নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রথম ম্যাচে সিরিয়ার কাছে চার গোল হজমের পর দ্বিতীয় ম্যাচে গুয়ামের সঙ্গে ড্র করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-টোয়েন্টি দল। কিন্তু আজ ভিয়েতনামের বিপক্ষে কূলই খুঁজে পায়নি তারা। এক গোল শোধ করলেও গুনে গুনে চার গোল হজম করেছে আশরাফুল হকের দল। এতে এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-টোয়েন্টি বাছাইপর্বের মূল পর্বে যাওয়া দূরে থাক, সব আশাই শেষ হয়ে গেল বাংলাদেশের।
ভুলটা গোলরক্ষক শাহিন ইসমাইলের। একটা নয়, দুই দুটো গোল হজম করতে হয়েছে তার শিশুতোষ ভুলে। তারপর বাংলাদেশের রক্ষণ দেয়াল ছিল ছেঁড়া জালের মতো। সেই সুযোগের পুরোটা ব্যবহার করেছে ভিয়েতনাম।
তিন ম্যাচে দুই হারে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে বাংলাদেশ। ‘এ’ গ্রুপের সেরার লড়াইয়ে আছে ভিয়েতনাম ও সিরিয়া। দুই দলই তিনটি করে ম্যাচ জিতে অর্জন করেছে সমান ৯ পয়েন্ট। আরেক ম্যাচে গুদামে ১০-১ গোলে উড়িয়ে দেয় সিরিয়া। তাই পয়েন্ট টেবিল তারাও আছে ভালো অবস্থানে। তিন ম্যাচ থেকে গুয়ামের অর্জন ২ পয়েন্ট। আগামী পরশু এক পয়েন্ট করে অর্জন করা বাংলাদেশ-ভুটানের সাক্ষাৎ হবে। সেটি এখন শুধুই নিয়মরক্ষার ম্যাচ।
আজ ম্যাচের চতুর্থ মিনিটেই লিড নেয় ভিয়েতনাম। ২৯তম মিনিটে দ্বিতীয় গোল হজম করে বাংলাদেশ। ৪১তম মিনিটে পিয়াস আহমেদ নোভার গোলে ব্যবধান কমায় যুবারা। এক মিনিট পর আবার বাংলাদেশের জালে বল জড়ায় ভিয়েতনাম। ম্যাচের ৮০তম মিনিটে স্বাগতিকেরা স্কোরলাইন করে ৪-১।
প্রথম ম্যাচে সিরিয়ার কাছে চার গোল হজমের পর দ্বিতীয় ম্যাচে গুয়ামের সঙ্গে ড্র করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-টোয়েন্টি দল। কিন্তু আজ ভিয়েতনামের বিপক্ষে কূলই খুঁজে পায়নি তারা। এক গোল শোধ করলেও গুনে গুনে চার গোল হজম করেছে আশরাফুল হকের দল। এতে এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-টোয়েন্টি বাছাইপর্বের মূল পর্বে যাওয়া দূরে থাক, সব আশাই শেষ হয়ে গেল বাংলাদেশের।
ভুলটা গোলরক্ষক শাহিন ইসমাইলের। একটা নয়, দুই দুটো গোল হজম করতে হয়েছে তার শিশুতোষ ভুলে। তারপর বাংলাদেশের রক্ষণ দেয়াল ছিল ছেঁড়া জালের মতো। সেই সুযোগের পুরোটা ব্যবহার করেছে ভিয়েতনাম।
তিন ম্যাচে দুই হারে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে বাংলাদেশ। ‘এ’ গ্রুপের সেরার লড়াইয়ে আছে ভিয়েতনাম ও সিরিয়া। দুই দলই তিনটি করে ম্যাচ জিতে অর্জন করেছে সমান ৯ পয়েন্ট। আরেক ম্যাচে গুদামে ১০-১ গোলে উড়িয়ে দেয় সিরিয়া। তাই পয়েন্ট টেবিল তারাও আছে ভালো অবস্থানে। তিন ম্যাচ থেকে গুয়ামের অর্জন ২ পয়েন্ট। আগামী পরশু এক পয়েন্ট করে অর্জন করা বাংলাদেশ-ভুটানের সাক্ষাৎ হবে। সেটি এখন শুধুই নিয়মরক্ষার ম্যাচ।
আজ ম্যাচের চতুর্থ মিনিটেই লিড নেয় ভিয়েতনাম। ২৯তম মিনিটে দ্বিতীয় গোল হজম করে বাংলাদেশ। ৪১তম মিনিটে পিয়াস আহমেদ নোভার গোলে ব্যবধান কমায় যুবারা। এক মিনিট পর আবার বাংলাদেশের জালে বল জড়ায় ভিয়েতনাম। ম্যাচের ৮০তম মিনিটে স্বাগতিকেরা স্কোরলাইন করে ৪-১।
রাতে কি ঘুম হবে ইংল্যান্ড দলের। চতুর্থ দিন এমন একটা পর্যায়ে গিয়ে শেষ হয়েছে তাতে ঘুম না হওয়ারই কথা। বৃষ্টির বাগ্ড়ায় ওভাল টেস্টের রোমাঞ্চ গিয়ে ঠেকল শেষ দিনে। ভারতের সিরিজ নাকি ইংল্যান্ডের জয়—এই প্রশ্ন নিয়ে শুরু হবে কালকের খেলা।
১০ ঘণ্টা আগেচা বিরতির খানিকটা দীর্ঘ করে দিল বৃষ্টি। আগের সেশনে আধিপত্য দেখানো ইংল্যান্ডের ব্যাটিংয়ের চিত্র বদলে গেল শেষ সেশনে। সেঞ্চুরি করে জো রুটের ফিরে যাওয়া ওভালের রোমাঞ্চকে আরও জমিয়ে তোলে। রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেটে ৩৩৯ রানে করেছে ইংল্যান্ড। জয় থেকে আছে ৩৫ রান দূরে।
১১ ঘণ্টা আগেভারতের তামিলনাড়ুতে নভেম্বরে জুনিয়র হকি বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। তা সামনে রেখে মওলানা ভাসানী স্টেডিয়ামে চলছে যুবাদের ক্যাম্প। দলটির পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস।
১৪ ঘণ্টা আগেইংল্যান্ডে সিনিয়র ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস অব লিজেন্ডস (ডব্লুসিএল) টুর্নামেন্টটা শেষ হয়েছে গতকাল। এজবাস্টনে ফাইনালে পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা। ফাইনাল শেষের ২৪ ঘণ্টা না পেরোতেই পাকিস্তানকে দুঃসংবাদ শোনাল পাকিস্তান ক্রিকেট বোর্ড...
১৭ ঘণ্টা আগে