিয়েছেন ক্লপ। তবে সুস্থ হতে পর্তুগিজ ফরোয়ার্ডের লম্বা সময় লাগবে বলে জানিয়েছেন লিভারপুলের জার্মান কোচ, ‘কয়েক মাস লাগতে পারে। নির্দিষ্ট সময় উল্লেখ করতে চাইছি না। অনেক সময় লাগবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত