শিরোপা জয় তো অনেক দূরের ব্যাপার, লা লিগায় এবার পয়েন্ট তালিকার প্রথম দশেও ছিল না ভায়াদোলিদ। তবু দলটির কাছে চ্যালেঞ্জ ছিল আগামী মৌসুমে এই টুর্নামেন্ট খেলার। গতকাল শেষ সুযোগটুকুও হাতছাড়া করেছে রোনালদো নাজারিওর মালিকানাধীন ভায়াদোলিদ। গ্যালারিতে বসে ক্লাবটির অবনমনে যাওয়া দেখলেন ব্রাজিলিয়ান এই কিংবদন্তি।
২০২২-২৩ মৌসুমের লা লিগার চ্যাম্পিয়ন নির্ধারিত হয়ে যায় গত মাসেই। চার বছর পর এবার লা লিগা জিতল বার্সেলোনা। গতকাল মৌসুমের শেষ দিন ছিল কয়েকটি ক্লাবের কাছে অবনমন ঠেকানোর লড়াই। শেষ দিনের ম্যাচের আগে ৩৯,৪০ ও ৪১ পয়েন্ট ছিল ভায়াদোলিদ, আলমেরিয়া ও ভ্যালেন্সিয়ার। এল প্রাতে গতকাল ৩-৩ গোলে ড্র করে এস্পানিওল-আলমেরিয়া। আর ভিল্লামারিনে ভ্যালেন্সিয়া ১-১ গোলে ড্র করে রিয়েল বেতিসের বিপক্ষে। তাতে আলমেরিয়া ও ভ্যালেন্সিয়ার পয়েন্ট দাঁড়ায় ৪১ ও ৪২। শেষ ম্যাচ জিতলেই ১৭ নম্বরে উঠে এসে অবনমন এড়াত ভায়াদোলিদ। তবে গেতাফের সঙ্গে গোলশূন্য ড্র হওয়ায় ১৮ নম্বরে থেকেই মৌসুম শেষ করে রোনালদোর ভায়াদোলিদ। লা লিগার নিয়ম অনুযায়ী ১৮ থেকে ২০ নম্বরে দল চলে যাবে অবনমনে। অবনমনে যাওয়া বাকি দুই দল এস্পানিওল ও এলচে।
পয়েন্ট তালিকার সেরা চারে থেকে শেষ করেছে বার্সেলোনা, দুই মাদ্রিদ ও রিয়াল সোসিয়েদাদ। চ্যাম্পিয়ন দল বার্সার টুর্নামেন্ট শেষ হয়েছে সেলতা ভিগোর কাছে ২-১ গোলে হেরে। আর সান্টিয়াগো বার্নাব্যুতে অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করে রিয়াল মাদ্রিদ। ৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে থেকে মৌসুম শেষ করে কার্লো আনচেলত্তির দল। ভিয়ারিয়ালের সঙ্গে ২-২ গোলে ড্র করে টুর্নামেন্ট শেষ করে আতলেতিকো মাদ্রিদ। আর সেভিয়াকে ২-১ গোলে হারিয়েছে সোসিয়েদাদ। ৭৭ ও ৭৪ পয়েন্টে তিন ও চারে থেকে মৌসুম শেষ করেছে আতলেতিকো মাদ্রিদ ও সোসিয়েদাদ।
শিরোপা জয় তো অনেক দূরের ব্যাপার, লা লিগায় এবার পয়েন্ট তালিকার প্রথম দশেও ছিল না ভায়াদোলিদ। তবু দলটির কাছে চ্যালেঞ্জ ছিল আগামী মৌসুমে এই টুর্নামেন্ট খেলার। গতকাল শেষ সুযোগটুকুও হাতছাড়া করেছে রোনালদো নাজারিওর মালিকানাধীন ভায়াদোলিদ। গ্যালারিতে বসে ক্লাবটির অবনমনে যাওয়া দেখলেন ব্রাজিলিয়ান এই কিংবদন্তি।
