Ajker Patrika

ট্রফি নিয়ে যাবে ভারত, বাংলাদেশের জন্য নতুন তৈরি হবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৫: ৩৫
Thumbnail image

নাটকীয়তায় পরিপূর্ণ এক ম্যাচই গতকাল হয়েছে কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে। বাংলাদেশ-ভারত অনূর্ধ্ব-১৯ নারী সাফ ফাইনালে মূল ম্যাচ ড্রয়ের পর টাইব্রেকারেও ফল বের করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত দুই দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। 

২০২৪ অনূর্ধ্ব-১৯ সাফ দেখতে গতকাল মাঠে এসেছিলেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। ফাইনাল শেষে ভারত ও বাংলাদেশ দুই দলের ফুটবলারদের হাতেই ট্রফি তুলে ফটোসেশন করেন পাপন। ঘটনা অবশ্য এখানে শেষ নয়। যৌথ চ্যাম্পিয়ন হলেও ট্রফি নিয়ে যাবে ভারত। সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল গতকাল বলেন, ‘এখন ভারত ট্রফি নিয়ে যাবে। বাংলাদেশকে কিছুদিনের মধ্যে দেওয়া হবে। টুর্নামেন্ট-সেরা, ফেয়ার প্লে পুরস্কারগুলো পরবর্তীতে দেওয়া হবে।’  

ম্যাচে ৮ মিনিটে শিবানী দেবীর গোলে এগিয়ে যায় ভারত। অতিরিক্ত ৪ মিনিট সময়ের এক মিনিট আগে সাগরিকার গোলে ম্যাচে সমতায় ফেরে বাংলাদেশ। খেলা গড়ায় টাইব্রেকারে। দুটি দলই ১১টি করে গোল করলে টসের জন্য দুই অধিনায়ককে ডাকলেন শ্রীলঙ্কান ম্যাচ কমিশনার সিলভা জয়সুরিয়া ডিলন। এখান থেকেই শুরু যত বিতর্কের।টসের পর ভারত যখন শিরোপার উল্লাসে মেতে উঠল, তখনই টনক নড়ে বাংলাদেশের খেলোয়াড় আর কর্মকর্তাদের। বাংলাদেশ প্রতিবাদ জানালে আবার খেলতে বলা হয় ভারতীয় ফুটবলারদের। এরপর ভারতীয় ফুটবলাররা মাঠ ছেড়ে চলে যান। 

নাটকীয় সেই পরিস্থিতিতে জানা যায়, ভারত ৩০ মিনিটের মধ্যে মাঠে না ফিরলে চ্যাম্পিয়ন ঘোষণা করা হতে পারে বাংলাদেশকে। ভারত সেখানে মাঠের বাইরে ছিল এক ঘণ্টারও বেশি সময়। যৌথ চ্যাম্পিয়ন ঘোষণার ব্যাখ্যায় হেলাল বলেন, ‘আমরা সমঝোতার জন্য কয়েকটা প্রস্তাব দিয়েছিলাম। এক. ম্যাচটা আমরা পরিত্যক্ত করে দিই এবং আরেকটা ম্যাচ আয়োজন করব। দুই. টাইব্রেকার চালিয়ে নেওয়া এবং তিন. যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা। শেষ পর্যন্ত এই আলোচনায় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি, সাধারণ সম্পাদককে অন্তর্ভুক্ত করেছিলাম। শেষ পর্যন্ত তাঁরা রাজি হন যুগ্ম চ্যাম্পিয়ন হওয়ার বিষয়ে।’ 

ম্যাচের এমন পরিস্থিতিতে উৎকণ্ঠা ছিল  বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকারেরও। ম্যাচ শেষে তিনি বলেন, ‘সিদ্ধান্ত কী হবে, সিদ্ধান্ত কী হবে...আবার খেলা হবে কি না। খুব টেনশনে ছিলাম। পরে তো যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হলো।’

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত