আজ ৩৬ বছর পূর্ণ করেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের কাছে এবারের জন্মদিন বিশেষ কিছু। বিশ্বকাপ জয়ের পর যে প্রথমবারের মতো নিজের পয়দা দিবস উদ্যাপন করছেন তিনি। নিজের বয়সের মতোই আর্জেন্টিনার দীর্ঘ ৩৬ বছরের শিরোপা খরা ঘুচিয়ে কাতার বিশ্বকাপে। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে নিজের আজন্ম স্বপ্ন পূরণ করেছেন সাতবারের ব্যালন ডি অরজয়ী।
ক্যারিয়ারের অনেক শিরোপা জয়ের মতো নিজের গ্যারেজে রেখেছেন দামি দামি বহু গাড়িও। বলা যেতে পারে, গোল করার মতো বিলাসবহুল গাড়ি কেনাও মেসির নেশা। চলুন ছবিতে ছবিতে জন্মদিনে তাঁর সংগ্রহে থাকা গাড়িগুলো দেখে নেই।
ফেরারি ৩৩৫ এস স্পাইডার স্ক্যাকলিয়েত্তি (৩৮৯ কোটি ৪৬ লাখ টাকা)
মেসির গ্যারেজে সবচেয়ে দামি গাড়িটি হচ্ছে ফেরারি ৩৩৫ এস স্পাইডার স্ক্যাকলিয়েত্তি। যার মূল্য ৩৮৯ কোটি ৪৬ লাখ টাকা। গাড়িটি তিনি নিলামে কিনেছিলেন। ফেরারির এই মডেলের গাড়ি ‘প্রানচিং হর্স ১৯৫৭’ নামেও পরিচিত। ভি ১২ ইঞ্জিনের গাড়িটি ঘণ্টায় ৩০০ কিলোমিটার গতিবেগে চলে।
ফেরারি এফ ৪৩০ স্পাইডার (১ কোটি ৭৮ লাখ টাকা)
ফেরারি ব্র্যান্ডের এফ ৪৩০ স্পাইডার মডেলের আরেকটি গাড়িও মেসির সংগ্রহে রয়েছে। যার দাম ১ কোটি ৭৮ লাখ টাকা।
অডি ট্রিও (২ কোটি ৫১ লাখ টাকা)
গাড়ি প্রস্তুতকারী জার্মান প্রতিষ্ঠান অডির সঙ্গে বার্সেলোনার স্পনসর চুক্তি থাকার সময় অডি এএস ৬ মডেলের একটি গাড়ি উপহার পেয়েছিলেন মেসি। এই মডেলের সঙ্গে অডির আরও দুটি গাড়ির মালিক হয়েছিলেন তিনি। বাকি দুটি ছিল অডি এ৭ ও অডি কিউ৭। তিনটির মোট দাম ২ কোটি ৫১ লাখ টাকা।
পাগানি জোন্ডা (২ কোটি ১৭ লাখ টাকা)
ইতালির এই স্পোর্টস কারের জন্য ২ কোটি ১৭ লাখ টাকা খরচ করেছেন মেসি। ৬ গতিবেগের স্বয়ংক্রিয় ট্রান্সমিশনের এই স্পোর্টস কারের ইঞ্জিনটি হচ্ছে ভি১২।
মার্সিডিজ এসএলএস এএমজি (৬ কোটি ৯৭ লাখ টাকা)
মেসির সংগ্রহে মার্সিডিজ এসএলএস এএমজি মডেলের একটি বিদেশী ও অভিজাত গাড়ি রয়েছে। যার মূল্য ৬ কোটি ৯৭ লাখ টাকা।
রেঞ্জ রোভার ডুও (২ কোটি ৯২ লাখ টাকা)
রেঞ্জ রোভার ব্র্যান্ডের দুটি গাড়িও মেসির গ্যারেজে রয়েছে। যার দামও বেশ। রেঞ্জ রোভার ভগের দাম ২ কোটি ১ লাখ টাকা। আর রেঞ্জ রোভার স্পোর্টের দাম ৯১ লাখ টাকা।
শুধু এসবই নয় মেসির গ্যারেজে আরও বেশ কিছু মডেলের বিলাসবহুল গাড়িও রয়েছে। যার মধ্যে মাসেরাত্তি গ্রান তুরিসমো এমসি স্ট্রাডেল যা তিনি আর্জেন্টিনায় ব্যবহার করেন। এছাড়া, ক্যাডিল্যাক এসকালেড, লেক্সাস আরএক্স ৪৫০ এইচ এবং মিনি কুপারও রয়েছে সাবেক বার্সেলোনা তারকার পছন্দের গাড়ির মধ্যে।
আজ ৩৬ বছর পূর্ণ করেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের কাছে এবারের জন্মদিন বিশেষ কিছু। বিশ্বকাপ জয়ের পর যে প্রথমবারের মতো নিজের পয়দা দিবস উদ্যাপন করছেন তিনি। নিজের বয়সের মতোই আর্জেন্টিনার দীর্ঘ ৩৬ বছরের শিরোপা খরা ঘুচিয়ে কাতার বিশ্বকাপে। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে নিজের আজন্ম স্বপ্ন পূরণ করেছেন সাতবারের ব্যালন ডি অরজয়ী।
ক্যারিয়ারের অনেক শিরোপা জয়ের মতো নিজের গ্যারেজে রেখেছেন দামি দামি বহু গাড়িও। বলা যেতে পারে, গোল করার মতো বিলাসবহুল গাড়ি কেনাও মেসির নেশা। চলুন ছবিতে ছবিতে জন্মদিনে তাঁর সংগ্রহে থাকা গাড়িগুলো দেখে নেই।
ফেরারি ৩৩৫ এস স্পাইডার স্ক্যাকলিয়েত্তি (৩৮৯ কোটি ৪৬ লাখ টাকা)
