কোচিং ক্যারিয়ারের শুরুটা একদমই ভালো হয়নি আন্দ্রে পিরলোর। জুভেন্টাসের পর তুরস্কের ক্লাব ফাতিহ কারাগুমরুক থেকেও ছাঁটাই হয়েছেন তিনি। তবে ডাগআউট থেকে খুব বেশি দিন দূরে থাকতে হলো না ইতালিয়ান কিংবদন্তিকে।
নতুন এক চ্যালেঞ্জ নিতে সাম্পদোরিয়ার দায়িত্ব নিয়েছেন পিরলো। দলটি সদ্য শেষ হওয়া মৌসুমে সিরি আ থেকে অবনমিত হয়েছে। সিরি বির এই দলের সঙ্গেই দুই বছরের গাঁটছড়া বাঁধলেন ইতালির সাবেক মিডফিল্ডার। তাঁর মূল লক্ষ্য থাকবে সাম্পদোরিয়াকে আবারও দেশের শীর্ষ লিগে উত্তরণ করা।
খেলোয়াড়ি জীবনে ইতালির শীর্ষ তিন ক্লাব জুভেন্টাস ও দুই মিলানের হয়ে খেলেছেন পিরলো। ইন্টারে হয়ে কোনো শিরোপা জিততে না পারলেও বাকি দুই ক্লাবের হয়ে বহু শিরোপা জিতেছেন তিনি। সিরি আ চ্যাম্পিয়ন হয়েছেন মোট ছয়বার। এর মধ্যে চারবার জুভেন্টাসের হয়ে আর বাকি দুটি এসি মিলানের হয়ে। লিগ চ্যাম্পিয়নে ‘তুরিনের বুড়িরা’ এগিয়ে থাকলেও চ্যাম্পিয়নস লিগের হিসেবে দুবার শিরোপা জিতেছেন এসি মিলানের হয়ে। আর দেশের হয়ে সর্বোচ্চ সাফল্য বিশ্বকাপ ২০০৬ সালে জিতেছেন।
পেশাদার ফুটবলের বর্ণাঢ্য ২২ বছরের ক্যারিয়ার শেষে জুভেন্টাসের হয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন পিরলো। ২০২০-২১ মৌসুমে ইতালিয়ান কাপ ও সুপার কাপ জিততে অবদান রাখলেও দলকে সিরি আ চ্যাম্পিয়ন করতে না পারায় ছাঁটাই হলেন তিনি। এক বছর বিরতির পর ফাতিহার দায়িত্ব নিয়েছিলেন তিনি। কিন্তু সেখানেও সুবিধা করতে না পারায় গত মে মাসে বরখাস্ত হয়েছিলেন ৪৪ বছর বয়সী কোচ। এবার এক মাসের মধ্যে নতুন দায়িত্ব পেলেন তিনি। সাম্পদোরিয়াকে সিরি আতে উত্তরণ করাতে পারবেন কিনা মৌসুম শেষে বোঝা যাবে।
কোচিং ক্যারিয়ারের শুরুটা একদমই ভালো হয়নি আন্দ্রে পিরলোর। জুভেন্টাসের পর তুরস্কের ক্লাব ফাতিহ কারাগুমরুক থেকেও ছাঁটাই হয়েছেন তিনি। তবে ডাগআউট থেকে খুব বেশি দিন দূরে থাকতে হলো না ইতালিয়ান কিংবদন্তিকে।
নতুন এক চ্যালেঞ্জ নিতে সাম্পদোরিয়ার দায়িত্ব নিয়েছেন পিরলো। দলটি সদ্য শেষ হওয়া মৌসুমে সিরি আ থেকে অবনমিত হয়েছে। সিরি বির এই দলের সঙ্গেই দুই বছরের গাঁটছড়া বাঁধলেন ইতালির সাবেক মিডফিল্ডার। তাঁর মূল লক্ষ্য থাকবে সাম্পদোরিয়াকে আবারও দেশের শীর্ষ লিগে উত্তরণ করা।
খেলোয়াড়ি জীবনে ইতালির শীর্ষ তিন ক্লাব জুভেন্টাস ও দুই মিলানের হয়ে খেলেছেন পিরলো। ইন্টারে হয়ে কোনো শিরোপা জিততে না পারলেও বাকি দুই ক্লাবের হয়ে বহু শিরোপা জিতেছেন তিনি। সিরি আ চ্যাম্পিয়ন হয়েছেন মোট ছয়বার। এর মধ্যে চারবার জুভেন্টাসের হয়ে আর বাকি দুটি এসি মিলানের হয়ে। লিগ চ্যাম্পিয়নে ‘তুরিনের বুড়িরা’ এগিয়ে থাকলেও চ্যাম্পিয়নস লিগের হিসেবে দুবার শিরোপা জিতেছেন এসি মিলানের হয়ে। আর দেশের হয়ে সর্বোচ্চ সাফল্য বিশ্বকাপ ২০০৬ সালে জিতেছেন।
পেশাদার ফুটবলের বর্ণাঢ্য ২২ বছরের ক্যারিয়ার শেষে জুভেন্টাসের হয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন পিরলো। ২০২০-২১ মৌসুমে ইতালিয়ান কাপ ও সুপার কাপ জিততে অবদান রাখলেও দলকে সিরি আ চ্যাম্পিয়ন করতে না পারায় ছাঁটাই হলেন তিনি। এক বছর বিরতির পর ফাতিহার দায়িত্ব নিয়েছিলেন তিনি। কিন্তু সেখানেও সুবিধা করতে না পারায় গত মে মাসে বরখাস্ত হয়েছিলেন ৪৪ বছর বয়সী কোচ। এবার এক মাসের মধ্যে নতুন দায়িত্ব পেলেন তিনি। সাম্পদোরিয়াকে সিরি আতে উত্তরণ করাতে পারবেন কিনা মৌসুম শেষে বোঝা যাবে।
মেঘলা আবহাওয়ার মধ্যে ঝলমলে রোদ্দুর—সিলেটে আজ শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের প্রথম সেশন ছিল এমনই। লাঞ্চ বিরতির আগে কোনো বৃষ্টি হয়নি। তবে প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পরই আবহাওয়ার পূর্বাভাস সত্য করে নেমেছে বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ কাভারে ঢাকা রয়েছে। এই প্রতিবেদন
১৭ মিনিট আগেঘরের মাঠের চেনা কন্ডিশন হলেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে। সিলেটে আজ শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৫০ রান ওঠার আগেই দুই ওপেনারকে হারায় স্বাগতিকেরা।
১ ঘণ্টা আগেবাংলাদেশের ‘দুঃসময়ের বন্ধু’ তকমা জিম্বাবুয়ে পেয়ে গেছে অনেক আগেই। মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ যখন কোনো সুখবর দিতে পারে না, তখন জিম্বাবুয়ের বিপক্ষেই দুঃখ ঘোচানোর সুযোগ পায় বাংলাদেশ। এবার সেই জিম্বাবুয়েই কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশকে।
১ ঘণ্টা আগেবয়স মাত্র ১৪ বছর। এই ১৪ বছর বয়সে আইপিএল অভিষেকে রেকর্ড বই ওলটপালট করলেন বৈভব সূর্যবংশী। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুর্দান্ত এক শুরুর রাতে তাঁর দুচোখ বেয়ে পড়েছে অশ্রু।
২ ঘণ্টা আগে