Ajker Patrika

অবনমিত সাম্পদোরিয়ার দায়িত্ব নিলেন পিরলো

আপডেট : ২৮ জুন ২০২৩, ১৪: ১৮
অবনমিত সাম্পদোরিয়ার দায়িত্ব নিলেন পিরলো

কোচিং ক্যারিয়ারের শুরুটা একদমই ভালো হয়নি আন্দ্রে পিরলোর। জুভেন্টাসের পর তুরস্কের ক্লাব ফাতিহ কারাগুমরুক থেকেও ছাঁটাই হয়েছেন তিনি। তবে ডাগআউট থেকে খুব বেশি দিন দূরে থাকতে হলো না ইতালিয়ান কিংবদন্তিকে।

নতুন এক চ্যালেঞ্জ নিতে সাম্পদোরিয়ার দায়িত্ব নিয়েছেন পিরলো। দলটি সদ্য শেষ হওয়া মৌসুমে সিরি আ থেকে অবনমিত হয়েছে। সিরি বির এই দলের সঙ্গেই দুই বছরের গাঁটছড়া বাঁধলেন ইতালির সাবেক মিডফিল্ডার। তাঁর মূল লক্ষ্য থাকবে সাম্পদোরিয়াকে আবারও দেশের শীর্ষ লিগে উত্তরণ করা।

খেলোয়াড়ি জীবনে ইতালির শীর্ষ তিন ক্লাব জুভেন্টাস ও দুই মিলানের হয়ে খেলেছেন পিরলো। ইন্টারে হয়ে কোনো শিরোপা জিততে না পারলেও বাকি দুই ক্লাবের হয়ে বহু শিরোপা জিতেছেন তিনি। সিরি আ চ্যাম্পিয়ন হয়েছেন মোট ছয়বার। এর মধ্যে চারবার জুভেন্টাসের হয়ে আর বাকি দুটি এসি মিলানের হয়ে। লিগ চ্যাম্পিয়নে ‘তুরিনের বুড়িরা’ এগিয়ে থাকলেও চ্যাম্পিয়নস লিগের হিসেবে দুবার শিরোপা জিতেছেন এসি মিলানের হয়ে। আর দেশের হয়ে সর্বোচ্চ সাফল্য বিশ্বকাপ ২০০৬ সালে জিতেছেন।

পেশাদার ফুটবলের বর্ণাঢ্য ২২ বছরের ক্যারিয়ার শেষে জুভেন্টাসের হয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন পিরলো। ২০২০-২১ মৌসুমে ইতালিয়ান কাপ ও সুপার কাপ জিততে অবদান রাখলেও দলকে সিরি আ চ্যাম্পিয়ন করতে না পারায় ছাঁটাই হলেন তিনি। এক বছর বিরতির পর ফাতিহার দায়িত্ব নিয়েছিলেন তিনি। কিন্তু সেখানেও সুবিধা করতে না পারায় গত মে মাসে বরখাস্ত হয়েছিলেন ৪৪ বছর বয়সী কোচ। এবার এক মাসের মধ্যে নতুন দায়িত্ব পেলেন তিনি। সাম্পদোরিয়াকে সিরি আতে উত্তরণ করাতে পারবেন কিনা মৌসুম শেষে বোঝা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত