ক্রীড়া ডেস্ক
উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে গতকাল শেষ ষোলো নিশ্চিত করেছে পর্তুগাল। দলের হয়ে দুটি গোলই করেছেন ব্রুনো ফার্নান্দেজ। তবে প্রথম গোলটি নিয়ে একটু নাটক হয়ছে। সেই নাটকের মূল অভিনেতা ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো।
৫৪ মিনিটে ফার্নান্দেজের বাড়ানো ক্রসটি উরুগুয়ের জালে জড়ালে উদ্যাপন শুরু করেন রোনালদো। পর্তুগিজ তারকার ট্রেডমার্ক উদ্যাপন দেখে মনে হচ্ছিল গোলটি তাঁর হেডেই হয়েছে। রিয়াল মাদ্রিদ কিংবদন্তির এমন উদ্যাপন দেখে ফিফা তাঁর নামে গোলটি ঘোষণা করে। তবে পরে জানা যায়, গোলটি সিআর সেভেনের হেডে নয়, ফার্নান্দেজের শটেই হয়েছে। গোল হওয়ার আগে বলটি রোনালদোর মাথা স্পর্শ করেনি। তাই পরে সিদ্ধান্তে পরির্বতন এনে ফার্নান্দেজের নামে গোলটি দেওয়া হয়।
তবে গোলটি নিয়ে ফার্নান্দেজ নিজেও কিছুটা দ্বিধায়। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘রোনালদোর গোল ভেবেই আমি আনন্দ করা শুরু করি। আমার কাছে মনে হয়েছে বলটি তার মাথায় স্পর্শ করেছে। কেননা, আমার উদ্দেশ্য ছিল তাকে ক্রস দেওয়া। সে যাই হোক ,কে গোল করল সেটা বড় বিষয় নয়, আমরা জিততে পেরে খুশি। গুরুত্বপূর্ণ বিষয় ছিল ম্যাচ জিতে পরের পর্ব নিশ্চিত করা।’
বিশ্বকাপে আর একটি গোল করলেই রোনালদো পাশে বসবেন কিংবদন্তি ইউসেবিওর। পর্তুগালের হয়ে সর্বোচ্চ ৯ গোল করে শীর্ষে আছেন এই কিংবদন্তি। আর ৮ গোল নিয়ে দুইয়ে আছেন সিআর সেভেন। তাই হয়তো গতকাল নিজের গোল ভেবে উদ্যাপনটাও করেছিলেন একটু বেশি। গতকাল রেকর্ডটি গড়তে না পারলেও সামনে সুযোগ পাচ্ছেন তিনি।
উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে গতকাল শেষ ষোলো নিশ্চিত করেছে পর্তুগাল। দলের হয়ে দুটি গোলই করেছেন ব্রুনো ফার্নান্দেজ। তবে প্রথম গোলটি নিয়ে একটু নাটক হয়ছে। সেই নাটকের মূল অভিনেতা ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো।
৫৪ মিনিটে ফার্নান্দেজের বাড়ানো ক্রসটি উরুগুয়ের জালে জড়ালে উদ্যাপন শুরু করেন রোনালদো। পর্তুগিজ তারকার ট্রেডমার্ক উদ্যাপন দেখে মনে হচ্ছিল গোলটি তাঁর হেডেই হয়েছে। রিয়াল মাদ্রিদ কিংবদন্তির এমন উদ্যাপন দেখে ফিফা তাঁর নামে গোলটি ঘোষণা করে। তবে পরে জানা যায়, গোলটি সিআর সেভেনের হেডে নয়, ফার্নান্দেজের শটেই হয়েছে। গোল হওয়ার আগে বলটি রোনালদোর মাথা স্পর্শ করেনি। তাই পরে সিদ্ধান্তে পরির্বতন এনে ফার্নান্দেজের নামে গোলটি দেওয়া হয়।
তবে গোলটি নিয়ে ফার্নান্দেজ নিজেও কিছুটা দ্বিধায়। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘রোনালদোর গোল ভেবেই আমি আনন্দ করা শুরু করি। আমার কাছে মনে হয়েছে বলটি তার মাথায় স্পর্শ করেছে। কেননা, আমার উদ্দেশ্য ছিল তাকে ক্রস দেওয়া। সে যাই হোক ,কে গোল করল সেটা বড় বিষয় নয়, আমরা জিততে পেরে খুশি। গুরুত্বপূর্ণ বিষয় ছিল ম্যাচ জিতে পরের পর্ব নিশ্চিত করা।’
বিশ্বকাপে আর একটি গোল করলেই রোনালদো পাশে বসবেন কিংবদন্তি ইউসেবিওর। পর্তুগালের হয়ে সর্বোচ্চ ৯ গোল করে শীর্ষে আছেন এই কিংবদন্তি। আর ৮ গোল নিয়ে দুইয়ে আছেন সিআর সেভেন। তাই হয়তো গতকাল নিজের গোল ভেবে উদ্যাপনটাও করেছিলেন একটু বেশি। গতকাল রেকর্ডটি গড়তে না পারলেও সামনে সুযোগ পাচ্ছেন তিনি।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১১ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৫ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৫ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৭ ঘণ্টা আগে