Ajker Patrika

দেশের মানুষকে শিরোপা উৎসর্গ করলেন মেয়েরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আবারও নারী সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি: বাফুফে
আবারও নারী সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি: বাফুফে

কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় আজ বাংলাদেশ নেমেছিল শিরোপা ধরে রাখার অভিযানে। নেপালের জন্য সেটা ছিল ‘প্রতিশোধের’ মিশন। রঙ্গশালায় শেষ হাসি হেসেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। নারী সাফের দ্বিতীয় শিরোপা বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উৎসর্গ করতে চায় বাংলাদেশ।

এবার বাংলাদেশ নারী সাফের শিরোপা জিতেছে নেপালকে ২-১ গোলে হারিয়ে। রঙ্গশালার দর্শকেরা ‘নেপাল, নেপাল’ স্লোগান, নেপালের পতাকা নিয়ে গ্যালারিতে এলেও শেষ পর্যন্ত তাদের মুখ গোমড়া করেই মাঠ ছাড়তে হয়েছে। ম্যাচ শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভিডিও বার্তায় চ্যাম্পিয়ন বাংলাদেশের ফরোয়ার্ড মারিয়া মান্দা বলেন, ‘খুব ভালো লাগছে। দুই গোলে জিতে আমরা অনেক উদযাপন করেছি। ওরা অনেক শক্তিশালী দল ছিল। আমরা আমাদের লক্ষ্য নিয়ে খেলতে নেমেছি। এক গোল খেয়েও আমরা আমাদের মনোবল হারাইনি। গোল দিয়ে জেতার চেষ্টা করেছি। এই ট্রফি দেশের মানুষকে উৎসর্গ করতে চাই।’

সাবিনার নেতৃত্বেই ২০২২ সালে প্রথমবারের মতো নারী সাফ জিতেছিল বাংলাদেশ। এবারও বাঘিনীদের শিরোপা এসেছে তাঁর অধিনায়কত্বেই। টানা দুই বার শিরোপা জয়ের অনুভূতি জানাতে গিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘অনেক ভালো লাগছে। দেশের মানুষের মান রাখতে পেরেছি , এটাই সবচেয়ে বড় ব্যাপার। দেশের মানুষকে উৎসর্গ করতে চাই। তাদের দোয়া ছাড়া সম্ভব হতো না। দেশের মানুষ অনেক আশায় ছিল এই ট্রফিটার জন্য। কেউ যেন বলতে না পারে প্রথম শিরোপা দৈবক্রমে এসেছিল। মেয়েরা যে ভালো ফুটবল খেলতে পারে সেটা তারা প্রমাণ করে দিয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

নিহত ১১, আহত ৫০, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

এক টন কয়লাও ইসরায়েলে যাবে না, নির্দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত