খেলা শুরুর আগেই চিরপরিচিত ‘রকস্টার’ বেশে পার্ক দে প্রিন্সেসে এসে হাজির রোনালদিনহো। বার্সেলোনা নাকি পিএসজি—কাকে সমর্থন দিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি, সেটি অবশ্য অজানাই থাকল। তবে দুই ক্লাবই যে তাঁর স্মৃতিধন্য! ব্রাজিল থেকে পিএসজিতে এসে বিশ্ববাসীকে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছিলেন ৪৪ বছর বয়সী তারকা, তার পূর্ণ রূপ দেখিয়েছেন বার্সায়।
গ্যালারিতে রোনালদিনহোর উপস্থিতিই যেন পাল্টে দিল রাফিনহাকে। আইডলের সামনে পুরোপুরি মেলে ধরলেন নিজেকে। গত রাতে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পিএসজির বিপক্ষে বার্সার ৩-২ গোলের জয়ে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
প্যারিসে রাফিনহার পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়েছেন পিটার ক্রাউচ। লিভারপুলের হয়ে ২০০৭ সালের চ্যাম্পিয়নস লিগে রানার্সআপ হওয়া সাবেক ইংলিশ তারকা টিএনটি স্পোর্টসে বলেন, ‘আমার মনে হয় রাফিনহা ফার্স্ট ক্লাস।’
ক্রাউচের মুখে রাফিনহার সমতায় ফেরানো দ্বিতীয় গোলটি নিয়েই প্রশংসা বেশি। ৩৭ মিনিটে বার্সাকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান তারকা। ৪৮ মিনিটে সেই গোল শোধ দেন পিএসজির ফরাসি ফরোয়ার্ডার ওসমানে দেম্বেলে। বার্সা ছেড়েই প্যারিসে এসেছেন তিনি এই মৌসুমের শুরুতে। দুই মিনিট পর ভিতিনহার গোলে উল্টো লিড নেয় লুইস এনরিকের দল। ৬২ মিনিটে বদলি নামা পেদ্রির অ্যাসিস্টে বার্সাকে সমতায় ফেরান রাফিনহা। ৭৭ মিনিটে বার্সার জয়সূচক গোলটি করেন আন্দ্রেস ক্রিস্টেনসেন।
সদ্য চোট কাটিয়ে মাঠে ফিরেছেন রাফিনহা। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে ২৭ বছর বয়সী তারকাকে জ্বলে উঠতে দেখে খুশি জাভি হার্নান্দেজ। ম্যাচ শেষে বার্সা কোচ পিএসজির বিপক্ষে ভালো খেলা খেলোয়াড়দের প্রশংসাও করলেন, ‘রাফিনহা ও রবার্ট লেভানডফস্কি ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে। পেদ্রিও প্রচুর সাহায্য করেছে। আমি খুবই খুশি এবং দলকে নিয়ে গর্বিত।’
এই ম্যাচে মাঠে নেমেই রেকর্ড গড়েছেন জাভির দুই তরুণ শিষ্য লামিনে ইয়ামাল (১৬ বছর ২৭২ দিন) ও পউ কুবার্সি (১৭ বছর ৭৯ দিন)। এ দুই স্প্যানিশই এখন চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে খেলা সবচেয়ে কম বয়সী খেলোয়াড়।
আগামী সপ্তাহে (১৬ এপ্রিল) শেষ আটের ফিরতি লেগ খেলতে কাতালোনিয়ায় যাবে পিএসজি। শেষ চারে যেতে হলে জয় ছাড়া বিকল্প নেই তাদের। আর বার্সা ড্র করলেই উঠে যাবে সেমিফাইনালে।
খেলা শুরুর আগেই চিরপরিচিত ‘রকস্টার’ বেশে পার্ক দে প্রিন্সেসে এসে হাজির রোনালদিনহো। বার্সেলোনা নাকি পিএসজি—কাকে সমর্থন দিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি, সেটি অবশ্য অজানাই থাকল। তবে দুই ক্লাবই যে তাঁর স্মৃতিধন্য! ব্রাজিল থেকে পিএসজিতে এসে বিশ্ববাসীকে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছিলেন ৪৪ বছর বয়সী তারকা, তার পূর্ণ রূপ দেখিয়েছেন বার্সায়।
গ্যালারিতে রোনালদিনহোর উপস্থিতিই যেন পাল্টে দিল রাফিনহাকে। আইডলের সামনে পুরোপুরি মেলে ধরলেন নিজেকে। গত রাতে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পিএসজির বিপক্ষে বার্সার ৩-২ গোলের জয়ে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
প্যারিসে রাফিনহার পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়েছেন পিটার ক্রাউচ। লিভারপুলের হয়ে ২০০৭ সালের চ্যাম্পিয়নস লিগে রানার্সআপ হওয়া সাবেক ইংলিশ তারকা টিএনটি স্পোর্টসে বলেন, ‘আমার মনে হয় রাফিনহা ফার্স্ট ক্লাস।’
ক্রাউচের মুখে রাফিনহার সমতায় ফেরানো দ্বিতীয় গোলটি নিয়েই প্রশংসা বেশি। ৩৭ মিনিটে বার্সাকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান তারকা। ৪৮ মিনিটে সেই গোল শোধ দেন পিএসজির ফরাসি ফরোয়ার্ডার ওসমানে দেম্বেলে। বার্সা ছেড়েই প্যারিসে এসেছেন তিনি এই মৌসুমের শুরুতে। দুই মিনিট পর ভিতিনহার গোলে উল্টো লিড নেয় লুইস এনরিকের দল। ৬২ মিনিটে বদলি নামা পেদ্রির অ্যাসিস্টে বার্সাকে সমতায় ফেরান রাফিনহা। ৭৭ মিনিটে বার্সার জয়সূচক গোলটি করেন আন্দ্রেস ক্রিস্টেনসেন।
সদ্য চোট কাটিয়ে মাঠে ফিরেছেন রাফিনহা। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে ২৭ বছর বয়সী তারকাকে জ্বলে উঠতে দেখে খুশি জাভি হার্নান্দেজ। ম্যাচ শেষে বার্সা কোচ পিএসজির বিপক্ষে ভালো খেলা খেলোয়াড়দের প্রশংসাও করলেন, ‘রাফিনহা ও রবার্ট লেভানডফস্কি ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে। পেদ্রিও প্রচুর সাহায্য করেছে। আমি খুবই খুশি এবং দলকে নিয়ে গর্বিত।’
এই ম্যাচে মাঠে নেমেই রেকর্ড গড়েছেন জাভির দুই তরুণ শিষ্য লামিনে ইয়ামাল (১৬ বছর ২৭২ দিন) ও পউ কুবার্সি (১৭ বছর ৭৯ দিন)। এ দুই স্প্যানিশই এখন চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে খেলা সবচেয়ে কম বয়সী খেলোয়াড়।
আগামী সপ্তাহে (১৬ এপ্রিল) শেষ আটের ফিরতি লেগ খেলতে কাতালোনিয়ায় যাবে পিএসজি। শেষ চারে যেতে হলে জয় ছাড়া বিকল্প নেই তাদের। আর বার্সা ড্র করলেই উঠে যাবে সেমিফাইনালে।
খেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
২ ঘণ্টা আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
২ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৯ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
৫ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
৫ ঘণ্টা আগে