Ajker Patrika

তিন ম্যাচে ৯ গোল হজম করে যুবাদের বিদায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০০: ০৩
তিন ম্যাচে ৯ গোল হজম করে যুবাদের বিদায়

প্রথম ম্যাচে সিরিয়ার কাছে চার গোল হজমের পর দ্বিতীয় ম্যাচে গুয়ামের সঙ্গে ড্র করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-টোয়েন্টি দল। কিন্তু আজ ভিয়েতনামের বিপক্ষে কূলই খুঁজে পায়নি তারা। এক গোল শোধ করলেও গুনে গুনে চার গোল হজম করেছে আশরাফুল হকের দল। এতে এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-টোয়েন্টি বাছাইপর্বের মূল পর্বে যাওয়া দূরে থাক, সব আশাই শেষ হয়ে গেল বাংলাদেশের। 
 
ভুলটা গোলরক্ষক শাহিন ইসমাইলের। একটা নয়, দুই দুটো গোল হজম করতে হয়েছে তার শিশুতোষ ভুলে। তারপর বাংলাদেশের রক্ষণ দেয়াল ছিল ছেঁড়া জালের মতো। সেই সুযোগের পুরোটা ব্যবহার করেছে ভিয়েতনাম। 

তিন ম্যাচে দুই হারে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে বাংলাদেশ। ‘এ’ গ্রুপের সেরার লড়াইয়ে আছে ভিয়েতনাম ও সিরিয়া। দুই দলই তিনটি করে ম্যাচ জিতে অর্জন করেছে সমান ৯ পয়েন্ট। আরেক ম্যাচে গুদামে ১০-১ গোলে উড়িয়ে দেয় সিরিয়া। তাই পয়েন্ট টেবিল তারাও আছে ভালো অবস্থানে। তিন ম্যাচ থেকে গুয়ামের অর্জন ২ পয়েন্ট। আগামী পরশু এক পয়েন্ট করে অর্জন করা বাংলাদেশ-ভুটানের সাক্ষাৎ হবে। সেটি এখন শুধুই নিয়মরক্ষার ম্যাচ। 

আজ ম্যাচের চতুর্থ মিনিটেই লিড নেয় ভিয়েতনাম। ২৯তম মিনিটে দ্বিতীয় গোল হজম করে বাংলাদেশ। ৪১তম মিনিটে পিয়াস আহমেদ নোভার গোলে ব্যবধান কমায় যুবারা। এক মিনিট পর আবার বাংলাদেশের জালে বল জড়ায় ভিয়েতনাম। ম্যাচের ৮০তম মিনিটে স্বাগতিকেরা স্কোরলাইন করে ৪-১।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত