সময়টা বড্ড খারাপ যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর। ক্লাবের হয়ে হোক বা দেশের জার্সিতে, কোথাও নিজেকে মেলে ধরতে পারছেন না সিআর সেভেন। আন্তোনিও কাসানো তাই মনে করেন, রোনালদোর এখন থামার সময় হয়েছে। পর্তুগিজ উইঙ্গারকে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক ইতালিয়ান ফরোয়ার্ড।
এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার ব্যালন ডি’অর জিতেছেন রোনালদো। দেশ ও ক্লাব ফুটবল মিলিয়ে করেছেন ৮৩৪ গোল। ১১৭ গোল নিয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতাও তিনি। কাসানোর মতে, রোনালদোর অর্জন যথেষ্ট। নতুন করে দেওয়ার কিছু নেই।
৪০ বছর বয়সী সাবেক রিয়াল ও মিলান তারকা বলেছেন, ‘ক্রিস্টিয়ানোর মতো খেলোয়াড়ের নিজের সম্পর্কে ভাবার সময় এসেছে। আপনি যদি বেশি কিছু করতে না পারেন, তাহলে আপনাকে থামতে হবে। সব খেলার ক্ষেত্রেই একই নিয়ম। অবসর নেওয়াটাই যথেষ্ট। সে সবকিছুই জিতেছে। একজন কিংবদন্তি সে। অনেক টাকা-পয়সা উপার্জন করেছে। ম্যানচেস্টার ইউনাইটেডে এখন সে নতুন করে শুরু করতে পারবে না।’
কথা প্রসঙ্গে লিওনেল মেসির আত্মত্যাগের কথাও বলেছেন কাসানো। চিকিৎসার জন্য মেসিকে অল্প বয়সে আর্জেন্টিনা থেকে সুদূর স্পেনে পাড়ি জমাতে হয়েছিল। পিএসজি তারকা সম্পর্কে তিনি বলেছেন, ‘মেসি হচ্ছে দিয়েগো ম্যারাডোনার মতো। আর যখন আত্মত্যাগের প্রসঙ্গ আসে, অবশ্যই মনে থাকা উচিত যে, চিকিৎসা করতে লিও ১৪ বছর বয়সে আর্জেন্টিনা ছেড়েছিল। সে চার বছর একা বার্সেলোনায় ছিল। এসবকেই বলে আত্মত্যাগ।’
ইতালির জার্সিতে কাসানো ৩৯ ম্যাচে করেছেন ১০ গোল,৪টি গোল করতেও সহায়তা করেছেন। আর ক্লাব ফুটবলে ৫১৫ ম্যাচে ১৩৯ গোলের সঙ্গে অ্যাসিস্ট করেছেন ১০৭ টি। এএস রোমার হয়ে করেছেন ৫২ গোল।
সময়টা বড্ড খারাপ যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর। ক্লাবের হয়ে হোক বা দেশের জার্সিতে, কোথাও নিজেকে মেলে ধরতে পারছেন না সিআর সেভেন। আন্তোনিও কাসানো তাই মনে করেন, রোনালদোর এখন থামার সময় হয়েছে। পর্তুগিজ উইঙ্গারকে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক ইতালিয়ান ফরোয়ার্ড।
এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার ব্যালন ডি’অর জিতেছেন রোনালদো। দেশ ও ক্লাব ফুটবল মিলিয়ে করেছেন ৮৩৪ গোল। ১১৭ গোল নিয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতাও তিনি। কাসানোর মতে, রোনালদোর অর্জন যথেষ্ট। নতুন করে দেওয়ার কিছু নেই।
৪০ বছর বয়সী সাবেক রিয়াল ও মিলান তারকা বলেছেন, ‘ক্রিস্টিয়ানোর মতো খেলোয়াড়ের নিজের সম্পর্কে ভাবার সময় এসেছে। আপনি যদি বেশি কিছু করতে না পারেন, তাহলে আপনাকে থামতে হবে। সব খেলার ক্ষেত্রেই একই নিয়ম। অবসর নেওয়াটাই যথেষ্ট। সে সবকিছুই জিতেছে। একজন কিংবদন্তি সে। অনেক টাকা-পয়সা উপার্জন করেছে। ম্যানচেস্টার ইউনাইটেডে এখন সে নতুন করে শুরু করতে পারবে না।’
কথা প্রসঙ্গে লিওনেল মেসির আত্মত্যাগের কথাও বলেছেন কাসানো। চিকিৎসার জন্য মেসিকে অল্প বয়সে আর্জেন্টিনা থেকে সুদূর স্পেনে পাড়ি জমাতে হয়েছিল। পিএসজি তারকা সম্পর্কে তিনি বলেছেন, ‘মেসি হচ্ছে দিয়েগো ম্যারাডোনার মতো। আর যখন আত্মত্যাগের প্রসঙ্গ আসে, অবশ্যই মনে থাকা উচিত যে, চিকিৎসা করতে লিও ১৪ বছর বয়সে আর্জেন্টিনা ছেড়েছিল। সে চার বছর একা বার্সেলোনায় ছিল। এসবকেই বলে আত্মত্যাগ।’
ইতালির জার্সিতে কাসানো ৩৯ ম্যাচে করেছেন ১০ গোল,৪টি গোল করতেও সহায়তা করেছেন। আর ক্লাব ফুটবলে ৫১৫ ম্যাচে ১৩৯ গোলের সঙ্গে অ্যাসিস্ট করেছেন ১০৭ টি। এএস রোমার হয়ে করেছেন ৫২ গোল।
নিষেধাজ্ঞা আগেই পেয়েছিলেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার সাদ উদ্দিন। একইসঙ্গে কারণ দর্শানো নোটিশও পান তিনি। নোটিশের জবাব পাওয়ার পর তাঁকে ৬ মাস নিষিদ্ধ করেছে বাফুফের শৃঙ্খলা কমিটি।
৩ ঘণ্টা আগেভারত ম্যাচের আগ দিয়ে উন্মোচন হয়েছিল বাংলাদেশে অ্যাওয়ে জার্সি। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচটি হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। তাই হোম জার্সি কেমন হবে সেটাই ছিল দেখার অপেক্ষা। আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাদা রংয়ের হোম জার্সি উন্মোচন করল বাফুফের...
৬ ঘণ্টা আগেআরামবাগ ক্রীড়া সংঘের নামের পাশে লেপ্টে আছে। ম্যাচ পাতানোর দায়ে ২০২১ সালে দুই বছর নিষিদ্ধ হয়েছিল ক্লাবটি। যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসে এক বছরে। কিন্তু ফুটবলে ফিরতে গত বছর পর্যন্ত অপেক্ষা। সিনিয়র ডিভিশন লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ মারিয়ে এসে চার বছর পর প্রিমিয়ার লিগের দরজা খুলল তারা।
৬ ঘণ্টা আগেজাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে আশাবাদী তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে পেস বোলিং কোচ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি। মিরপুরে আজ নিজের পুনর্বাসন সেশন শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আশা করছি টেইট আসায় ভালো কিছু হবে।
৮ ঘণ্টা আগে