কোচিং ক্যারিয়ারের শুরুটা একদমই ভালো হয়নি আন্দ্রে পিরলোর। জুভেন্টাসের পর তুরস্কের ক্লাব ফাতিহ কারাগুমরুক থেকেও ছাঁটাই হয়েছেন তিনি। তবে ডাগআউট থেকে খুব বেশি দিন দূরে থাকতে হলো না ইতালিয়ান কিংবদন্তিকে।
নতুন এক চ্যালেঞ্জ নিতে সাম্পদোরিয়ার দায়িত্ব নিয়েছেন পিরলো। দলটি সদ্য শেষ হওয়া মৌসুমে সিরি আ থেকে অবনমিত হয়েছে। সিরি বির এই দলের সঙ্গেই দুই বছরের গাঁটছড়া বাঁধলেন ইতালির সাবেক মিডফিল্ডার। তাঁর মূল লক্ষ্য থাকবে সাম্পদোরিয়াকে আবারও দেশের শীর্ষ লিগে উত্তরণ করা।
খেলোয়াড়ি জীবনে ইতালির শীর্ষ তিন ক্লাব জুভেন্টাস ও দুই মিলানের হয়ে খেলেছেন পিরলো। ইন্টারে হয়ে কোনো শিরোপা জিততে না পারলেও বাকি দুই ক্লাবের হয়ে বহু শিরোপা জিতেছেন তিনি। সিরি আ চ্যাম্পিয়ন হয়েছেন মোট ছয়বার। এর মধ্যে চারবার জুভেন্টাসের হয়ে আর বাকি দুটি এসি মিলানের হয়ে। লিগ চ্যাম্পিয়নে ‘তুরিনের বুড়িরা’ এগিয়ে থাকলেও চ্যাম্পিয়নস লিগের হিসেবে দুবার শিরোপা জিতেছেন এসি মিলানের হয়ে। আর দেশের হয়ে সর্বোচ্চ সাফল্য বিশ্বকাপ ২০০৬ সালে জিতেছেন।
পেশাদার ফুটবলের বর্ণাঢ্য ২২ বছরের ক্যারিয়ার শেষে জুভেন্টাসের হয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন পিরলো। ২০২০-২১ মৌসুমে ইতালিয়ান কাপ ও সুপার কাপ জিততে অবদান রাখলেও দলকে সিরি আ চ্যাম্পিয়ন করতে না পারায় ছাঁটাই হলেন তিনি। এক বছর বিরতির পর ফাতিহার দায়িত্ব নিয়েছিলেন তিনি। কিন্তু সেখানেও সুবিধা করতে না পারায় গত মে মাসে বরখাস্ত হয়েছিলেন ৪৪ বছর বয়সী কোচ। এবার এক মাসের মধ্যে নতুন দায়িত্ব পেলেন তিনি। সাম্পদোরিয়াকে সিরি আতে উত্তরণ করাতে পারবেন কিনা মৌসুম শেষে বোঝা যাবে।
কোচিং ক্যারিয়ারের শুরুটা একদমই ভালো হয়নি আন্দ্রে পিরলোর। জুভেন্টাসের পর তুরস্কের ক্লাব ফাতিহ কারাগুমরুক থেকেও ছাঁটাই হয়েছেন তিনি। তবে ডাগআউট থেকে খুব বেশি দিন দূরে থাকতে হলো না ইতালিয়ান কিংবদন্তিকে।
নতুন এক চ্যালেঞ্জ নিতে সাম্পদোরিয়ার দায়িত্ব নিয়েছেন পিরলো। দলটি সদ্য শেষ হওয়া মৌসুমে সিরি আ থেকে অবনমিত হয়েছে। সিরি বির এই দলের সঙ্গেই দুই বছরের গাঁটছড়া বাঁধলেন ইতালির সাবেক মিডফিল্ডার। তাঁর মূল লক্ষ্য থাকবে সাম্পদোরিয়াকে আবারও দেশের শীর্ষ লিগে উত্তরণ করা।
খেলোয়াড়ি জীবনে ইতালির শীর্ষ তিন ক্লাব জুভেন্টাস ও দুই মিলানের হয়ে খেলেছেন পিরলো। ইন্টারে হয়ে কোনো শিরোপা জিততে না পারলেও বাকি দুই ক্লাবের হয়ে বহু শিরোপা জিতেছেন তিনি। সিরি আ চ্যাম্পিয়ন হয়েছেন মোট ছয়বার। এর মধ্যে চারবার জুভেন্টাসের হয়ে আর বাকি দুটি এসি মিলানের হয়ে। লিগ চ্যাম্পিয়নে ‘তুরিনের বুড়িরা’ এগিয়ে থাকলেও চ্যাম্পিয়নস লিগের হিসেবে দুবার শিরোপা জিতেছেন এসি মিলানের হয়ে। আর দেশের হয়ে সর্বোচ্চ সাফল্য বিশ্বকাপ ২০০৬ সালে জিতেছেন।
পেশাদার ফুটবলের বর্ণাঢ্য ২২ বছরের ক্যারিয়ার শেষে জুভেন্টাসের হয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন পিরলো। ২০২০-২১ মৌসুমে ইতালিয়ান কাপ ও সুপার কাপ জিততে অবদান রাখলেও দলকে সিরি আ চ্যাম্পিয়ন করতে না পারায় ছাঁটাই হলেন তিনি। এক বছর বিরতির পর ফাতিহার দায়িত্ব নিয়েছিলেন তিনি। কিন্তু সেখানেও সুবিধা করতে না পারায় গত মে মাসে বরখাস্ত হয়েছিলেন ৪৪ বছর বয়সী কোচ। এবার এক মাসের মধ্যে নতুন দায়িত্ব পেলেন তিনি। সাম্পদোরিয়াকে সিরি আতে উত্তরণ করাতে পারবেন কিনা মৌসুম শেষে বোঝা যাবে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই আন্দ্রে রাসেল জানিয়েছিলেন, সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ। জ্যামাইকায় বাংলাদেশ সময় আজ সকালে তাঁর বিদায়বেলায় গার্ড অব অনার দেন ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।
৩৪ মিনিট আগেভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। চতুর্থ টেস্টে জিতলেই এক ম্যাচ আগেই সিরিজ জিতবে ইংল্যান্ড। ম্যানচেস্টারে আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ভারত-ইংল্যান্ড সিরিজের চতুর্থ টেস্ট। এদিকে ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ানের ম্যাচও রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে...
১ ঘণ্টা আগেহারানো ছন্দ যেন ফিরে পেয়েছেন মোস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে শুরু। লঙ্কা সফরের দুর্দান্ত পারফরম্যান্সের রেশটা টেনে এনেছেন পাকিস্তানের বিপক্ষে সিরিজেও। তাঁর স্লোয়ার-কাটারে ব্যাটাররা রীতিমতো খেই হারিয়ে ফেলছেন।
১ ঘণ্টা আগেশামীম হোসেন পাটোয়ারী ক্যাচ ধরার পর বাংলাদেশের ক্রিকেটারদের উদযাপন শুরু। অন্যদিকে আহমেদ দানিয়াল হতাশায় ব্যাটটা রাখলেন নিজের হেলমেটের ওপর। সিরিজে সমতায় ফেরার এত কাছাকাছি গিয়েও পারল না পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজ হারের পর পাকিস্তানকে ধুয়ে দিয়েছেন রমিজ রাজা।
২ ঘণ্টা আগে