ক্রীড়া ডেস্ক
হামজা দেওয়ান চৌধুরী পা রাখতেই শুরু হয় বাংলাদেশ ফুটবলের অন্যরকম এক উন্মাদনা। বাংলাদেশের হয়ে প্রথমবার ম্যাচ খেলে ভক্ত-সমর্থকদের করেছেন মুগ্ধ। ভারত ম্যাচজুড়ে আলো কেড়েছেন লেস্টার সিটির এই তারকা। মুগ্ধ করা হামজা এরই মধ্যে ফিরেছেন ইংল্যান্ডে। কিন্তু তাঁকে নিয়ে আলোচনা চলছেই।
হামজা বাংলাদেশ দলে যোগ দেওয়ার পরই বাজারমূল্যে দাম বেড়ে গেছে বাংলাদেশ ফুটবল দলের। কুয়েত, উত্তর কোরিয়া ও ভারতের চেয়েও বাংলাদেশ ফুটবল দলের মূল্য বেশি। ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী, বাংলাদেশ ফুটবল দলের বাজারমূল্য এখন ৭৭ লাখ ৮০ হাজার ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ২০ কোটি টাকা।
ফুটবল খেলে মার্কেট ভ্যালুর এ তালিকায় বাংলাদেশ আছে ১২২ নম্বরে। ভারত আছে ১৩৪ নম্বরে। ভারতের ফুটবল দলের বাজারমূল্য ৫১ লাখ ৫০ হাজার ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৭৫ কোটি টাকা। যদিও ফিফার র্যাঙ্কিংয়ে ভারত ১২৬তম, বাংলাদেশ ১৮৫তম। বাংলাদেশের চেয়ে ৫০ ধাপের বেশি এগিয়ে তারা।
মূলত হামজা যোগ দেওয়ার পর বাজারমূল্যে ভারতকে ছাড়িয়ে যায় বাংলাদেশ। শুধু হামজার বাজারমূল্যই ৪৫ লাখ ইউরো। এই মিডফিল্ডারের দামই ভারতের পুরো দলের প্রায় কাছাকাছি।
জাতীয় ফুটবল দলের মধ্যে সবচেয়ে বাজারমূল্য বেশি ইংল্যান্ডের। তাদের ছেলেদের ফুটবল দলের বাজারমূল্য ১.২৬ বিলিয়ন ইউরো। শীর্ষ তিন দলই ইউরোপের। দুই নম্বরে থাকা ফ্রান্সের বাজারমূল্য ১.২০ বিলিয়ন ইউরো। ১.১৬ বিলিয়ন ইউরো স্পেন ফুটবল দলের বাজারমূল্য। ব্রাজিল আছে ৫ ও ৭ নম্বরে আছে আর্জেন্টিনা।
হামজা দেওয়ান চৌধুরী পা রাখতেই শুরু হয় বাংলাদেশ ফুটবলের অন্যরকম এক উন্মাদনা। বাংলাদেশের হয়ে প্রথমবার ম্যাচ খেলে ভক্ত-সমর্থকদের করেছেন মুগ্ধ। ভারত ম্যাচজুড়ে আলো কেড়েছেন লেস্টার সিটির এই তারকা। মুগ্ধ করা হামজা এরই মধ্যে ফিরেছেন ইংল্যান্ডে। কিন্তু তাঁকে নিয়ে আলোচনা চলছেই।
হামজা বাংলাদেশ দলে যোগ দেওয়ার পরই বাজারমূল্যে দাম বেড়ে গেছে বাংলাদেশ ফুটবল দলের। কুয়েত, উত্তর কোরিয়া ও ভারতের চেয়েও বাংলাদেশ ফুটবল দলের মূল্য বেশি। ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী, বাংলাদেশ ফুটবল দলের বাজারমূল্য এখন ৭৭ লাখ ৮০ হাজার ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ২০ কোটি টাকা।
ফুটবল খেলে মার্কেট ভ্যালুর এ তালিকায় বাংলাদেশ আছে ১২২ নম্বরে। ভারত আছে ১৩৪ নম্বরে। ভারতের ফুটবল দলের বাজারমূল্য ৫১ লাখ ৫০ হাজার ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৭৫ কোটি টাকা। যদিও ফিফার র্যাঙ্কিংয়ে ভারত ১২৬তম, বাংলাদেশ ১৮৫তম। বাংলাদেশের চেয়ে ৫০ ধাপের বেশি এগিয়ে তারা।
মূলত হামজা যোগ দেওয়ার পর বাজারমূল্যে ভারতকে ছাড়িয়ে যায় বাংলাদেশ। শুধু হামজার বাজারমূল্যই ৪৫ লাখ ইউরো। এই মিডফিল্ডারের দামই ভারতের পুরো দলের প্রায় কাছাকাছি।
জাতীয় ফুটবল দলের মধ্যে সবচেয়ে বাজারমূল্য বেশি ইংল্যান্ডের। তাদের ছেলেদের ফুটবল দলের বাজারমূল্য ১.২৬ বিলিয়ন ইউরো। শীর্ষ তিন দলই ইউরোপের। দুই নম্বরে থাকা ফ্রান্সের বাজারমূল্য ১.২০ বিলিয়ন ইউরো। ১.১৬ বিলিয়ন ইউরো স্পেন ফুটবল দলের বাজারমূল্য। ব্রাজিল আছে ৫ ও ৭ নম্বরে আছে আর্জেন্টিনা।
দারুণ এক মৌসুম পার করছেন লামিন ইয়ামাল। নিজের পারফরম্যান্সের সঙ্গে দলকেও এনে দিচ্ছেন সাফল্য। রাতে তাঁর চোখ ধাঁধানো গোল ও অ্যাসিস্টে কাতালান ডার্বিতে স্টেডিয়ামে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে লা লিগার ২৮ তম শিরোপা ঘরে তুলল বার্সেলোনা। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ১৭ গোল করার
৭ মিনিট আগেরুদ্ধশ্বাস প্রথম দুই ওয়ানডেতে একটি করে জয় পেয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। আজ সিরিজের শেষ ওয়ানডেতে অলিখিত ফাইনালে মাঠে নামছে দল দুটি। ফুটবলেও আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে চেলসি-অ্যাস্টন ভিলার মতো দলগুলো।
১ ঘণ্টা আগেখেলা হবে ৯০ মিনিট। অতিরিক্ত সময়টুকু আমলে নিলে প্রায় ১০০ মিনিটই বলা যায়। তবে বাফুফে প্রস্তুতি নিচ্ছে আটঘাট বেঁধে। শুধু একটি ম্যাচকে ঘিরে দেশের ফুটবলে এমন আয়োজনের পরিকল্পনা শেষ কবে দেখা গেছে, তা বলা মুশকিল।
১ ঘণ্টা আগেজিতলেই শিরোপা জয়ের উদ্যাপন করার সুযোগ, এস্পানিওলের বিপক্ষে মাঠে নামার আগেই সমীকরণটা বুঝে নিয়েছে বার্সেলোনা। কিন্তু প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবলই খেলেছে কাতালানরা। পায়নি কোনো গোলও। শিরোপার অপেক্ষা কি তাহলে বাড়ছে? সমর্থকদের মনে যখন মলিন ছায়া—তখনই ইয়ামালের চোখ ধাঁধানো গোল।
১ ঘণ্টা আগে