টানা দ্বিতীয়বার ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। সব মিলিয়ে ক্যারিয়ারে তৃতীয়বার ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার জেতেন তিনি। ২০২৩ সালের ফিফার বর্ষসেরা একাদশেও জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।
লন্ডনে গত রাতে ফিফা দ্য বেস্ট ২০২৩-এর বর্ষসেরা ফুটবলার হওয়ার লড়াই সমানে সমানে চলেছে মেসি ও হালান্ডের। মেসি, হালান্ড দুজনেই পেয়েছেন সমান ৪৮ পয়েন্ট। তবে ফিফার ১২ নম্বর অনুচ্ছেদ অনুসারে, জাতীয় দলের অধিনায়কদের থেকে ভোট বেশি পাওয়ায় বর্ষসেরা হয়েছেন মেসি। মেসি, হালান্ডের আরেক প্রতিদ্বন্দ্বী এমবাপ্পে পেয়েছেন ৩৫ ভোট। তিন ফুটবলারের কাঁধে ফিফপ্রোর ২০২৩-এর বর্ষসেরা একাদশের আক্রমণভাগের দায়িত্ব। গত বছর সব ধরনের ফুটবল মিলে হালান্ড ও এমবাপ্পে করেছেন ৫২ ও ৫০ গোল। তবে ২০২৩ সালে সর্বোচ্চ ৫৪ গোল করেও ফিফপ্রোর একাদশে জায়গা করে নিতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো।
ফিফপ্রোর ২০২৩-এর বর্ষসেরা একাদশ সাজানো হয়েছে ৩-৩-৪ ফরম্যাশনে। আক্রমণভাগে মেসি, হালান্ড, এমবাপ্পের সঙ্গে থাকছেন ভিনিসিয়ুস জুনিয়র। মাঝমাঠ ও রক্ষণভাগে ম্যানচেস্টার সিটির ফুটবলারদের সংখ্যাই বেশি। কেভিন ডি ব্রুইনা ও বার্নার্দো সিলভা—ম্যান সিটির দুই মিডফিল্ডার আছেন গত বছরের বর্ষসেরা একাদশে। ডি ব্রুইনা, সিলভাদের সঙ্গে মাঝমাঠে থাকছেন বেলিংহাম। বেলিংহাম গত বছর বরুসিয়া ডর্টমুন্ড থেকে এসেছেন রিয়াল মাদ্রিদে। কাইল ওয়াকার, জন স্টোনস, রুবেন দিয়াস—ম্যান সিটির তিন ডিফেন্ডার আছেন গত বছরের বর্ষসেরা একাদশের রক্ষণভাগের দায়িত্বে।
ফিফপ্রোর ২০২৩-এর বর্ষসেরা একাদশ:
গোলরক্ষক: থিবো কোর্তোয়া (বেলজিয়াম/রিয়াল মাদ্রিদ)
রক্ষণভাগ: কাইল ওয়াকার (ইংল্যান্ড/ম্যানচেস্টার সিটি), জন স্টোনস (ইংল্যান্ড/ম্যানচেস্টার সিটি), রুবেন দিয়াস (পর্তুগাল/ম্যানচেস্টার সিটি)
মাঝমাঠ: কেভিন ডি ব্রুইনা (বেলজিয়াম/ম্যানচেস্টার সিটি), বার্নার্দো সিলভা (পর্তুগাল/ম্যানচেস্টার সিটি), জুড বেলিংহাম (ইংল্যান্ড/রিয়াল মাদ্রিদ)
আক্রমণভাগ: লিওনেল মেসি (আর্জেন্টিনা/ইন্টার মায়ামি), আর্লিং হালান্ড (নরওয়ে/ম্যানচেস্টার সিটি), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স/পিএসজি), ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল/রিয়াল মাদ্রিদ)
টানা দ্বিতীয়বার ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। সব মিলিয়ে ক্যারিয়ারে তৃতীয়বার ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার জেতেন তিনি। ২০২৩ সালের ফিফার বর্ষসেরা একাদশেও জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।
