মাঠে সেই আগের মতোই আক্রমণাত্মক লুইস সুয়ারেস। কখনো দেখা গেল ক্ষোভ ঝাড়তে। আর বিচক্ষণ-বুদ্ধিমত্তার লিওনেল মেসি তো আছেনই। সঙ্গে মাঝমাঠে সের্হিও বুসকেতস ও রক্ষণে জর্দি আলবা—এই চারজনকে দেখে যে কারও হয়তো মনে হতে পারে বার্সেলোনার ম্যাচ চলছে। বছর কয়েক আগেও ক্যাম্প ন্যুয়ে এমন দৃশ্য ছিল খুবই পরিচিত।
তবে এদিক-ওদিক ঘুরে এই চার বন্ধু আবারও একত্রিত হয়েছেন। যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামিতে। সেই মায়ামি এখন মধ্যপ্রাচ্য সফরে। প্রথম প্রীতি ম্যাচে গতকাল সৌদি আরবের রিয়াদে মেসি-সুয়ারেসরা মাঠে নেমেছিলেন সৌদি প্রো লিগের আরেক ক্লাব আল হিলালের বিপক্ষে। যে ম্যাচে খেলেন মেসির সাবেক বার্সা ও পিএসজি সতীর্থ নেইমার। তবে চোটের কারণে লম্বা সময় ধরে মাঠের বাইরে থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ছিলেন না এই ম্যাচেও।
প্রীতি হলেও সেই ম্যাচে ছড়াল রোমাঞ্চ। শেষ পর্যন্ত ৭ গোলের ম্যাচটিতে ৪-৩ গোলে হারল মায়ামি। রিয়াদের কিংডম অ্যারেনায় প্রথমার্ধেই ব্যবধানটা ৩-১ করে নেয় আল হিলাল। ১০ মিনিটে আলেক্সান্দর মিত্রোভিচের গোলে লিড নেয় তারা। ৩ মিনিট পর ব্যবধানটা বাড়ান আবদুল্লাহ আল-হামদান। ৩৪ মিনিটে ব্যবধানটা কমান সুয়ারেস। রেফারি ভিএআর দেখে গোল দেন মায়ামিকে।
তবে প্রথমার্ধ শেষ হওয়ার এক মিনিট আগে আবারও গোল হজম করে বসেন মেসিরা। এবার আল হিলালের ব্যবধানটা বাড়ান মাইকেল। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে সেই ২ গোল শোধ দেয় মায়ামি। ৫২ মিনিটে ভিএআর দেখে তাদের পেনাল্টি উপহার দেন রেফারি। দুই মিনিট পর স্পটকিকে জাল খুঁজে নেন মেসি। পরের মিনিটে আবারও গোল উদ্যাপনে মেতে ওঠে জেরার্ডো মার্টিনোর দল। মেসির পাস থেকে দলকে সমতায় ফেরান ডেভিড রুইজ। তবে সেই হাসি মায়ামির মিইয়ে যায় শেষ মুহূর্তে। ৮৮ মিনিটে আল হিলালকে জয়সূচক গোল এনে দেন ম্যালকম। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে গত ১১ ম্যাচে জয় নেই মায়ামির, যার মধ্যে হেরেছে ৭ ম্যাচ।
মাঠে সেই আগের মতোই আক্রমণাত্মক লুইস সুয়ারেস। কখনো দেখা গেল ক্ষোভ ঝাড়তে। আর বিচক্ষণ-বুদ্ধিমত্তার লিওনেল মেসি তো আছেনই। সঙ্গে মাঝমাঠে সের্হিও বুসকেতস ও রক্ষণে জর্দি আলবা—এই চারজনকে দেখে যে কারও হয়তো মনে হতে পারে বার্সেলোনার ম্যাচ চলছে। বছর কয়েক আগেও ক্যাম্প ন্যুয়ে এমন দৃশ্য ছিল খুবই পরিচিত।
তবে এদিক-ওদিক ঘুরে এই চার বন্ধু আবারও একত্রিত হয়েছেন। যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামিতে। সেই মায়ামি এখন মধ্যপ্রাচ্য সফরে। প্রথম প্রীতি ম্যাচে গতকাল সৌদি আরবের রিয়াদে মেসি-সুয়ারেসরা মাঠে নেমেছিলেন সৌদি প্রো লিগের আরেক ক্লাব আল হিলালের বিপক্ষে। যে ম্যাচে খেলেন মেসির সাবেক বার্সা ও পিএসজি সতীর্থ নেইমার। তবে চোটের কারণে লম্বা সময় ধরে মাঠের বাইরে থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ছিলেন না এই ম্যাচেও।
প্রীতি হলেও সেই ম্যাচে ছড়াল রোমাঞ্চ। শেষ পর্যন্ত ৭ গোলের ম্যাচটিতে ৪-৩ গোলে হারল মায়ামি। রিয়াদের কিংডম অ্যারেনায় প্রথমার্ধেই ব্যবধানটা ৩-১ করে নেয় আল হিলাল। ১০ মিনিটে আলেক্সান্দর মিত্রোভিচের গোলে লিড নেয় তারা। ৩ মিনিট পর ব্যবধানটা বাড়ান আবদুল্লাহ আল-হামদান। ৩৪ মিনিটে ব্যবধানটা কমান সুয়ারেস। রেফারি ভিএআর দেখে গোল দেন মায়ামিকে।
তবে প্রথমার্ধ শেষ হওয়ার এক মিনিট আগে আবারও গোল হজম করে বসেন মেসিরা। এবার আল হিলালের ব্যবধানটা বাড়ান মাইকেল। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে সেই ২ গোল শোধ দেয় মায়ামি। ৫২ মিনিটে ভিএআর দেখে তাদের পেনাল্টি উপহার দেন রেফারি। দুই মিনিট পর স্পটকিকে জাল খুঁজে নেন মেসি। পরের মিনিটে আবারও গোল উদ্যাপনে মেতে ওঠে জেরার্ডো মার্টিনোর দল। মেসির পাস থেকে দলকে সমতায় ফেরান ডেভিড রুইজ। তবে সেই হাসি মায়ামির মিইয়ে যায় শেষ মুহূর্তে। ৮৮ মিনিটে আল হিলালকে জয়সূচক গোল এনে দেন ম্যালকম। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে গত ১১ ম্যাচে জয় নেই মায়ামির, যার মধ্যে হেরেছে ৭ ম্যাচ।
মেঘলা আবহাওয়ার মধ্যে ঝলমলে রোদ্দুর—সিলেটে আজ শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের প্রথম সেশন ছিল এমনই। লাঞ্চ বিরতির আগে কোনো বৃষ্টি হয়নি। তবে প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পরই আবহাওয়ার পূর্বাভাস সত্য করে নেমেছে বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ কাভারে ঢাকা রয়েছে। এই প্রতিবেদন
১৮ মিনিট আগেঘরের মাঠের চেনা কন্ডিশন হলেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে। সিলেটে আজ শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৫০ রান ওঠার আগেই দুই ওপেনারকে হারায় স্বাগতিকেরা।
১ ঘণ্টা আগেবাংলাদেশের ‘দুঃসময়ের বন্ধু’ তকমা জিম্বাবুয়ে পেয়ে গেছে অনেক আগেই। মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ যখন কোনো সুখবর দিতে পারে না, তখন জিম্বাবুয়ের বিপক্ষেই দুঃখ ঘোচানোর সুযোগ পায় বাংলাদেশ। এবার সেই জিম্বাবুয়েই কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশকে।
১ ঘণ্টা আগেবয়স মাত্র ১৪ বছর। এই ১৪ বছর বয়সে আইপিএল অভিষেকে রেকর্ড বই ওলটপালট করলেন বৈভব সূর্যবংশী। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুর্দান্ত এক শুরুর রাতে তাঁর দুচোখ বেয়ে পড়েছে অশ্রু।
২ ঘণ্টা আগে