নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে
২০১৮ সালে সিলেটে বঙ্গবন্ধু গোল্ড কাপে লাওসের বিপক্ষে ম্যাচ জেতানো এক গোল করেছিলেন বিপলু আহমেদ। ম্যাচের পর সিলেট জেলা স্টেডিয়ামের পাশে বিপলুদের বাড়িতে সেদিন নেমেছিল স্থানীয় মানুষের ঢল। ঘরের ছেলের পায়ে আরেকটি ম্যাচ জেতানো মুহূর্ত দেখার জন্য যখন অধীর অপেক্ষা সিলেটবাসীর তখনই জানা গেল মঙ্গোলিয়ার বিপক্ষে একাদশে বিপলুকে খেলাচ্ছেন না বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা।
মালদ্বীপের বিপক্ষে ২-০ গোলে হারের ম্যাচে বাংলাদেশকে ৪-৪-২ ফরমেশনে খেলিয়েছিলেন কাবরেরা। আজ মঙ্গোলিয়ার বিপক্ষে সেই ফরমেশন থেকে সরে এসে ৪-১-৪-১ ফরমেশন বেছে নিয়েছেন বাংলাদেশ কোচ। আর তাতেই কপাল পুড়েছে বিপলুর।
প্রথাগত অ্যাটাকিং মিডফিল্ডার বিপলুকে বসিয়ে ডিফেন্সিভ মিডফিল্ডে আতিকুর রহমান ফাহাদকে খেলাচ্ছেন কাবরেরা। শুধু বিপলুই নন, সাইডে বেঞ্চে বসতে হচ্ছে সিলেটেরই আরেক ফুটবলার মাসুক মিয়া জনিকে। পরিবর্তন আছে আরেকটি। ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের পরিবর্তে খেলবেন রিমন হোসেন।
বিপলুর একাদশে না থাকাটা প্রভাব পড়েছে তাদের সুবিদ বাজারের বাড়িতেও। ঘরোয়া-আন্তর্জাতিক যেকোনো ম্যাচে বিপলুদের বাড়িটা পরিণত হয় উৎসবের বাড়িতে। সেই ঘরে নেই আজ কোনো উৎসব। একাদশে না থাকলেও সাইড বেঞ্চে থাকবেন বিপলু। বদলি নেমে ম্যাচের ফল বদলে দেওয়ার সুযোগ থাকছে বিপলু-জনিদের সামনে। হয়তো তখনই মুখে হাসি ফুটতে পারে সিলেটবাসীদের মুখে।
বাংলাদেশ একাদশ:
জামাল ভূঁইয়া (অধিনায়ক), আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), টুটুল হোসেন বাদশা, ইয়াসিন আরাফাত, সুমন রেজা, রাকিব হোসেন, আতিকুর রহমান ফাহাদ, তারিক কাজী, মো. ইব্রাহিম, সোহেল রানা ও রিমন হোসেন
২০১৮ সালে সিলেটে বঙ্গবন্ধু গোল্ড কাপে লাওসের বিপক্ষে ম্যাচ জেতানো এক গোল করেছিলেন বিপলু আহমেদ। ম্যাচের পর সিলেট জেলা স্টেডিয়ামের পাশে বিপলুদের বাড়িতে সেদিন নেমেছিল স্থানীয় মানুষের ঢল। ঘরের ছেলের পায়ে আরেকটি ম্যাচ জেতানো মুহূর্ত দেখার জন্য যখন অধীর অপেক্ষা সিলেটবাসীর তখনই জানা গেল মঙ্গোলিয়ার বিপক্ষে একাদশে বিপলুকে খেলাচ্ছেন না বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা।
মালদ্বীপের বিপক্ষে ২-০ গোলে হারের ম্যাচে বাংলাদেশকে ৪-৪-২ ফরমেশনে খেলিয়েছিলেন কাবরেরা। আজ মঙ্গোলিয়ার বিপক্ষে সেই ফরমেশন থেকে সরে এসে ৪-১-৪-১ ফরমেশন বেছে নিয়েছেন বাংলাদেশ কোচ। আর তাতেই কপাল পুড়েছে বিপলুর।
প্রথাগত অ্যাটাকিং মিডফিল্ডার বিপলুকে বসিয়ে ডিফেন্সিভ মিডফিল্ডে আতিকুর রহমান ফাহাদকে খেলাচ্ছেন কাবরেরা। শুধু বিপলুই নন, সাইডে বেঞ্চে বসতে হচ্ছে সিলেটেরই আরেক ফুটবলার মাসুক মিয়া জনিকে। পরিবর্তন আছে আরেকটি। ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের পরিবর্তে খেলবেন রিমন হোসেন।
বিপলুর একাদশে না থাকাটা প্রভাব পড়েছে তাদের সুবিদ বাজারের বাড়িতেও। ঘরোয়া-আন্তর্জাতিক যেকোনো ম্যাচে বিপলুদের বাড়িটা পরিণত হয় উৎসবের বাড়িতে। সেই ঘরে নেই আজ কোনো উৎসব। একাদশে না থাকলেও সাইড বেঞ্চে থাকবেন বিপলু। বদলি নেমে ম্যাচের ফল বদলে দেওয়ার সুযোগ থাকছে বিপলু-জনিদের সামনে। হয়তো তখনই মুখে হাসি ফুটতে পারে সিলেটবাসীদের মুখে।
বাংলাদেশ একাদশ:
জামাল ভূঁইয়া (অধিনায়ক), আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), টুটুল হোসেন বাদশা, ইয়াসিন আরাফাত, সুমন রেজা, রাকিব হোসেন, আতিকুর রহমান ফাহাদ, তারিক কাজী, মো. ইব্রাহিম, সোহেল রানা ও রিমন হোসেন
টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ফেবারিট হিসেবেই তারা খেলতে নামছে এবারের এশিয়া কাপে। ভারত বাদে টুর্নামেন্টে খেলছে আরও ৭ দল। কিন্তু কোনো দলকেই ভারতের সমকক্ষ হিসেবে মনে করছেন না রবিচন্দ্রন অশ্বিন। এমনকি বাংলাদেশও ভারতের সামনে দাঁড়াতে পারবে কি না, তা নিয়ে সন্দিহান তিনি।
২২ মিনিট আগেএশিয়া কাপ খেলতে বাংলাদেশ জাতীয় দল এখন আবুধাবিতে। একই সময়ে দেশে প্রায় দেড় শ ক্রিকেটার আসন্ন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি–টোয়েন্টির জন্য ঘাম ঝরাচ্ছেন স্থানীয় কোচদের তত্ত্বাবধানে। দেশের ক্রিকেটে ব্যস্ততার এই সময়েও আলোচনায় বিসিবির এলিট কোচদের জন্য বিশেষজ্ঞ ব্যাটিং কোচেস এডুকেটরদের বিশেষ সেশন।
৩১ মিনিট আগেলিটন দাস, তানজিদ হাসান তামিম, মোস্তাফিজুর রহমানরা এশিয়া কাপ খেলতে এখন সংযুক্ত আরব আমিরাতে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে লিটনের নেতৃত্বাধীন বাংলাদেশ মাঠে নামবে আগামীকাল। হংকংয়ের বিপক্ষে নামার আগে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে সুখবর পেলেন মোস্তাফিজ।
১ ঘণ্টা আগেআজ কি ঢাকায় ফিরতে পারবে বাংলাদেশ ফুটবল দল? সেই সম্ভাবনা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। চলমান অস্থিরতার জেরে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এর আগে অবশ্য স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে খোলার কথা বলেছিল। এমন অনিশ্চয়তার মধ্যে হোটেলেই সময় কাটছে জামাল
২ ঘণ্টা আগে