লন্ডনে গত রাতে ফিফা দ্য বেস্ট ২০২৩-এর বর্ষসেরা ফুটবলার হওয়ার লড়াই সমানে সমানে চলেছে মেসি ও হালান্ডের। মেসি, হালান্ড দুজনেই পেয়েছেন সমান ৪৮ পয়েন্ট। তবে ফিফার ১২ নম্বর অনুচ্ছেদ অনুসারে, জাতীয় দলের অধিনায়কদের থেকে ভোট বেশি পাওয়ায় বর্ষসেরা হয়েছেন মেসি। মেসি, হালান্ডের আরেক প্রতিদ্বন্দ্বী এমবাপ্পে পেয়েছেন ৩৫ ভোট। তিন ফুটবলারের কাঁধে ফিফপ্রোর ২০২৩-এর বর্ষসেরা একাদশের আক্রমণভাগের দায়িত্ব। গত বছর সব ধরনের ফুটবল মিলে হালান্ড ও এমবাপ্পে করেছেন ৫২ ও ৫০ গোল। তবে ২০২৩ সালে সর্বোচ্চ ৫৪ গোল করেও ফিফপ্রোর একাদশে জায়গা করে নিতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো।
ফিফপ্রোর ২০২৩-এর বর্ষসেরা একাদশ সাজানো হয়েছে ৩-৩-৪ ফরম্যাশনে। আক্রমণভাগে মেসি, হালান্ড, এমবাপ্পের সঙ্গে থাকছেন ভিনিসিয়ুস জুনিয়র। মাঝমাঠ ও রক্ষণভাগে ম্যানচেস্টার সিটির ফুটবলারদের সংখ্যাই বেশি। কেভিন ডি ব্রুইনা ও বার্নার্দো সিলভা—ম্যান সিটির দুই মিডফিল্ডার আছেন গত বছরের বর্ষসেরা একাদশে। ডি ব্রুইনা, সিলভাদের সঙ্গে মাঝমাঠে থাকছেন বেলিংহাম। বেলিংহাম গত বছর বরুসিয়া ডর্টমুন্ড থেকে এসেছেন রিয়াল মাদ্রিদে। কাইল ওয়াকার, জন স্টোনস, রুবেন দিয়াস—ম্যান সিটির তিন ডিফেন্ডার আছেন গত বছরের বর্ষসেরা একাদশের রক্ষণভাগের দায়িত্বে।
ফিফপ্রোর ২০২৩-এর বর্ষসেরা একাদশ:
গোলরক্ষক: থিবো কোর্তোয়া (বেলজিয়াম/রিয়াল মাদ্রিদ)
রক্ষণভাগ: কাইল ওয়াকার (ইংল্যান্ড/ম্যানচেস্টার সিটি), জন স্টোনস (ইংল্যান্ড/ম্যানচেস্টার সিটি), রুবেন দিয়াস (পর্তুগাল/ম্যানচেস্টার সিটি)
মাঝমাঠ: কেভিন ডি ব্রুইনা (বেলজিয়াম/ম্যানচেস্টার সিটি), বার্নার্দো সিলভা (পর্তুগাল/ম্যানচেস্টার সিটি), জুড বেলিংহাম (ইংল্যান্ড/রিয়াল মাদ্রিদ)
আক্রমণভাগ: লিওনেল মেসি (আর্জেন্টিনা/ইন্টার মায়ামি), আর্লিং হালান্ড (নরওয়ে/ম্যানচেস্টার সিটি), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স/পিএসজি), ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল/রিয়াল মাদ্রিদ)
ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
৬ ঘণ্টা আগেকয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
৮ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
৮ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েছেন বেন স্টোকস। নাম লেখালেন বিরল এক ক্লাবেও। স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। স্টোকস সেই ক্লাবে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করেই।
৯ ঘণ্টা আগে