Ajker Patrika

মেসির বর্ষসেরার রাতে কোন পুরস্কার জিতল ব্রাজিল 

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১৩: ৩৮
মেসির বর্ষসেরার রাতে কোন পুরস্কার জিতল ব্রাজিল 

পুরস্কার জেতার অভ্যাস লিওনেল মেসি গড়ে ফেলেছেন অনেক আগেই। ক্লাব ফুটবল, আন্তর্জাতিক ফুটবলে একের পর এক শিরোপার পাশাপাশি ক্যাবিনেটে যুক্ত হচ্ছে একের পর এক পুরস্কারও। লন্ডনে গত রাতে ‘ফিফা দ্য বেস্ট’ ২০২৩-এর বর্ষসেরা পুরস্কার জিতেছেন মেসি। টানা দ্বিতীয়বার ও সব মিলিয়ে ক্যারিয়ারে তৃতীয়বার ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার জেতেন তিনি। 

মেসির বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতার দিনে ব্রাজিলও পেয়েছে পুরস্কার। ফিফার ‘ফেয়ার প্লে পুরস্কার’ জিতেছে ব্রাজিলের ফুটবল দল। বর্ণবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থানে থাকায় এই পুরস্কার জিতেছে সেলেসাওরা। গত বছরের জুনে গিনির বিপক্ষে এক প্রীতি ম্যাচে ব্রাজিল তাদের প্রথাগত হলুদ জার্সি পরেনি। সেই ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা খেলেছিল কালো জার্সি পরে। বর্ণবাদের শিকার ভিনিসিয়ুস জুনিয়রের প্রতি সংহতি প্রকাশ করতেই কালো জার্সি পরেছিল ব্রাজিল। ২০২২ ফুটবল বিশ্বকাপের পর থেকে মাঠের পারফরম্যান্স তো বটেই, ব্রাজিল ফুটবল ফেডারেশনেও (সিবিএফ) চলছে সমস্যা। বিশ্বকাপ পরবর্তী ৯ ম্যাচে জিতেছে ৩ ম্যাচ, হেরেছে ৫ ম্যাচ ও ১ ম্যাচ ড্র করেছে। 

ছেলেদের বর্ষসেরা কোচের পুরস্কার জেতেন পেপ গার্দিওলা। তাঁর অধীনে গত মৌসুমে ম্যানচেস্টার সিটি প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জিতেছে। তাতে ক্লাবটি তাদের ইতিহাসে প্রথমবারের মতো জেতে ট্রেবলও। লন্ডনে গত রাতটা অবশ্য ম্যান সিটিরই ছিল। বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন সিটির গোলরক্ষক এদেরসন। এছাড়া ফিফার ফিফপ্রো ২০২৩-এর বর্ষসেরা একাদশে আছেন ম্যান সিটির ছয় ফুটবলার। 

ফিফা দ্য বেস্ট অনুষ্ঠানে লন্ডনে গত রাতে যেন ‘তারার মেলা’ বসেছিল। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো তো ছিলেনই। আরও ছিলেন ব্রাজিলের কাফু, রোনালদোর মতো তারকারাও। অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্বে ছিলেন রেশমিন চৌধুরী ও থিয়েরি অঁরি, যেখানে অঁরি ফ্রান্সের জার্সিতে ১৯৯৮ বিশ্বকাপ জিতেছেন। এত তারার মাঝে মেসিই শুধু অনুপস্থিত ছিলেন।  

ফিফা দ্য বেস্ট ২০২৩-এর বিজয়ীরা:  
ছেলেদের বর্ষসেরা খেলোয়াড়:  লিওনেল মেসি (ইন্টার মায়ামি, আর্জেন্টিনা) 
ছেলেদের বর্ষসেরা কোচ: পেপ গার্দিওলা (ম্যানচেস্টার সিটি) 
ছেলেদের বর্ষসেরা গোলরক্ষক: এদেরসন (ম্যানচেস্টার সিটি, ব্রাজিল) 
পুসকাস অ্যাওয়ার্ড: গুইলার্মে মাদ্রুগা (কুইয়াবা, ব্রাজিল) 
বর্ষসেরা ভক্তের পুরস্কার:  আর্জেন্টিনার সমর্থক
ফেয়ারপ্লের পুরস্কার: ব্রাজিলের ছেলেদের দল
মেয়েদের বর্ষসেরা খেলোয়াড়: আইতানা বোনমাতি (স্পেন) 
মেয়েদের বর্ষসেরা কোচ: সারিনা উইগম্যান (ইংল্যান্ড) 
মেয়েদের বর্ষসেরা গোলরক্ষক: ম্যারি ইয়ার্পস (ইংল্যান্ড)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত