হঠাৎই খেই হারিয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ চার ম্যাচের দুটিতেই হেরেছে আলবিসেলেস্তেরা। যেখানে সবশেষ হারটি এসেছে গতকাল আসুনসিওনের দেলচাকো স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে। হারের পর আর্জেন্টিনার দুশ্চিন্তাও বেড়েছে।
প্যারাগুয়ের কাছে হারের এক সপ্তাহ না যেতেই আবারও মাঠে নামতে হচ্ছে আর্জেন্টিনাকে। বুধবার বাংলাদেশ সময় সকাল ৬টায় লা বম্বনেরায় শুরু হবে বিশ্বকাপ বাছাইপর্বের আর্জেন্টিনা-পেরু ম্যাচ। পেরুর বিপক্ষে ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস তাগলিয়াফিকো-এই দুই আর্জেন্টাইন ফুটবলারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তের গত রাতের এক প্রতিবেদনে জানা গেছে, তাঁদের দুজনের স্ক্যান করতে হবে। রোমেরোর ব্যথা ডান পায়ে। আর তাগলিয়াফিকো এক মাস ধরে ঘাড়ের ব্যথায় ভুগছেন।
দেলচাকো স্টেডিয়ামে গতকাল বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত প্যারাগুয়ের বিপক্ষে রোমেরো, তাগলিয়াফিকো দুজনেই শুরুর একাদশে ছিলেন। তাগলিয়াফিকো পুরো ৯০ মিনিট খেলেছেন। রোমেরো খেলতে পেরেছেন ৪৬ মিনিট। ম্যাচে ১১ মিনিটে লাওতারো মার্তিনেজের গোলে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে প্যারাগুয়ে। ১৯ ও ৪৭ মিনিটে প্যারাগুয়ের গোল দুটি করেছেন আন্তোনিও সানাব্রিও এবং ওমর আলদেরেতে। ম্যাচে রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ লিওনেল মেসিকে আঙুল উঁচিয়ে কথা বলতে দেখা গেছে।
প্যারাগুয়ের কাছে ২-১ গোলে হারের পরও বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ১১ ম্যাচে ২২ পয়েন্ট এখন আলবিসেলেস্তেদের। দুইয়ে থাকা কলম্বিয়ার পয়েন্ট ১৯। তারা খেলেছে ১০ ম্যাচ। ব্রাজিল ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে। মাতুরিন স্টেডিয়ামে পরশু মধ্যরাতে ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। ৪, ৫ ও ৬ নম্বরে থাকা উরুগুয়ে, ইকুয়েডর, প্যারাগুয়ে তিন দলেরই পয়েন্ট ১৬। যার মধ্যে উরুগুয়ে খেলেছে ১০ ম্যাচ। ১১টি করে ম্যাচ খেলেছে ইকুয়েডর ও প্যারাগুয়ে।
আরও পড়ুন:
ব্রাজিলের পর আর্জেন্টিনার বিপক্ষেও প্যারাগুয়ের চমক
হঠাৎই খেই হারিয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ চার ম্যাচের দুটিতেই হেরেছে আলবিসেলেস্তেরা। যেখানে সবশেষ হারটি এসেছে গতকাল আসুনসিওনের দেলচাকো স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে। হারের পর আর্জেন্টিনার দুশ্চিন্তাও বেড়েছে।
প্যারাগুয়ের কাছে হারের এক সপ্তাহ না যেতেই আবারও মাঠে নামতে হচ্ছে আর্জেন্টিনাকে। বুধবার বাংলাদেশ সময় সকাল ৬টায় লা বম্বনেরায় শুরু হবে বিশ্বকাপ বাছাইপর্বের আর্জেন্টিনা-পেরু ম্যাচ। পেরুর বিপক্ষে ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস তাগলিয়াফিকো-এই দুই আর্জেন্টাইন ফুটবলারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তের গত রাতের এক প্রতিবেদনে জানা গেছে, তাঁদের দুজনের স্ক্যান করতে হবে। রোমেরোর ব্যথা ডান পায়ে। আর তাগলিয়াফিকো এক মাস ধরে ঘাড়ের ব্যথায় ভুগছেন।
দেলচাকো স্টেডিয়ামে গতকাল বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত প্যারাগুয়ের বিপক্ষে রোমেরো, তাগলিয়াফিকো দুজনেই শুরুর একাদশে ছিলেন। তাগলিয়াফিকো পুরো ৯০ মিনিট খেলেছেন। রোমেরো খেলতে পেরেছেন ৪৬ মিনিট। ম্যাচে ১১ মিনিটে লাওতারো মার্তিনেজের গোলে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে প্যারাগুয়ে। ১৯ ও ৪৭ মিনিটে প্যারাগুয়ের গোল দুটি করেছেন আন্তোনিও সানাব্রিও এবং ওমর আলদেরেতে। ম্যাচে রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ লিওনেল মেসিকে আঙুল উঁচিয়ে কথা বলতে দেখা গেছে।
প্যারাগুয়ের কাছে ২-১ গোলে হারের পরও বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ১১ ম্যাচে ২২ পয়েন্ট এখন আলবিসেলেস্তেদের। দুইয়ে থাকা কলম্বিয়ার পয়েন্ট ১৯। তারা খেলেছে ১০ ম্যাচ। ব্রাজিল ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে। মাতুরিন স্টেডিয়ামে পরশু মধ্যরাতে ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। ৪, ৫ ও ৬ নম্বরে থাকা উরুগুয়ে, ইকুয়েডর, প্যারাগুয়ে তিন দলেরই পয়েন্ট ১৬। যার মধ্যে উরুগুয়ে খেলেছে ১০ ম্যাচ। ১১টি করে ম্যাচ খেলেছে ইকুয়েডর ও প্যারাগুয়ে।
আরও পড়ুন:
ব্রাজিলের পর আর্জেন্টিনার বিপক্ষেও প্যারাগুয়ের চমক
অধিনায়ক হিসেবে গত ২১০ দিনে পাঁচটি আন্তর্জাতিক সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। এর মধ্যে শুধু শেষ দুই মাসেই চারটি সিরিজ খেলেছে বাংলাদেশ। জয় এসেছে দুটি সিরিজে। এখন আপাতত কিছুটা বিশ্রামের সুযোগ পাচ্ছেন লিটনরা।
৮ ঘণ্টা আগেএশিয়ান ক্রিকেটকে এক করেছে ঢাকা—এশিয়ান ক্রিকেট খেলুড়ে দেশগুলোর শীর্ষ কর্তাদের ছবি আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এমন এক ক্যাপশন দিয়ে পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ দেখতে যেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এশিয়ান ক্রিকেটের শীর্ষ কর্তাদের মিলনমেলা বসেছে।
১০ ঘণ্টা আগে৪১ রানে নেই ৭ উইকেট। মিরপুরে ৯ বছর আগের সেই লজ্জার রেকর্ড চোখরাঙানি দিচ্ছিল বাংলাদেশকে। ২০১৬ সালে ইডেন গার্ডনে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই সংস্করণে নিজেদের সর্বনিম্ন ৭০ রানে অলআউট হওয়ার রেকর্ড গড়েছিল। তবে আজ পাকিস্তানের বিপক্ষে নিজেদের মাঠে ব্যাটিং আরও ভয়ংকর খারাপ ছিল, ৪১ রানে ৭ উইকেট হারায়...
১১ ঘণ্টা আগেসাত বছর আগে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। আজ তিনি খেলছেন ১২তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ২০১৮ সালে অভিষেক হওয়ার পর মাঝে পাঁচ বছর দলেই সুযোগ পাননি সাহিবজাদা ফারহান। তবে নিজের কৌশল, ধারাবাহিকতা আর শটের রেঞ্জ ও বৈচিত্র্যে বাড়িয়ে ২০২৪ সালে আবারও সাহিবজাদা ফেরেন পাকিস্তান দলে। তবে গত বছর তেমন ভালো
১১ ঘণ্টা আগে