মেসির গ্যারেজে সবচেয়ে দামি গাড়িটি হচ্ছে ফেরারি ৩৩৫ এস স্পাইডার স্ক্যাকলিয়েত্তি। যার মূল্য ৩৮৯ কোটি ৪৬ লাখ টাকা। গাড়িটি তিনি নিলামে কিনেছিলেন। ফেরারির এই মডেলের গাড়ি ‘প্রানচিং হর্স ১৯৫৭’ নামেও পরিচিত। ভি ১২ ইঞ্জিনের গাড়িটি ঘণ্টায় ৩০০ কিলোমিটার গতিবেগে চলে।
ফেরারি এফ ৪৩০ স্পাইডার (১ কোটি ৭৮ লাখ টাকা)
ফেরারি ব্র্যান্ডের এফ ৪৩০ স্পাইডার মডেলের আরেকটি গাড়িও মেসির সংগ্রহে রয়েছে। যার দাম ১ কোটি ৭৮ লাখ টাকা।
অডি ট্রিও (২ কোটি ৫১ লাখ টাকা)
গাড়ি প্রস্তুতকারী জার্মান প্রতিষ্ঠান অডির সঙ্গে বার্সেলোনার স্পনসর চুক্তি থাকার সময় অডি এএস ৬ মডেলের একটি গাড়ি উপহার পেয়েছিলেন মেসি। এই মডেলের সঙ্গে অডির আরও দুটি গাড়ির মালিক হয়েছিলেন তিনি। বাকি দুটি ছিল অডি এ৭ ও অডি কিউ৭। তিনটির মোট দাম ২ কোটি ৫১ লাখ টাকা।
পাগানি জোন্ডা (২ কোটি ১৭ লাখ টাকা)
ইতালির এই স্পোর্টস কারের জন্য ২ কোটি ১৭ লাখ টাকা খরচ করেছেন মেসি। ৬ গতিবেগের স্বয়ংক্রিয় ট্রান্সমিশনের এই স্পোর্টস কারের ইঞ্জিনটি হচ্ছে ভি১২।
মার্সিডিজ এসএলএস এএমজি (৬ কোটি ৯৭ লাখ টাকা)
মেসির সংগ্রহে মার্সিডিজ এসএলএস এএমজি মডেলের একটি বিদেশী ও অভিজাত গাড়ি রয়েছে। যার মূল্য ৬ কোটি ৯৭ লাখ টাকা।
রেঞ্জ রোভার ডুও (২ কোটি ৯২ লাখ টাকা)
রেঞ্জ রোভার ব্র্যান্ডের দুটি গাড়িও মেসির গ্যারেজে রয়েছে। যার দামও বেশ। রেঞ্জ রোভার ভগের দাম ২ কোটি ১ লাখ টাকা। আর রেঞ্জ রোভার স্পোর্টের দাম ৯১ লাখ টাকা।
শুধু এসবই নয় মেসির গ্যারেজে আরও বেশ কিছু মডেলের বিলাসবহুল গাড়িও রয়েছে। যার মধ্যে মাসেরাত্তি গ্রান তুরিসমো এমসি স্ট্রাডেল যা তিনি আর্জেন্টিনায় ব্যবহার করেন। এছাড়া, ক্যাডিল্যাক এসকালেড, লেক্সাস আরএক্স ৪৫০ এইচ এবং মিনি কুপারও রয়েছে সাবেক বার্সেলোনা তারকার পছন্দের গাড়ির মধ্যে।
অধিনায়ক হিসেবে গত ২১০ দিনে পাঁচটি আন্তর্জাতিক সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। এর মধ্যে শুধু শেষ দুই মাসেই চারটি সিরিজ খেলেছে বাংলাদেশ। জয় এসেছে দুটি সিরিজে। এখন আপাতত কিছুটা বিশ্রামের সুযোগ পাচ্ছেন লিটনরা।
৭ ঘণ্টা আগেএশিয়ান ক্রিকেটকে এক করেছে ঢাকা—এশিয়ান ক্রিকেট খেলুড়ে দেশগুলোর শীর্ষ কর্তাদের ছবি আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এমন এক ক্যাপশন দিয়ে পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ দেখতে যেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এশিয়ান ক্রিকেটের শীর্ষ কর্তাদের মিলনমেলা বসেছে।
৯ ঘণ্টা আগে৪১ রানে নেই ৭ উইকেট। মিরপুরে ৯ বছর আগের সেই লজ্জার রেকর্ড চোখরাঙানি দিচ্ছিল বাংলাদেশকে। ২০১৬ সালে ইডেন গার্ডনে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই সংস্করণে নিজেদের সর্বনিম্ন ৭০ রানে অলআউট হওয়ার রেকর্ড গড়েছিল। তবে আজ পাকিস্তানের বিপক্ষে নিজেদের মাঠে ব্যাটিং আরও ভয়ংকর খারাপ ছিল, ৪১ রানে ৭ উইকেট হারায়...
৯ ঘণ্টা আগেসাত বছর আগে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। আজ তিনি খেলছেন ১২তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ২০১৮ সালে অভিষেক হওয়ার পর মাঝে পাঁচ বছর দলেই সুযোগ পাননি সাহিবজাদা ফারহান। তবে নিজের কৌশল, ধারাবাহিকতা আর শটের রেঞ্জ ও বৈচিত্র্যে বাড়িয়ে ২০২৪ সালে আবারও সাহিবজাদা ফেরেন পাকিস্তান দলে। তবে গত বছর তেমন ভালো
১০ ঘণ্টা আগে