Ajker Patrika

শেষ পর্যন্ত বার্সেলোনা থেকে বরখাস্তই হলেন জাভি

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৪ মে ২০২৪, ১৯: ২২
Thumbnail image

অবশেষে গুঞ্জনই সত্যি হলো। বরখাস্ত হলেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। আজ খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। আগামী রোববার লা লিগায় চলতি মৌসুমের শেষ ম্যাচ খেলবে বার্সা। সেভিয়ার বিপক্ষে ম্যাচটিতেই শেষবারের মতোন কাতালান জায়ান্টদের ডাগআউটে দেখা যাবে জাভিকে।  

গত জানুয়ারিতে ক্যাম্প ন্যু ছাড়তে চেয়েছিলেন জাভি। তবে বার্সা প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তার থেকে যাওয়ার অনুরোধ ফেলতে পারেননি। গত এপ্রিলে দুজনকে সংবাদ সম্মেলনে দেখা যায় বেশ হাসিমুখে। সেখানে ছিলেন বার্সার স্পোর্টিং ডিরেক্টর ডেকোসহ বেশ কয়েকজন কর্মকর্তাও। সে সময় জানানো হয়, জাভি যাচ্ছেন না। আগের চুক্তি অনুযায়ী ২০২৫ সালের জুন পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

কিন্তু তার আগেই বার্সালোনো ছাড়তে হলো জাভিকে। স্প্যানিশ কোচের অপরাধ—তিনি বার্সার সাম্প্রতিক সময়ে ধুঁকতে থাকা অর্থনৈতিক অবস্থা নিয়ে সমালোচনা করেছেন। তাঁর এই মন্তব্য রাগিয়ে দিয়েছে লাপোর্তাকে।

গত সপ্তাহে লিগে আলমেরিয়ার বিপক্ষে মাঠে নামার আগে ক্লাবের অর্থনৈতিক অবস্থা নিয়ে জাভি বলেন, ‘বার্সার অর্থনৈতিক অবস্থা ভালো অবস্থায় নেই। পরিস্থিতি উন্নয়নের জন্য আমরা সবাই কাজ করছি।’ ৪৪ বছর বয়সী কোচের এমন মন্তব্য মোটেও পছন্দ হয়নি কাতালান জায়ান্টদের বাকি কর্মকর্তাদের। তাঁরা লাপোর্তাকে সুপারিশ করেন জাভিকে বরখাস্তের।

সে সময় বার্সা প্রেসিডেন্ট এ নিয়ে সরাসরি কিছু না বললেও গুঞ্জন উঠে, জাভি চাকরিচ্যুত হতে যাচ্ছেন। আর আজ সেই খবরই সত্যিই হলো। গত দুই দিন ধরে ক্যাম্প ন্যুয়ে তাঁর উত্তরসূরির নামও শোনা যাচ্ছে। বায়ার্ন মিউনিখের সাবেক কোচ হ্যানসি ফ্লিক নিতে পারেন বার্সার দায়িত্ব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত