ম্যাচের তখন যোগ করা সময়ের খেলা চলছে। কিন্ত অ্যানফিল্ডে লিভারপুল সমর্থকদের চোখ মাঠে নিজেদের দলের দিকে নয়, তাকিয়ে আছে মোবাইলের স্ক্রিনের দিকে। কারণ ইতিহাদে ম্যানচেস্টার সিটি গোল খেলেই লিভারপুলের শিরোপা জয়ের রাস্তা পরিষ্কার। শেষ পর্যন্ত তা অবশ্য হলো না। উলভসের বিপক্ষে ৩-১ গোলে জিতেও শিরোপা জেতা হলো না মোহামেদ সালাহদের। ইতিহাদে ততোক্ষণে সিটির শিরোপা উৎসব শুরু হয়ে গেছে।
ম্যাচের আগে লিগ শিরোপা জয়ের পাল্লা সিটির দিকেই হেলে ছিল। কারণ সমীকরণ নিজেদের পক্ষে ছিল, জিতলেই শিরোপা নিশ্চিত। অন্যদিকে শিরোপা জিততে লিভারপুলের শুধু জিতলেই হতো না পয়েন্ট হারতে হতো সিটিকে। এমন সমীকরণের ম্যাচে ৭৬ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল সিটি।
লিভারপুল-উলভস ম্যাচও তখন ১-১ গোলের সমতা। এরপরেই পাশার দান উল্টে দেয় সিটি। ৫ মিনিটের ব্যবধানে দুই গোল শোধ করে এক গোলের লিড নেয় গার্দিওলার দল। শুরুটা সুপার সাব একাই গুন্দুওয়ানের গোল দিয়ে। দুই মিনিট পরেই সিটিকে সমতায় ফেরান রদ্রি। এর ঠিক তিন মিনিট পরে সিটিজেনদের এগিয়ে দিয়ে লিভারপুল সমর্থকদের হতাশায় ডুবান গুন্দুয়ান।
সিটি এগিয়ে গেলে তেতে উঠে মানে, সালাহরাও। ৮৪ থেকে ৮৯ মিনিটের মধ্যে তারাও ৩-১ গোলে এগিয়ে যায়। ক্লপের দল যখন জয়ের দাড়প্রান্তে ইতিহাদে তখন সিটিজেন সমর্থকেরা শিরোপা জয়ের ক্ষণ গুনছিল। শেষ পর্যন্ত লিড ধরে রেখে তারায় শেষ হাসি হাসল। এই জয়ে লিগ শিরোপা ধরে রাখল ফোডেন-মাহরেজরা।
ম্যাচের তখন যোগ করা সময়ের খেলা চলছে। কিন্ত অ্যানফিল্ডে লিভারপুল সমর্থকদের চোখ মাঠে নিজেদের দলের দিকে নয়, তাকিয়ে আছে মোবাইলের স্ক্রিনের দিকে। কারণ ইতিহাদে ম্যানচেস্টার সিটি গোল খেলেই লিভারপুলের শিরোপা জয়ের রাস্তা পরিষ্কার। শেষ পর্যন্ত তা অবশ্য হলো না। উলভসের বিপক্ষে ৩-১ গোলে জিতেও শিরোপা জেতা হলো না মোহামেদ সালাহদের। ইতিহাদে ততোক্ষণে সিটির শিরোপা উৎসব শুরু হয়ে গেছে।
ম্যাচের আগে লিগ শিরোপা জয়ের পাল্লা সিটির দিকেই হেলে ছিল। কারণ সমীকরণ নিজেদের পক্ষে ছিল, জিতলেই শিরোপা নিশ্চিত। অন্যদিকে শিরোপা জিততে লিভারপুলের শুধু জিতলেই হতো না পয়েন্ট হারতে হতো সিটিকে। এমন সমীকরণের ম্যাচে ৭৬ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল সিটি।
লিভারপুল-উলভস ম্যাচও তখন ১-১ গোলের সমতা। এরপরেই পাশার দান উল্টে দেয় সিটি। ৫ মিনিটের ব্যবধানে দুই গোল শোধ করে এক গোলের লিড নেয় গার্দিওলার দল। শুরুটা সুপার সাব একাই গুন্দুওয়ানের গোল দিয়ে। দুই মিনিট পরেই সিটিকে সমতায় ফেরান রদ্রি। এর ঠিক তিন মিনিট পরে সিটিজেনদের এগিয়ে দিয়ে লিভারপুল সমর্থকদের হতাশায় ডুবান গুন্দুয়ান।
সিটি এগিয়ে গেলে তেতে উঠে মানে, সালাহরাও। ৮৪ থেকে ৮৯ মিনিটের মধ্যে তারাও ৩-১ গোলে এগিয়ে যায়। ক্লপের দল যখন জয়ের দাড়প্রান্তে ইতিহাদে তখন সিটিজেন সমর্থকেরা শিরোপা জয়ের ক্ষণ গুনছিল। শেষ পর্যন্ত লিড ধরে রেখে তারায় শেষ হাসি হাসল। এই জয়ে লিগ শিরোপা ধরে রাখল ফোডেন-মাহরেজরা।
ক্রিকেটে জিম্বাবুয়ে পার করছে দুঃসময়। কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশ হলে তারাও যেন হালে পানি পায়। সিলেট টেস্টে প্রথম দুই দিনই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে লিড নেয় তারা ৮২ রানের। দ্বিতীয় দিন শেষে ৫৭ রানে ১ উইকেট বাংলাদেশের।
২ মিনিট আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে। যদিও এখনো পিছিয়ে আছে ২৫ রানে। ৮২ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ১৩ রানে কাটা পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। তবে দিন শেষে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে অপরাজিত ৪৪ রানের জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।
১ ঘণ্টা আগেটেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
২ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
৩ ঘণ্টা আগে