আর্জেন্টিনা, আর্জেন্টিনা—২০২৪ কোপা আমেরিকায় শুধু একটা নামই শোনা যাচ্ছে। টুর্নামেন্টে দুর্দান্ত খেলছে বর্তমান চ্যাম্পিয়নরা। তেমনি আর্জেন্টাইন কোচরাও ছড়ি ঘোরাচ্ছেন এবারের কোপায়। তাঁদের কৌশলের সঙ্গে যে পেরে উঠছে না প্রতিপক্ষ দলগুলো।
ব্রাজিল-উরুগুয়ে ম্যাচ দিয়ে আজ শেষ হয়েছে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল। অ্যালিজিয়েন্ট স্টেডিয়ামে পেনাল্টি শুটআউটে ৪-২ গোলে জিতে চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে উঠেছে উরুগুয়ে। আর্জেন্টিনা, কানাডা, উরুগুয়ে, কলম্বিয়া—যে চার দল সেমির টিকিট কেটেছে, একমাত্র কানাডা ছাড়া বাকি তিন দলের কোচ আর্জেন্টাইন। কানাডার কোচের দায়িত্বে আছেন যুক্তরাষ্ট্রের হেসে মার্শ।
আর্জেন্টিনা, উরুগুয়ে—এই দল দুটি চার ম্যাচের চারটিতে জিতে উঠেছে সেমিফাইনালে। দুটি দলই হজম করেছে একটি করে গোল। যেখানে আজ অ্যালিজিয়েন্ট স্টেডিয়ামে ৪-২-৩-১ ফরম্যাশনে ব্রাজিলের বিপক্ষে খেলিয়েছেন উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা। ব্রাজিলের রক্ষণদুর্গে ঘন ঘন হানা দিয়েছে উরুগুইয়ানরা। এমনকি ৭৪ মিনিটে নাহিতান নান্দেজ লাল কার্ড দেখলে উরুগুয়ে ১০ জনের দলে পরিণত হলেও দমে যায়নি। গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে উঠলে গোলরক্ষক সার্জিও রোচেত যেন চীনের মহাপ্রাচীর বনে যান। ব্রাজিলের এদের মিলিতাও ও ডগলাস লুইসের নিশ্চিত দুটি গোল বাঁচিয়ে উরুগুয়েকে সেমিতে তুলতে অসামান্য অবদান রাখেন রোচেত। কোয়ার্টার ফাইনালে ছিটকে গেলেও বিয়েলসার উরুগুয়েকে প্রশংসায় ভাসিয়েছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র, ‘আমি মনে করি, উরুগুয়ে জাতীয় দল একটা সাজানো-গোছানো পরিকল্পনায় খেলেছে। তারা দীর্ঘদিন ধরে কাজ করছে।’
আক্রমণভাগ ও রক্ষণভাগের মিশেলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলছে দুর্দান্ত। আরও স্পষ্ট করে বললে লিওনেল স্কালোনির দলে রাজ করছেন মার্তিনেজরা। টুর্নামেন্টে আর্জেন্টিনার ৬ গোলের ৪টিই করেছেন লাওতারো মার্তিনেজ। একটি করে গোল করেছেন লিসান্দ্রো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজ। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ যেন ‘চীনের মহাপ্রাচীর’। মূল ম্যাচে যেমনই হোক, টাইব্রেকারে এমি থাকা মানেই যেন আর্জেন্টিনার জয়। হিউস্টনে পরশু আর্জেন্টিনা-ইকুয়েডর কোয়ার্টার ফাইনালের মূল ম্যাচ ১-১ গোলে ড্র হলে টাইব্রেকারে চলে যায়। পেনাল্টি শুটআউটে ইকুয়েডরের নিশ্চিত দুটি শট ঠেকিয়ে দিয়েছেন এমি। একমাত্র দুশ্চিন্তা বলতে আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসির অফফর্ম। গোলরক্ষককে একা পেয়েও কাজে লাগাতে পারছেন না। এমনকি পেনাল্টি শুটআউটে গোলের সুযোগ হাতছাড়া করেছেন।
নেস্তর লরেঞ্জোর কলম্বিয়াও টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত। চার ম্যাচের মধ্যে জিতেছে তিন ম্যাচ, এক ম্যাচ ড্র করেছে। ড্রটা করেছে গ্রুপ পর্বে ব্রাজিলের বিপক্ষে। নকআউট পর্বে উঠে কলম্বিয়া আরও বিধ্বংসী হয়ে উঠেছে। আরিজোনার ইউনিভার্সিটি অব ফোনিক্স স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে পানামাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে কলম্বিয়া। জন কর্ডোবা, হামেস রদ্রিগেজ, লুইস দিয়াজ, রিকার্ড রিওস, মিগুয়েল বোর্হা—কলম্বিয়ার এই পাঁচ ফুটবলার করেছেন একটি করে গোল।
২০২৪ কোপা আমেরিকা শেষ হতে এখন বাকি মাত্র ৩ ম্যাচ। ১০ ও ১১ জুলাই দু্ই সেমিফাইনালের পর ১৫ জুলাই হবে ফাইনাল। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কানাডা। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৬টায় মুখোমুখি হবে দল দুটি। নর্থ ক্যারোলিনায় ব্যাংক অব আমেরিকায় পরশু উরুগুয়ের বিপক্ষে খেলবে কলম্বিয়া। এই ম্যাচটিও হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়। এবারও আর্জেন্টিনা শিরোপা ধরে রাখতে পারে কি না সেটা সময়ই বলে দেবে।
২০২৪ কোপা আমেরিকার সেমিফাইনালের সূচি
তারিখ ম্যাচ শুরু (বাংলাদেশ সময়)
আর্জেন্টিনা-কানাডা ১০ জুলাই সকাল ৬টা
উরুগুয়ে-কলম্বিয়া ১১ জুলাই সকাল ৬টা
আর্জেন্টিনা, আর্জেন্টিনা—২০২৪ কোপা আমেরিকায় শুধু একটা নামই শোনা যাচ্ছে। টুর্নামেন্টে দুর্দান্ত খেলছে বর্তমান চ্যাম্পিয়নরা। তেমনি আর্জেন্টাইন কোচরাও ছড়ি ঘোরাচ্ছেন এবারের কোপায়। তাঁদের কৌশলের সঙ্গে যে পেরে উঠছে না প্রতিপক্ষ দলগুলো।
ব্রাজিল-উরুগুয়ে ম্যাচ দিয়ে আজ শেষ হয়েছে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল। অ্যালিজিয়েন্ট স্টেডিয়ামে পেনাল্টি শুটআউটে ৪-২ গোলে জিতে চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে উঠেছে উরুগুয়ে। আর্জেন্টিনা, কানাডা, উরুগুয়ে, কলম্বিয়া—যে চার দল সেমির টিকিট কেটেছে, একমাত্র কানাডা ছাড়া বাকি তিন দলের কোচ আর্জেন্টাইন। কানাডার কোচের দায়িত্বে আছেন যুক্তরাষ্ট্রের হেসে মার্শ।
আর্জেন্টিনা, উরুগুয়ে—এই দল দুটি চার ম্যাচের চারটিতে জিতে উঠেছে সেমিফাইনালে। দুটি দলই হজম করেছে একটি করে গোল। যেখানে আজ অ্যালিজিয়েন্ট স্টেডিয়ামে ৪-২-৩-১ ফরম্যাশনে ব্রাজিলের বিপক্ষে খেলিয়েছেন উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা। ব্রাজিলের রক্ষণদুর্গে ঘন ঘন হানা দিয়েছে উরুগুইয়ানরা। এমনকি ৭৪ মিনিটে নাহিতান নান্দেজ লাল কার্ড দেখলে উরুগুয়ে ১০ জনের দলে পরিণত হলেও দমে যায়নি। গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে উঠলে গোলরক্ষক সার্জিও রোচেত যেন চীনের মহাপ্রাচীর বনে যান। ব্রাজিলের এদের মিলিতাও ও ডগলাস লুইসের নিশ্চিত দুটি গোল বাঁচিয়ে উরুগুয়েকে সেমিতে তুলতে অসামান্য অবদান রাখেন রোচেত। কোয়ার্টার ফাইনালে ছিটকে গেলেও বিয়েলসার উরুগুয়েকে প্রশংসায় ভাসিয়েছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র, ‘আমি মনে করি, উরুগুয়ে জাতীয় দল একটা সাজানো-গোছানো পরিকল্পনায় খেলেছে। তারা দীর্ঘদিন ধরে কাজ করছে।’
