শিকড় বাংলাদেশে হলেও হামজা চৌধুরীর জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডে। ইউরোপীয় ফুটবলে দুর্দান্ত পারফরম্যান্সে নামডাক কুড়িয়েছেন তিনি। ২৭ বছর বয়সী এই ফুটবলারের একটা সময় বার্সেলোনায় খেলার সম্ভাবনাও তৈরি হয়েছিল বলে শোনা গেছে।
বাংলাদেশে গত সোমবার আসার পর থেকেই হামজাকে নিয়ে হয়েছে অনেক উন্মাদনা। সিলেট ওসমানী বিমানবন্দর, হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রাম, ঢাকা বিমানবন্দর,হোটেল ইন্টারকন্টিনেন্টাল—সব জায়গায় তাঁকে দেখতে উপচে পড়া ভিড়। হামজাকে নিয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের উন্মাদনার কিছু ছবি গতকাল ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’ পোস্ট করেছে। সেখানে এক প্রতিবেদনে ইংল্যান্ডে তাঁর বয়সভিত্তিক দলে খেলা এবং সেই সময়ের কিছু বিষয়ও উল্লেখ করা হয়েছে। দ্য সান জানিয়েছে, ত্রুটিহীন খেলা এবং কড়া ট্যাকলের দক্ষতাই মূলত যুব লায়ন্স দলে হামজাকে জায়গা করে দেয়। ২০১৮-১৯ সালে ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলে সাত ম্যাচ খেলেছেন এবং বার্সেলোনায় দলবদল নিয়েও কথা হচ্ছিল তখন।
২০০৫ থেকে ২০১৫ পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির যুব দলে খেলেছেন হামজা। ২০১৫ সালে ক্লাবটির মূল দলে জায়গা করে নেন তিনি। বর্তমানে তিনি খেলছেন ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডে। ২০২৪ সালের আগস্টে হামজা বাংলাদেশি পাসপোর্ট হাতে পেয়েছেন। কয়েক মাস পরই ফিফার থেকে বাংলাদেশের জার্সিতে খেলার ছাড়পত্র পেয়েছেন হামজা।
২৫ মার্চ শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। এই ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে হামজার। বর্তমানে বাংলাদেশি এই ডিফেন্সিভ মিডফিল্ডার অবস্থান করছেন শিলংয়ে। বাংলাদেশের হয়ে তিনি ৮ নম্বর জার্সি পরে খেলবেন। এরই মধ্যে হামজা সেই জার্সি পরে ছবি তুলেছেন ও অনুশীলন করেছেন।
আরও পড়ুন:
শিকড় বাংলাদেশে হলেও হামজা চৌধুরীর জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডে। ইউরোপীয় ফুটবলে দুর্দান্ত পারফরম্যান্সে নামডাক কুড়িয়েছেন তিনি। ২৭ বছর বয়সী এই ফুটবলারের একটা সময় বার্সেলোনায় খেলার সম্ভাবনাও তৈরি হয়েছিল বলে শোনা গেছে।
বাংলাদেশে গত সোমবার আসার পর থেকেই হামজাকে নিয়ে হয়েছে অনেক উন্মাদনা। সিলেট ওসমানী বিমানবন্দর, হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রাম, ঢাকা বিমানবন্দর,হোটেল ইন্টারকন্টিনেন্টাল—সব জায়গায় তাঁকে দেখতে উপচে পড়া ভিড়। হামজাকে নিয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের উন্মাদনার কিছু ছবি গতকাল ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’ পোস্ট করেছে। সেখানে এক প্রতিবেদনে ইংল্যান্ডে তাঁর বয়সভিত্তিক দলে খেলা এবং সেই সময়ের কিছু বিষয়ও উল্লেখ করা হয়েছে। দ্য সান জানিয়েছে, ত্রুটিহীন খেলা এবং কড়া ট্যাকলের দক্ষতাই মূলত যুব লায়ন্স দলে হামজাকে জায়গা করে দেয়। ২০১৮-১৯ সালে ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলে সাত ম্যাচ খেলেছেন এবং বার্সেলোনায় দলবদল নিয়েও কথা হচ্ছিল তখন।
২০০৫ থেকে ২০১৫ পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির যুব দলে খেলেছেন হামজা। ২০১৫ সালে ক্লাবটির মূল দলে জায়গা করে নেন তিনি। বর্তমানে তিনি খেলছেন ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডে। ২০২৪ সালের আগস্টে হামজা বাংলাদেশি পাসপোর্ট হাতে পেয়েছেন। কয়েক মাস পরই ফিফার থেকে বাংলাদেশের জার্সিতে খেলার ছাড়পত্র পেয়েছেন হামজা।
২৫ মার্চ শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। এই ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে হামজার। বর্তমানে বাংলাদেশি এই ডিফেন্সিভ মিডফিল্ডার অবস্থান করছেন শিলংয়ে। বাংলাদেশের হয়ে তিনি ৮ নম্বর জার্সি পরে খেলবেন। এরই মধ্যে হামজা সেই জার্সি পরে ছবি তুলেছেন ও অনুশীলন করেছেন।
আরও পড়ুন:
প্রত্যাবর্তনের গল্প রিয়াল মাদ্রিদের চেয়ে আর কোন দল সুন্দর করে লিখতে পারে? এটা রীতিমতো গবেষণার ব্যাপার। তবে এবার আর ঘুরে দাঁড়ানোর গল্প লিখতে পারল না রিয়াল। যে চ্যাম্পিয়নস লিগ তাদের এক রকম সম্পত্তি হয়ে গেছে, সেই টুর্নামেন্ট থেকেই এবার কোয়ার্টার ফাইনালেই বেজে গেল বিদায়ঘণ্টা।
৩২ মিনিট আগেম্যাচের আগে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের বাইরে গলা ফাটাচ্ছিলেন হাজারো মানুষ। তাই ছাদ ঢাকা গ্যালারির আবহ কেমন হবে তা আগে থেকে আন্দাজ করা যাচ্ছিল বেশ। কিন্তু দিনশেষে সমর্থকদের ফিরতে হয় হতাশ হয়ে। প্রত্যাবর্তনের যে স্বপ্ন নিয়ে ঘরের মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ, তা স্বপ্নই থেকে গেল৷
৭ ঘণ্টা আগেজিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২০ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি সামনে রেখে সিলেটে চলছে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের প্রস্তুতি ক্যাম্প। দুই দিন টানা অনুশীলনের পর আজ বিশ্রামে ছিলেন তাঁরা। তবে বিশ্রামের দিনটা দলের কয়েকজন ক্রিকেটারের সময় কেটেছে একসঙ্গে—হোটেলের নিজস্ব
১২ ঘণ্টা আগেফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিং ইস্যু প্রায় সময় জড়িয়ে যায়। এ ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন ইউনিটও সব সময় সরব। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেও হঠাৎ আলোচনায় ফিক্সিং। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
১৩ ঘণ্টা আগে