Ajker Patrika

টিকা নিতে ‘ভয়’ পাচ্ছিলেন এনরিকে

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

ঢাকা: ইউরোতে ১৪ জুন সুইডেনের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে স্পেন। মাঠে নামার আগে হাতে আছে দুই দিন। এ সময়েই খেলোয়াড়দের করোনা টিকা নিতে চাপ দিচ্ছিল স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়। টিকা নিলে খেলোয়াড়দের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাওয়ার আশঙ্কায় গড়িমসি করছিলেন স্পেন কোচ লুইসি এনরিকে। পরে অবশ্য টিকা নিয়েছে স্পেন দল।

বুধবার রাতের মধ্যেই স্পেন দলের ফুটবলারদের টিকা নেওয়ার কথা বলেছিলেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ক্যারোলিনা দারিয়াস। সেনাবাহিনীর তত্ত্বাবধানে স্পেনের অলিম্পিক দলও সেদিন টিকা নিয়েছিল। তবে বুধবার পেরিয়ে বৃহস্পতিবার রাত পর্যন্ত খেলোয়াড়েরা টিকা নেননি। টিকা না নেওয়ার কারণ জানতে চাইলে সংবাদমাধ্যমকে এনরিকে বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে তাদের আলোচনা চলছে।

স্পেন কোচ এনরিকে সেদিন বলেছিলেন, ‘ফেডারেশন প্রেসিডেন্ট লুইস রুবিয়ালাস বলেছিলেন, জাতীয় দলের খেলোয়াড়দের ইউরো শুরুর দুই মাস আগে টিকা দেওয়া হবে। দুর্ভাগ্যজনকভাবে সেটা হয়নি। আমরা মেনে নিয়েছিলাম। কেউ অভিযোগ তোলেনি। হঠাৎ করেই এখন টিকা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে টিকা যে নেবই তার কোনো নিশ্চয়তা নেই। যদি রুবিয়ালাস ও চিকিৎসকেরা বলেন যে আমাদের টিকা নিতেই হবে তাহলে আমরা সবাই রাজি।’

টিকা নিলে পরের দুই-তিন দিন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। এনরিকের ভয়, এখন টিকা নিলে সুইডেনের বিপক্ষে প্রথম ম্যাচে তার প্রভাব দেখা যেতে পারে। বিপদ অবশ্য এতেই শেষ নয়। স্পেন যদি কোয়ার্টার ফাইনালে পৌঁছায় তখন চলে আসবে দ্বিতীয় ডোজের তারিখ। টিকা নেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া হবে কিনা সে বিষয়ে শতভাগ নিশ্চিত হতে চান এনরিকে। স্পেন কোচ বলেছেন, ‘আমাদের নিশ্চিত হতে হবে যে টিকা নিলে কোনো সমস্যা হবে কিনা। যদি টিকা নিতেই হয় তবে খুব দ্রুত। পার্শ্বপ্রতিক্রিয়াসহ নানা জটিলতা আছে। যদি কোনো খেলোয়াড় টিকা নেওয়ার পর অসুস্থতা বোধ করে, সেটা হবে দুঃখজনক।’

এনরিকের অনুরোধে দ্রুতই সাড়া দিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। আজ সকালে ফুটবলারদের টিকা দিয়েছেন স্প্যানিশ সেনাবাহিনীর চিকিৎসকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত