নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নারী এশিয়ান কাপ বাছাইয়ে শুরুটা দারুণ করছে বাংলাদেশ। বাহরাইনের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের প্রথমার্ধ শেষে ৫-০ গোলে এগিয়ে আছে পিটার বাটলারের দল। জোড়া গোল করেছেন তহুরা খাতুন।
মিয়ানমারের থুউনা স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় মিনিটে বাঁ প্রান্ত থেকে ঋতুপর্ণা চাকমার দূরপাল্লার শট তালুবন্দী করেন বাহরাইন গোলরক্ষক খুলুদ সালেহ। নবম মিনিটে ঋতুপর্ণার কর্নার থেকে শামসুন্নাহার জুনিয়রের হেড খুঁজে পায়নি লক্ষ্য। কিন্তু পরের মিনিটেই সুযোগ কাজে লাগান তিনি। মাঝমাঠের কিছুটা নিচ থেকে স্বপ্না রানীর ভাসানো থ্রু বল দৌড়ে গিয়ে নিয়ন্ত্রণে নেন এই ফরোয়ার্ড। তাঁকে আটকানোর জন্য ছিল না কোনো ডিফেন্ডারও। তাই গোলরক্ষককে পরাস্ত করে বল জালে ফেলার কাজটা বেশ সহজে করেন শামসুন্নাহার।
১৫ মিনিটে ব্যবধান দ্বিগুণে কৃতিত্বটা ঋতুপর্ণার। এই গোলেও পেছন থেকে অবদান স্বপ্নার। ডান প্রান্ত থেকে বাঁ প্রান্তে থাকা ঋতুপর্ণার উদ্দেশে বল বাড়ান তিনি। বক্সে ঢুকে বাঁ পায়ের দারুণ এক শটে জাল কাঁপান ঋতুপর্ণা। দুই মিনিট পর ঋতুপর্ণার ক্রসে তহুরা পা ছোঁয়াতে ব্যর্থ না হলে ব্যবধান আরও বাড়তে পারত।
২৪ মিনিটে শামসুন্নাহার সিনিয়রের পাস ধরে এগিয়ে গোলরক্ষককে ফাঁকা পেয়ে যান মনিকা চাকমা। কিন্তু চিপ করতে গিয়ে বল বারের অনেকটা ওপর দিয়ে বাইরে পাঠান এই মিডফিল্ডার। ৩২ মিনিটে আফঈদার ক্রসে তহুরা হেডে গোল করলেও লাইন্সম্যান আগেই অফসাইডের সংকেত দেন।
৩৯ মিনিটে বক্সের বাইরে থেকে মারিয়া মান্দার শট বক্সের কিছুটা ওপর দিয়ে যায়। পরের মিনিটে মারিয়ার বাড়ানো ক্রস বাহরাইনের রাওয়ান আলালি গায়ে প্রতিহত হয়ে চলে যায় কোহাতি কিসকুর কাছের। সামনে এক ডিফেন্ডার থাকলেও দ্রুত শট নিয়ে ব্যবধান ৩-০ করেন কোহাতি।
যোগ করা সময়ে দ্বিতীয় মিনিটে গোলের খাতা খোলেন তহুরা খাতুন। বাহরাইনের দুজন ফুটবলারের কাছ থেকে বল কেড়ে নিতে রীতিমত যুদ্ধ করতে হয় মনিকাকে। শেষ পর্যন্ত সফল হলেও হারিয়ে ফেলেন ভারসাম্য। তবে বল পেয়ে যান তহুরা। বক্সের ভেতর থেকে তাঁর নেওয়া শট বাহরাইন গোলরক্ষক ঠেকানোর চেষ্টা করলেও জালে যাওয়া থেকে আটকাতে পারেননি।
দুই মিনিট পরই দ্বিতীয় গোলের দেখা পান তহুরা। শামসুন্নাহারের বাড়ানো ক্রসে খুব সহজেই গোলরক্ষককে পাশ কাটান এই ফরোয়ার্ড।
বাংলাদেশ একাদশ: রুপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, শামসুন্নাহার জুনিয়র, আফঈদা খন্দকার (অধিনায়ক), কোহাতি কিসকু, মনিকা চাকমা, স্বপ্না রানী, ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, মারিয়া মান্দা।
নারী এশিয়ান কাপ বাছাইয়ে শুরুটা দারুণ করছে বাংলাদেশ। বাহরাইনের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের প্রথমার্ধ শেষে ৫-০ গোলে এগিয়ে আছে পিটার বাটলারের দল। জোড়া গোল করেছেন তহুরা খাতুন।
মিয়ানমারের থুউনা স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় মিনিটে বাঁ প্রান্ত থেকে ঋতুপর্ণা চাকমার দূরপাল্লার শট তালুবন্দী করেন বাহরাইন গোলরক্ষক খুলুদ সালেহ। নবম মিনিটে ঋতুপর্ণার কর্নার থেকে শামসুন্নাহার জুনিয়রের হেড খুঁজে পায়নি লক্ষ্য। কিন্তু পরের মিনিটেই সুযোগ কাজে লাগান তিনি। মাঝমাঠের কিছুটা নিচ থেকে স্বপ্না রানীর ভাসানো থ্রু বল দৌড়ে গিয়ে নিয়ন্ত্রণে নেন এই ফরোয়ার্ড। তাঁকে আটকানোর জন্য ছিল না কোনো ডিফেন্ডারও। তাই গোলরক্ষককে পরাস্ত করে বল জালে ফেলার কাজটা বেশ সহজে করেন শামসুন্নাহার।
