মাঠে সেই আগের মতোই আক্রমণাত্মক লুইস সুয়ারেস। কখনো দেখা গেল ক্ষোভ ঝাড়তে। আর বিচক্ষণ-বুদ্ধিমত্তার লিওনেল মেসি তো আছেনই। সঙ্গে মাঝমাঠে সের্হিও বুসকেতস ও রক্ষণে জর্দি আলবা—এই চারজনকে দেখে যে কারও হয়তো মনে হতে পারে বার্সেলোনার ম্যাচ চলছে। বছর কয়েক আগেও ক্যাম্প ন্যুয়ে এমন দৃশ্য ছিল খুবই পরিচিত।
তবে এদিক-ওদিক ঘুরে এই চার বন্ধু আবারও একত্রিত হয়েছেন। যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামিতে। সেই মায়ামি এখন মধ্যপ্রাচ্য সফরে। প্রথম প্রীতি ম্যাচে গতকাল সৌদি আরবের রিয়াদে মেসি-সুয়ারেসরা মাঠে নেমেছিলেন সৌদি প্রো লিগের আরেক ক্লাব আল হিলালের বিপক্ষে। যে ম্যাচে খেলেন মেসির সাবেক বার্সা ও পিএসজি সতীর্থ নেইমার। তবে চোটের কারণে লম্বা সময় ধরে মাঠের বাইরে থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ছিলেন না এই ম্যাচেও।
প্রীতি হলেও সেই ম্যাচে ছড়াল রোমাঞ্চ। শেষ পর্যন্ত ৭ গোলের ম্যাচটিতে ৪-৩ গোলে হারল মায়ামি। রিয়াদের কিংডম অ্যারেনায় প্রথমার্ধেই ব্যবধানটা ৩-১ করে নেয় আল হিলাল। ১০ মিনিটে আলেক্সান্দর মিত্রোভিচের গোলে লিড নেয় তারা। ৩ মিনিট পর ব্যবধানটা বাড়ান আবদুল্লাহ আল-হামদান। ৩৪ মিনিটে ব্যবধানটা কমান সুয়ারেস। রেফারি ভিএআর দেখে গোল দেন মায়ামিকে।
তবে প্রথমার্ধ শেষ হওয়ার এক মিনিট আগে আবারও গোল হজম করে বসেন মেসিরা। এবার আল হিলালের ব্যবধানটা বাড়ান মাইকেল। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে সেই ২ গোল শোধ দেয় মায়ামি। ৫২ মিনিটে ভিএআর দেখে তাদের পেনাল্টি উপহার দেন রেফারি। দুই মিনিট পর স্পটকিকে জাল খুঁজে নেন মেসি। পরের মিনিটে আবারও গোল উদ্যাপনে মেতে ওঠে জেরার্ডো মার্টিনোর দল। মেসির পাস থেকে দলকে সমতায় ফেরান ডেভিড রুইজ। তবে সেই হাসি মায়ামির মিইয়ে যায় শেষ মুহূর্তে। ৮৮ মিনিটে আল হিলালকে জয়সূচক গোল এনে দেন ম্যালকম। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে গত ১১ ম্যাচে জয় নেই মায়ামির, যার মধ্যে হেরেছে ৭ ম্যাচ।
মাঠে সেই আগের মতোই আক্রমণাত্মক লুইস সুয়ারেস। কখনো দেখা গেল ক্ষোভ ঝাড়তে। আর বিচক্ষণ-বুদ্ধিমত্তার লিওনেল মেসি তো আছেনই। সঙ্গে মাঝমাঠে সের্হিও বুসকেতস ও রক্ষণে জর্দি আলবা—এই চারজনকে দেখে যে কারও হয়তো মনে হতে পারে বার্সেলোনার ম্যাচ চলছে। বছর কয়েক আগেও ক্যাম্প ন্যুয়ে এমন দৃশ্য ছিল খুবই পরিচিত।
তবে এদিক-ওদিক ঘুরে এই চার বন্ধু আবারও একত্রিত হয়েছেন। যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামিতে। সেই মায়ামি এখন মধ্যপ্রাচ্য সফরে। প্রথম প্রীতি ম্যাচে গতকাল সৌদি আরবের রিয়াদে মেসি-সুয়ারেসরা মাঠে নেমেছিলেন সৌদি প্রো লিগের আরেক ক্লাব আল হিলালের বিপক্ষে। যে ম্যাচে খেলেন মেসির সাবেক বার্সা ও পিএসজি সতীর্থ নেইমার। তবে চোটের কারণে লম্বা সময় ধরে মাঠের বাইরে থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ছিলেন না এই ম্যাচেও।
প্রীতি হলেও সেই ম্যাচে ছড়াল রোমাঞ্চ। শেষ পর্যন্ত ৭ গোলের ম্যাচটিতে ৪-৩ গোলে হারল মায়ামি। রিয়াদের কিংডম অ্যারেনায় প্রথমার্ধেই ব্যবধানটা ৩-১ করে নেয় আল হিলাল। ১০ মিনিটে আলেক্সান্দর মিত্রোভিচের গোলে লিড নেয় তারা। ৩ মিনিট পর ব্যবধানটা বাড়ান আবদুল্লাহ আল-হামদান। ৩৪ মিনিটে ব্যবধানটা কমান সুয়ারেস। রেফারি ভিএআর দেখে গোল দেন মায়ামিকে।
তবে প্রথমার্ধ শেষ হওয়ার এক মিনিট আগে আবারও গোল হজম করে বসেন মেসিরা। এবার আল হিলালের ব্যবধানটা বাড়ান মাইকেল। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে সেই ২ গোল শোধ দেয় মায়ামি। ৫২ মিনিটে ভিএআর দেখে তাদের পেনাল্টি উপহার দেন রেফারি। দুই মিনিট পর স্পটকিকে জাল খুঁজে নেন মেসি। পরের মিনিটে আবারও গোল উদ্যাপনে মেতে ওঠে জেরার্ডো মার্টিনোর দল। মেসির পাস থেকে দলকে সমতায় ফেরান ডেভিড রুইজ। তবে সেই হাসি মায়ামির মিইয়ে যায় শেষ মুহূর্তে। ৮৮ মিনিটে আল হিলালকে জয়সূচক গোল এনে দেন ম্যালকম। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে গত ১১ ম্যাচে জয় নেই মায়ামির, যার মধ্যে হেরেছে ৭ ম্যাচ।
সংযুক্ত আরব আমিরাতে গত রাতে শুরু হয়েছে ১৭তম এশিয়া কাপ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট খেলতে বাংলাদেশসহ ৮ দল এখন মরুর দেশে। সে সময় বিশ্বের আরেক শহর জোহানেসবার্গ থেকে সুখবর দিলেন তাইজুল ইসলাম। প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার লিগে দল পেলেন তিনি।
১৯ মিনিট আগেভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের পর লিওনেল মেসিকে বিশ্রাম দেওয়া হয়েছিল। আর্জেন্টিনাকে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচ তাই খেলতে হয়েছে মেসিকে ছাড়াই। আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডকে ছাড়া ম্যাচটি তাদের জন্য হয়েছে ভুলে যাওয়ার মতোই।
৪২ মিনিট আগেবড় বড় দলের বিপক্ষে টি-টোয়েন্টি সংস্করণে এখন হরহামেশা জেতে আফগানিস্তান। এই তো কদিন আগে আরব আমিরাতে শেষ হওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকেও হারিয়েছেন রশিদ-নবিরা। সে হিসেবে হংকং তাঁদের কাছে ছোট এক প্রতিপক্ষই। ‘ছোট’ এই প্রতিপক্ষকে এশিয়া কাপের প্রথম ম্যাচে ৯৪ রানে...
১০ ঘণ্টা আগেগণবিক্ষোভে নেপাল এখন উত্তাল। টানা দুই দিনের দুর্নীতিবিরোধী সহিংস প্রাণঘাতী বিক্ষোভের পর নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করেছেন। নির্ধারিত সূচি অনুযায়ী, নেপালে দুটি প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ ফুটবল দলের ঢাকায় ফেরার কথা ছিল কাল। প্রথম ম্যাচ খেললেও রাজনৈতিক অস্থিরতায় বাতিল করতে হয় দ্বিতীয়
১২ ঘণ্টা আগে