ব্রাজিলের ক্লাব গ্রেমিওর জার্সিতে লুইস সুয়ারেজের অভিযান যে শেষ হচ্ছে তা জানা গিয়েছিল আগেই। অবশেষে ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওর হয়ে পথচলা শেষ হয়ে গেল সুয়ারেজের। ব্রাজিলিয়ান পর্বের শেষ ম্যাচেও দুর্দান্ত ছিলেন সুয়ারেজ।
ব্রাজিলের ঐতিহাসিক মারাকানায় সিরি ‘আ’ তে ফ্লুমিনেন্সের মুখোমুখি হয়েছিল গ্রেমিও। এই ম্যাচে অবশ্য মাঠের পারফরম্যান্সে ফ্লুমিনেন্সের দাপট ছিল। ৭০ শতাংশ বল দখলে রেখে ফ্লুমিনেন্স প্রতিপক্ষের লক্ষ্য বরাবর করে ৭ শট। অন্যদিকে গ্রেমিও ৩০ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর করে ৫ শট। তবে শেষ পর্যন্ত গ্রেমিও ম্যাচ জিতেছে ৩-২ গোলে। জোড়া গোল করেন সুয়ারেজ।
৩৪ মিনিটে জন আরিয়াসের পেনাল্টি থেকে করা গোলে এগিয়ে গিয়েছিল ফ্লুমিনেন্স। এরপর দ্রুতই গ্রেমিওকে সমতায় ফিরিয়েছেন সুয়ারেজ। ম্যাথিয়াস ভিলাসান্তির অ্যাসিস্টে ৪৩ মিনিটে গোল করেন সুয়ারেজ। প্রথমার্ধের শেষে ৪৫ মিনিটে এভারটনের গোলে ২-১ গোলে এগিয়ে যায় গ্রেমিও। গ্রেমিওকে এরপর আরেকটু এগিয়ে নেন সুয়ারেজ। ৬৪ মিনিটে উরুগুয়ের স্ট্রাইকার পেনাল্টিতে করেন ম্যাচে নিজের জোড়া গোল। ৩-২ গোলে জিতলেও গ্রেমিও সিরি ‘আ’ চ্যাম্পিয়ন হতে পারেনি। এবারের সিরি ‘আ’ জিতেছে পালমেইরাস। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ১৭ গোল করেন সুয়ারেজ। গ্রেমিওর জার্সিতে উরুগুয়ের এই স্ট্রাইকার ৫২ ম্যাচে করেন ২৪ গোল। অ্যাসিস্ট করেন ১৭ গোলে।
ব্রাজিলের ক্লাব গ্রেমিওর জার্সিতে লুইস সুয়ারেজের অভিযান যে শেষ হচ্ছে তা জানা গিয়েছিল আগেই। অবশেষে ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওর হয়ে পথচলা শেষ হয়ে গেল সুয়ারেজের। ব্রাজিলিয়ান পর্বের শেষ ম্যাচেও দুর্দান্ত ছিলেন সুয়ারেজ।
ব্রাজিলের ঐতিহাসিক মারাকানায় সিরি ‘আ’ তে ফ্লুমিনেন্সের মুখোমুখি হয়েছিল গ্রেমিও। এই ম্যাচে অবশ্য মাঠের পারফরম্যান্সে ফ্লুমিনেন্সের দাপট ছিল। ৭০ শতাংশ বল দখলে রেখে ফ্লুমিনেন্স প্রতিপক্ষের লক্ষ্য বরাবর করে ৭ শট। অন্যদিকে গ্রেমিও ৩০ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর করে ৫ শট। তবে শেষ পর্যন্ত গ্রেমিও ম্যাচ জিতেছে ৩-২ গোলে। জোড়া গোল করেন সুয়ারেজ।
৩৪ মিনিটে জন আরিয়াসের পেনাল্টি থেকে করা গোলে এগিয়ে গিয়েছিল ফ্লুমিনেন্স। এরপর দ্রুতই গ্রেমিওকে সমতায় ফিরিয়েছেন সুয়ারেজ। ম্যাথিয়াস ভিলাসান্তির অ্যাসিস্টে ৪৩ মিনিটে গোল করেন সুয়ারেজ। প্রথমার্ধের শেষে ৪৫ মিনিটে এভারটনের গোলে ২-১ গোলে এগিয়ে যায় গ্রেমিও। গ্রেমিওকে এরপর আরেকটু এগিয়ে নেন সুয়ারেজ। ৬৪ মিনিটে উরুগুয়ের স্ট্রাইকার পেনাল্টিতে করেন ম্যাচে নিজের জোড়া গোল। ৩-২ গোলে জিতলেও গ্রেমিও সিরি ‘আ’ চ্যাম্পিয়ন হতে পারেনি। এবারের সিরি ‘আ’ জিতেছে পালমেইরাস। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ১৭ গোল করেন সুয়ারেজ। গ্রেমিওর জার্সিতে উরুগুয়ের এই স্ট্রাইকার ৫২ ম্যাচে করেন ২৪ গোল। অ্যাসিস্ট করেন ১৭ গোলে।
ছাড়াছাড়ি হয়ে গেল ক্রীড়াঙ্গনের তারকা দম্পতি বাস্তিয়ান শোয়েনস্টেইগার ও আনা ইভানোভিচের। মত পার্থক্যের কারণে ভেঙে গেছে সাবেক ফুটবল ও টেনিস তারকার ৯ বছরের সংসার।
১ ঘণ্টা আগেপ্রথমবারের এশিয়ান কাপ ফুটসাল বাছাইয়ে অংশ নিচ্ছে বাংলাদেশ। যদিও এখনো দল চূড়ান্ত হয়নি। সে লক্ষ্য হ্যান্ডবল স্টেডিয়ামে চলছে ট্রায়াল। ৬৩০ খেলোয়াড়ের মধ্যে প্রাথমিকভাবে ৫৩ জনকে বাছাই করা হয়েছে। যা পরে নামিয়ে আনা হবে ১৪ তে। এর মধ্যে ফুটসালে হেড কোচ নিয়োগ দিয়েছে বাফুফে। দায়িত্ব পেয়েছেন ইরানের সাঈদ খোদারাহমি
২ ঘণ্টা আগেমাঠ হোক বা মাঠের বাইরে—যেকোনো কিছুতেই নেইমারকে নিয়ে এখন চলে কথাবার্তা। আলোচনায় থাকতেই যে তিনি বেশি পছন্দ করেন। এবার তিনি ‘ব্যাটম্যান’ সিনেমার সেই বিখ্যাত ব্যাটমোবাইল গাড়ি কিনেছেন ২৫ কোটি টাকা খরচ করে।
৩ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বোলিংয়ে রীতিমতো খাবি খাচ্ছে পাকিস্তান। মিরপুর শেরেবাংলায় তাঁর স্লোয়ার-কাটারে বিভ্রান্ত হচ্ছেন পাকিস্তানি ব্যাটাররা। ছন্দে থাকা বাংলাদেশের এই বাঁহাতি পেসার গড়ে চলেছেন একাধিক রেকর্ড। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন তিনি হাতেনাতে।
৪ ঘণ্টা আগে