২০২২-২৩ মৌসুমের লা লিগার চ্যাম্পিয়ন নির্ধারিত হয়ে যায় গত মাসেই। চার বছর পর এবার লা লিগা জিতল বার্সেলোনা। গতকাল মৌসুমের শেষ দিন ছিল কয়েকটি ক্লাবের কাছে অবনমন ঠেকানোর লড়াই। শেষ দিনের ম্যাচের আগে ৩৯,৪০ ও ৪১ পয়েন্ট ছিল ভায়াদোলিদ, আলমেরিয়া ও ভ্যালেন্সিয়ার। এল প্রাতে গতকাল ৩-৩ গোলে ড্র করে এস্পানিওল-আলমেরিয়া। আর ভিল্লামারিনে ভ্যালেন্সিয়া ১-১ গোলে ড্র করে রিয়েল বেতিসের বিপক্ষে। তাতে আলমেরিয়া ও ভ্যালেন্সিয়ার পয়েন্ট দাঁড়ায় ৪১ ও ৪২। শেষ ম্যাচ জিতলেই ১৭ নম্বরে উঠে এসে অবনমন এড়াত ভায়াদোলিদ। তবে গেতাফের সঙ্গে গোলশূন্য ড্র হওয়ায় ১৮ নম্বরে থেকেই মৌসুম শেষ করে রোনালদোর ভায়াদোলিদ। লা লিগার নিয়ম অনুযায়ী ১৮ থেকে ২০ নম্বরে দল চলে যাবে অবনমনে। অবনমনে যাওয়া বাকি দুই দল এস্পানিওল ও এলচে।
পয়েন্ট তালিকার সেরা চারে থেকে শেষ করেছে বার্সেলোনা, দুই মাদ্রিদ ও রিয়াল সোসিয়েদাদ। চ্যাম্পিয়ন দল বার্সার টুর্নামেন্ট শেষ হয়েছে সেলতা ভিগোর কাছে ২-১ গোলে হেরে। আর সান্টিয়াগো বার্নাব্যুতে অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করে রিয়াল মাদ্রিদ। ৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে থেকে মৌসুম শেষ করে কার্লো আনচেলত্তির দল। ভিয়ারিয়ালের সঙ্গে ২-২ গোলে ড্র করে টুর্নামেন্ট শেষ করে আতলেতিকো মাদ্রিদ। আর সেভিয়াকে ২-১ গোলে হারিয়েছে সোসিয়েদাদ। ৭৭ ও ৭৪ পয়েন্টে তিন ও চারে থেকে মৌসুম শেষ করেছে আতলেতিকো মাদ্রিদ ও সোসিয়েদাদ।
মেঘলা আবহাওয়ার মধ্যে ঝলমলে রোদ্দুর—সিলেটে আজ শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের প্রথম সেশন ছিল এমনই। লাঞ্চ বিরতির আগে কোনো বৃষ্টি হয়নি। তবে প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পরই আবহাওয়ার পূর্বাভাস সত্য করে নেমেছে বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ কাভারে ঢাকা রয়েছে। এই প্রতিবেদন
১৮ মিনিট আগেঘরের মাঠের চেনা কন্ডিশন হলেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে। সিলেটে আজ শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৫০ রান ওঠার আগেই দুই ওপেনারকে হারায় স্বাগতিকেরা।
১ ঘণ্টা আগেবাংলাদেশের ‘দুঃসময়ের বন্ধু’ তকমা জিম্বাবুয়ে পেয়ে গেছে অনেক আগেই। মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ যখন কোনো সুখবর দিতে পারে না, তখন জিম্বাবুয়ের বিপক্ষেই দুঃখ ঘোচানোর সুযোগ পায় বাংলাদেশ। এবার সেই জিম্বাবুয়েই কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশকে।
১ ঘণ্টা আগেবয়স মাত্র ১৪ বছর। এই ১৪ বছর বয়সে আইপিএল অভিষেকে রেকর্ড বই ওলটপালট করলেন বৈভব সূর্যবংশী। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুর্দান্ত এক শুরুর রাতে তাঁর দুচোখ বেয়ে পড়েছে অশ্রু।
২ ঘণ্টা আগে