আক্রমণভাগ ও রক্ষণভাগের মিশেলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলছে দুর্দান্ত। আরও স্পষ্ট করে বললে লিওনেল স্কালোনির দলে রাজ করছেন মার্তিনেজরা। টুর্নামেন্টে আর্জেন্টিনার ৬ গোলের ৪টিই করেছেন লাওতারো মার্তিনেজ। একটি করে গোল করেছেন লিসান্দ্রো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজ। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ যেন ‘চীনের মহাপ্রাচীর’। মূল ম্যাচে যেমনই হোক, টাইব্রেকারে এমি থাকা মানেই যেন আর্জেন্টিনার জয়। হিউস্টনে পরশু আর্জেন্টিনা-ইকুয়েডর কোয়ার্টার ফাইনালের মূল ম্যাচ ১-১ গোলে ড্র হলে টাইব্রেকারে চলে যায়। পেনাল্টি শুটআউটে ইকুয়েডরের নিশ্চিত দুটি শট ঠেকিয়ে দিয়েছেন এমি। একমাত্র দুশ্চিন্তা বলতে আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসির অফফর্ম। গোলরক্ষককে একা পেয়েও কাজে লাগাতে পারছেন না। এমনকি পেনাল্টি শুটআউটে গোলের সুযোগ হাতছাড়া করেছেন।
নেস্তর লরেঞ্জোর কলম্বিয়াও টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত। চার ম্যাচের মধ্যে জিতেছে তিন ম্যাচ, এক ম্যাচ ড্র করেছে। ড্রটা করেছে গ্রুপ পর্বে ব্রাজিলের বিপক্ষে। নকআউট পর্বে উঠে কলম্বিয়া আরও বিধ্বংসী হয়ে উঠেছে। আরিজোনার ইউনিভার্সিটি অব ফোনিক্স স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে পানামাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে কলম্বিয়া। জন কর্ডোবা, হামেস রদ্রিগেজ, লুইস দিয়াজ, রিকার্ড রিওস, মিগুয়েল বোর্হা—কলম্বিয়ার এই পাঁচ ফুটবলার করেছেন একটি করে গোল।
২০২৪ কোপা আমেরিকা শেষ হতে এখন বাকি মাত্র ৩ ম্যাচ। ১০ ও ১১ জুলাই দু্ই সেমিফাইনালের পর ১৫ জুলাই হবে ফাইনাল। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কানাডা। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৬টায় মুখোমুখি হবে দল দুটি। নর্থ ক্যারোলিনায় ব্যাংক অব আমেরিকায় পরশু উরুগুয়ের বিপক্ষে খেলবে কলম্বিয়া। এই ম্যাচটিও হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়। এবারও আর্জেন্টিনা শিরোপা ধরে রাখতে পারে কি না সেটা সময়ই বলে দেবে।
২০২৪ কোপা আমেরিকার সেমিফাইনালের সূচি
তারিখ ম্যাচ শুরু (বাংলাদেশ সময়)
আর্জেন্টিনা-কানাডা ১০ জুলাই সকাল ৬টা
উরুগুয়ে-কলম্বিয়া ১১ জুলাই সকাল ৬টা
মেঘলা আবহাওয়ার মধ্যে ঝলমলে রোদ্দুর—সিলেটে আজ শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের প্রথম সেশন ছিল এমনই। লাঞ্চ বিরতির আগে কোনো বৃষ্টি হয়নি। তবে প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পরই আবহাওয়ার পূর্বাভাস সত্য করে নেমেছে বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ কাভারে ঢাকা রয়েছে। এই প্রতিবেদন
১৫ মিনিট আগেঘরের মাঠের চেনা কন্ডিশন হলেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে। সিলেটে আজ শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৫০ রান ওঠার আগেই দুই ওপেনারকে হারায় স্বাগতিকেরা।
৪৩ মিনিট আগেবাংলাদেশের ‘দুঃসময়ের বন্ধু’ তকমা জিম্বাবুয়ে পেয়ে গেছে অনেক আগেই। মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ যখন কোনো সুখবর দিতে পারে না, তখন জিম্বাবুয়ের বিপক্ষেই দুঃখ ঘোচানোর সুযোগ পায় বাংলাদেশ। এবার সেই জিম্বাবুয়েই কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশকে।
১ ঘণ্টা আগেবয়স মাত্র ১৪ বছর। এই ১৪ বছর বয়সে আইপিএল অভিষেকে রেকর্ড বই ওলটপালট করলেন বৈভব সূর্যবংশী। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুর্দান্ত এক শুরুর রাতে তাঁর দুচোখ বেয়ে পড়েছে অশ্রু।
২ ঘণ্টা আগে