১৫ মিনিটে ব্যবধান দ্বিগুণে কৃতিত্বটা ঋতুপর্ণার। এই গোলেও পেছন থেকে অবদান স্বপ্নার। ডান প্রান্ত থেকে বাঁ প্রান্তে থাকা ঋতুপর্ণার উদ্দেশে বল বাড়ান তিনি। বক্সে ঢুকে বাঁ পায়ের দারুণ এক শটে জাল কাঁপান ঋতুপর্ণা। দুই মিনিট পর ঋতুপর্ণার ক্রসে তহুরা পা ছোঁয়াতে ব্যর্থ না হলে ব্যবধান আরও বাড়তে পারত।
২৪ মিনিটে শামসুন্নাহার সিনিয়রের পাস ধরে এগিয়ে গোলরক্ষককে ফাঁকা পেয়ে যান মনিকা চাকমা। কিন্তু চিপ করতে গিয়ে বল বারের অনেকটা ওপর দিয়ে বাইরে পাঠান এই মিডফিল্ডার। ৩২ মিনিটে আফঈদার ক্রসে তহুরা হেডে গোল করলেও লাইন্সম্যান আগেই অফসাইডের সংকেত দেন।
৩৯ মিনিটে বক্সের বাইরে থেকে মারিয়া মান্দার শট বক্সের কিছুটা ওপর দিয়ে যায়। পরের মিনিটে মারিয়ার বাড়ানো ক্রস বাহরাইনের রাওয়ান আলালি গায়ে প্রতিহত হয়ে চলে যায় কোহাতি কিসকুর কাছের। সামনে এক ডিফেন্ডার থাকলেও দ্রুত শট নিয়ে ব্যবধান ৩-০ করেন কোহাতি।
যোগ করা সময়ে দ্বিতীয় মিনিটে গোলের খাতা খোলেন তহুরা খাতুন। বাহরাইনের দুজন ফুটবলারের কাছ থেকে বল কেড়ে নিতে রীতিমত যুদ্ধ করতে হয় মনিকাকে। শেষ পর্যন্ত সফল হলেও হারিয়ে ফেলেন ভারসাম্য। তবে বল পেয়ে যান তহুরা। বক্সের ভেতর থেকে তাঁর নেওয়া শট বাহরাইন গোলরক্ষক ঠেকানোর চেষ্টা করলেও জালে যাওয়া থেকে আটকাতে পারেননি।
দুই মিনিট পরই দ্বিতীয় গোলের দেখা পান তহুরা। শামসুন্নাহারের বাড়ানো ক্রসে খুব সহজেই গোলরক্ষককে পাশ কাটান এই ফরোয়ার্ড।
বাংলাদেশ একাদশ: রুপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, শামসুন্নাহার জুনিয়র, আফঈদা খন্দকার (অধিনায়ক), কোহাতি কিসকু, মনিকা চাকমা, স্বপ্না রানী, ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, মারিয়া মান্দা।
জয়রথ ছুটছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের। মে মাসে শ্রীলঙ্কা সফরে যুব ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতেছিল ৩–২ ব্যবধানে। এবার এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির পর্ব হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছে আজিজুল হাকিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের প্রথম ম্যাচেই ১৩০ রানের বড় জয় তুলে..
৪২ মিনিট আগেকিছুদিন আগেই ক্রিকেট ছেড়েছেন নিকোলাস পুরান। এবার ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল। একের পর এক এভাবে ক্রিকেটারদের জাতীয় দল ছেড়ে যাওয়াকে ভালো চোখে দেখছেন না ব্রায়ান লারা। এর জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকেই (সিডব্লুআই) দুষছেন ক্যারিবিয়ান এই ক্রিকেট কিংবদন্তি।
২ ঘণ্টা আগেঅগোছাল ফুটবলের কারণে শুরুতে অচেনা লাগছিল বাংলাদেশকে। কোচ পিটার বাটলারও তাই একাদশে পরিবর্তন আনতে বাধ্য হন ৩১ মিনিটের মধ্যে। জড়তা কাটিয়ে মেয়েরাও খুঁজে পান ছন্দ। ভুটানকে ৩-০ গোলে হারিয়ে অক্ষত রাখেন টুর্নামেন্টে অপরাজিত থাকার ধারা।
৩ ঘণ্টা আগেম্যাচের শুরু থেকে অপেক্ষা বাংলাদেশ গোল কখন দেবে। কারণ আগের তিন ম্যাচেই প্রথমার্ধে গোলের দেখা পেয়ে যায় পিটার বাটলারের দল। তাও শুরুর দিকে। গোলের দেখা মিলেছে আজও। সেজন্য অপেক্ষা করতে হয় ৩৩ মিনিট। সেই এক গোলে এগিয়ে ভুটানের বিপক্ষে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
৪ ঘণ্টা আগে