Ajker Patrika

নিজে ডিজাইন করে মেসিকে বুট উপহার দিলেন বেকহাম

ক্রীড়া ডেস্ক    
Thumbnail image
মেসিকে বিশেষ বুট উপহার দিলেন বেকহাম। ছবি: এএফপি ও ইনস্টাগ্রাম

উচ্ছ্বসিত একটি ছবি ইনস্টাগ্রামের স্টোরিতে পোস্ট করেছেন লিওনেল মেসি। হাতে অ্যাডিডাসের এক জোড়া বুট। আর্জেন্টাইন সুপার স্টারের সঙ্গে অ্যাডিডাসের সম্পর্ক বেশ পুরোনো। কিন্তু ইনস্টাগ্রামের স্টোরির ছবিটা একটু ভিন্ন প্রসঙ্গেই বোঝা গেল। কারণ, ছবির সঙ্গে ডেভিড বেকহামকে ‘ধন্যবাদ’ জানিয়ে একটা ক্যাপশনও জুড়ে দিয়েছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন, অ্যাডিডাস প্রিডেটর বুটের ৩০ বছর পূর্তি উপলক্ষে একটি নতুন বুট ডিজাইন করেছেন বেকহাম। ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি ও ইন্টার মায়ামির সহ-স্বত্বাধিকারী সেই বিশেষ বুট উপহার হিসেবে পাঠিয়েছেন মেসিকে। বেকহামের স্বাক্ষরিত বুট জোড়া পাওয়ার পর মেসির উচ্ছ্বসিত হওয়াটাই স্বাভাবিক।

বুট পেয়ে বেকহামকে ধন্যবাদ জানিয়ে মেসি তাঁর ইনস্টাগ্রামে লিখেছেন, ‘বুটগুলো আমার বাড়িতে পৌঁছে গেছে! ধন্যবাদ ডেভিড বেকহাম।’ বেকহামের মালিকানাধীন ক্লাব ইন্টার মায়ামির হয়ে ২০২৪ সালের মেজর লিগ সকারে দারুণ ছন্দে ছিলেন মেসি। ১৯ ম্যাচে ২০ গোলের পাশাপাশি সহায়তা করেছেন ১০ গোলে।

ক্লাব ও জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে ‘ফিফা দ্য বেস্টেও’ জায়গা করেছেন মেসি। আর্জেন্টিনার হয়ে এই বছর আর কোনো খেলা নেই আলবিসেলেস্তেদের। ২০২৫ সালে মার্চে উরুগুয়ের বিপক্ষে খেলবে তারা। সবকিছু ঠিক থাকলে সেই ম্যাচেই হয়তো দেখা যেতে পারে মেসিকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত