ক্রীড়া ডেস্ক
হামজা দেওয়ান চৌধুরী পা রাখতেই শুরু হয় বাংলাদেশ ফুটবলের অন্যরকম এক উন্মাদনা। বাংলাদেশের হয়ে প্রথমবার ম্যাচ খেলে ভক্ত-সমর্থকদের করেছেন মুগ্ধ। ভারত ম্যাচজুড়ে আলো কেড়েছেন লেস্টার সিটির এই তারকা। মুগ্ধ করা হামজা এরই মধ্যে ফিরেছেন ইংল্যান্ডে। কিন্তু তাঁকে নিয়ে আলোচনা চলছেই।
হামজা বাংলাদেশ দলে যোগ দেওয়ার পরই বাজারমূল্যে দাম বেড়ে গেছে বাংলাদেশ ফুটবল দলের। কুয়েত, উত্তর কোরিয়া ও ভারতের চেয়েও বাংলাদেশ ফুটবল দলের মূল্য বেশি। ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী, বাংলাদেশ ফুটবল দলের বাজারমূল্য এখন ৭৭ লাখ ৮০ হাজার ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ২০ কোটি টাকা।
ফুটবল খেলে মার্কেট ভ্যালুর এ তালিকায় বাংলাদেশ আছে ১২২ নম্বরে। ভারত আছে ১৩৪ নম্বরে। ভারতের ফুটবল দলের বাজারমূল্য ৫১ লাখ ৫০ হাজার ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৭৫ কোটি টাকা। যদিও ফিফার র্যাঙ্কিংয়ে ভারত ১২৬তম, বাংলাদেশ ১৮৫তম। বাংলাদেশের চেয়ে ৫০ ধাপের বেশি এগিয়ে তারা।
মূলত হামজা যোগ দেওয়ার পর বাজারমূল্যে ভারতকে ছাড়িয়ে যায় বাংলাদেশ। শুধু হামজার বাজারমূল্যই ৪৫ লাখ ইউরো। এই মিডফিল্ডারের দামই ভারতের পুরো দলের প্রায় কাছাকাছি।
জাতীয় ফুটবল দলের মধ্যে সবচেয়ে বাজারমূল্য বেশি ইংল্যান্ডের। তাদের ছেলেদের ফুটবল দলের বাজারমূল্য ১.২৬ বিলিয়ন ইউরো। শীর্ষ তিন দলই ইউরোপের। দুই নম্বরে থাকা ফ্রান্সের বাজারমূল্য ১.২০ বিলিয়ন ইউরো। ১.১৬ বিলিয়ন ইউরো স্পেন ফুটবল দলের বাজারমূল্য। ব্রাজিল আছে ৫ ও ৭ নম্বরে আছে আর্জেন্টিনা।
হামজা দেওয়ান চৌধুরী পা রাখতেই শুরু হয় বাংলাদেশ ফুটবলের অন্যরকম এক উন্মাদনা। বাংলাদেশের হয়ে প্রথমবার ম্যাচ খেলে ভক্ত-সমর্থকদের করেছেন মুগ্ধ। ভারত ম্যাচজুড়ে আলো কেড়েছেন লেস্টার সিটির এই তারকা। মুগ্ধ করা হামজা এরই মধ্যে ফিরেছেন ইংল্যান্ডে। কিন্তু তাঁকে নিয়ে আলোচনা চলছেই।
হামজা বাংলাদেশ দলে যোগ দেওয়ার পরই বাজারমূল্যে দাম বেড়ে গেছে বাংলাদেশ ফুটবল দলের। কুয়েত, উত্তর কোরিয়া ও ভারতের চেয়েও বাংলাদেশ ফুটবল দলের মূল্য বেশি। ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী, বাংলাদেশ ফুটবল দলের বাজারমূল্য এখন ৭৭ লাখ ৮০ হাজার ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ২০ কোটি টাকা।
ফুটবল খেলে মার্কেট ভ্যালুর এ তালিকায় বাংলাদেশ আছে ১২২ নম্বরে। ভারত আছে ১৩৪ নম্বরে। ভারতের ফুটবল দলের বাজারমূল্য ৫১ লাখ ৫০ হাজার ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৭৫ কোটি টাকা। যদিও ফিফার র্যাঙ্কিংয়ে ভারত ১২৬তম, বাংলাদেশ ১৮৫তম। বাংলাদেশের চেয়ে ৫০ ধাপের বেশি এগিয়ে তারা।
মূলত হামজা যোগ দেওয়ার পর বাজারমূল্যে ভারতকে ছাড়িয়ে যায় বাংলাদেশ। শুধু হামজার বাজারমূল্যই ৪৫ লাখ ইউরো। এই মিডফিল্ডারের দামই ভারতের পুরো দলের প্রায় কাছাকাছি।
জাতীয় ফুটবল দলের মধ্যে সবচেয়ে বাজারমূল্য বেশি ইংল্যান্ডের। তাদের ছেলেদের ফুটবল দলের বাজারমূল্য ১.২৬ বিলিয়ন ইউরো। শীর্ষ তিন দলই ইউরোপের। দুই নম্বরে থাকা ফ্রান্সের বাজারমূল্য ১.২০ বিলিয়ন ইউরো। ১.১৬ বিলিয়ন ইউরো স্পেন ফুটবল দলের বাজারমূল্য। ব্রাজিল আছে ৫ ও ৭ নম্বরে আছে আর্জেন্টিনা।
ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে আজ। ঈদের সকালে পায়জামা-পাঞ্জাবি পরিহিত ব্যক্তিরা একে অপরের সঙ্গে আলিঙ্গন করছেন। একে অপরকে বলছেন, ‘ঈদ মোবারক’।
১০ মিনিট আগেনিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের তিন ওয়ানডে সিরিজে পাকিস্তান পিছিয়ে ১-০ ব্যবধানে। হ্যামিল্টনের সেডন পার্কে পরশু হতে যাওয়া দ্বিতীয় ওয়ানডে তাই পাকিস্তানের জন্য ‘বাঁচা-মরা’র ম্যাচ। এই ম্যাচের আগে পাকিস্তান খেল ধাক্কা।
১ ঘণ্টা আগেস্বীকৃতি টি-টোয়েন্টিতে আজকের আগে একবারও ৫ উইকেট নিতে পারেননি মিচেল স্টার্ক। এই অপূর্ণতা অস্ট্রেলীয় পেসার ঘোচালেন আজ আইপিএলে। ৩৫ রান দিয়ে নিলেন ৫ উইকেট। আর তাতে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে স্টার্কের দল দিল্লি ক্যাপিটাল জিতেছে ৭ উইকেটে।
১৫ ঘণ্টা আগেনেপিয়ারে অসাধ্য সাধন করেছে নিউজিল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে প্রথম ১৫ ওভারে ৩ উইকেট খুইয়ে ফেলা নিউজিল্যান্ডের রান যেখানে ছিল মাত্র ৫৮, সেখানে তারা ৫০ ওভার শেষে তোলে ৯ উইকেটে ৩৪৪! যার জবাব দিতে এসে ভালো শুরু করলেও ২২ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ৪৪.১ ওভারে ২৭১ রানে অলআউট।
১৫ ঘণ্টা আগে