চলে গেলেন কার্ল-হেইঞ্জ স্নেলিংগার। ৮৫ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন পশ্চিম জার্মানির হয়ে চারটি বিশ্বকাপ খেলা এই ডিফেন্ডার। এএফপিকে আজ খবরটি নিশ্চিত করেছেন তাঁর মেয়ে।
স্নেলিংগার ১৯৫৮ থেকে ১৯৭০ পর্যন্ত চারটি বিশ্বকাপ খেলেছেন। তবে একবার শিরোপা জিততে পারেননি। ১৯৬৬ বিশ্বকাপে ওয়েম্বলিতে স্নেলিংগাররা হারেন ইংল্যান্ডের কাছে। ইংলিশদের সেটিই প্রথম ও একমাত্র বিশ্বকাপ।
পশ্চিম জার্মানির হয়ে ৪৭ ম্যাচ খেলেছেন স্নেলিংগার। জাতীয় দলের হয়ে তিনি নিজের একমাত্র গোলটি করেছেন ১৯৭০ বিশ্বকাপের সেমিফাইনালে, ইতালির বিপক্ষে। যোগ করা সময়ে গোল করে ম্যাচটিতে পশ্চিম জার্মানিকে সমতায় ফেরান তিনি। তবে অতিরিক্ত সময়ে ম্যাচটি ৪-২ গোলে জিতে নেয় ইতালি।
ক্লাব পর্যায়ে স্নেলিংগার ১৯৬২ সালে কোলনকে জার্মান ফুটবলের শীর্ষ লিগের শিরোপা এনে দেন। সে বছরের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হোন তিনি। এই পুরস্কার জেতার পর জার্মানির ফুটবলের বাইরে যাওয়া একমাত্র খেলোয়াড় ছিলেন তিনি। এরপর ক্যারিয়ারের অধিকাংশ সময় ইতালিতে কাটান তিনি।
এক বছর মানতুয়ায় কাটানোর পরের বছর রোমাতে কাটান স্নেলিংগার। এরপর এসি মিলানে কাটান ৯ বছর। রোজোনেরিদের হয়ে চারটি ইতালিয়ান কাপ ও একটি লিগ শিরোপা জিতেছেন। অবসরের পর স্নেলিংগার ইতালিয়ায় বসবাস শুরু করেন এবং মারা যান মিলানের শহরে।
চলে গেলেন কার্ল-হেইঞ্জ স্নেলিংগার। ৮৫ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন পশ্চিম জার্মানির হয়ে চারটি বিশ্বকাপ খেলা এই ডিফেন্ডার। এএফপিকে আজ খবরটি নিশ্চিত করেছেন তাঁর মেয়ে।
স্নেলিংগার ১৯৫৮ থেকে ১৯৭০ পর্যন্ত চারটি বিশ্বকাপ খেলেছেন। তবে একবার শিরোপা জিততে পারেননি। ১৯৬৬ বিশ্বকাপে ওয়েম্বলিতে স্নেলিংগাররা হারেন ইংল্যান্ডের কাছে। ইংলিশদের সেটিই প্রথম ও একমাত্র বিশ্বকাপ।
পশ্চিম জার্মানির হয়ে ৪৭ ম্যাচ খেলেছেন স্নেলিংগার। জাতীয় দলের হয়ে তিনি নিজের একমাত্র গোলটি করেছেন ১৯৭০ বিশ্বকাপের সেমিফাইনালে, ইতালির বিপক্ষে। যোগ করা সময়ে গোল করে ম্যাচটিতে পশ্চিম জার্মানিকে সমতায় ফেরান তিনি। তবে অতিরিক্ত সময়ে ম্যাচটি ৪-২ গোলে জিতে নেয় ইতালি।
ক্লাব পর্যায়ে স্নেলিংগার ১৯৬২ সালে কোলনকে জার্মান ফুটবলের শীর্ষ লিগের শিরোপা এনে দেন। সে বছরের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হোন তিনি। এই পুরস্কার জেতার পর জার্মানির ফুটবলের বাইরে যাওয়া একমাত্র খেলোয়াড় ছিলেন তিনি। এরপর ক্যারিয়ারের অধিকাংশ সময় ইতালিতে কাটান তিনি।
এক বছর মানতুয়ায় কাটানোর পরের বছর রোমাতে কাটান স্নেলিংগার। এরপর এসি মিলানে কাটান ৯ বছর। রোজোনেরিদের হয়ে চারটি ইতালিয়ান কাপ ও একটি লিগ শিরোপা জিতেছেন। অবসরের পর স্নেলিংগার ইতালিয়ায় বসবাস শুরু করেন এবং মারা যান মিলানের শহরে।
ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাতেও এখন মিলছে প্রবাসীদের বিচরণ। জিনাত ফেরদৌস অবশ্য অনেক আগেই নামের পাশে জুড়ে দিয়েছেন বাংলাদেশের পতাকা। তবে প্রথমবারের মতো জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই অ্যাথলেট।
১৭ মিনিট আগেনিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের শঙ্কায় ভারত। ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ড টেস্টে হতাশার নতুন দৃশ্য দেখল তারা। জসপ্রীত বুমরা-মোহম্মদ সিরাজরা ইংলিশ ব্যাটারদের টলাতেই পারছেন না। নিজেদের প্রথম ইনিংসে এরই মধ্যে ইংল্যান্ড ৭ উইকেটে ৫৪৪ রান তুলেছে। ১০ বছর পর আবার বিদেশের মাঠ
১ ঘণ্টা আগেরিকি পন্টিং আগেই বলতেন শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারেন জো রুট। ওল্ড ট্রাফোর্ডে রুটের আরেকটি সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের সে বিশ্বাস আরও পোক্ত হয়েছে। ছাড়িয়ে ‘যেতে পারেন’ নয়, এখন রিকি পন্টিং বলছেন, ছাড়িয়ে যাবেন! পন্টিংয়ের ভাষায়, ‘গত চার-পাঁচ বছরে তাঁর ক্যারিয়ারের যে ধারা, তাতে কোনো তা
২ ঘণ্টা আগেএম চিন্নাস্বামী স্টেডিয়ামে গত ৪ জুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএলের শিরোপা উদ্যাপনের অনুষ্ঠানে পদদলিত হয়ে ১১ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হন। এ ঘটনায় তদন্ত কমিটিও গঠন করে কোর্ট। এবার চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় ইভেন্ট আয়োজনে ‘অসুরক্ষিত’ বলছে তদন্ত কমিশনের রিপোর্ট।
৩ ঘণ্টা আগে