নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে
২০১৮ সালে সিলেটে বঙ্গবন্ধু গোল্ড কাপে লাওসের বিপক্ষে ম্যাচ জেতানো এক গোল করেছিলেন বিপলু আহমেদ। ম্যাচের পর সিলেট জেলা স্টেডিয়ামের পাশে বিপলুদের বাড়িতে সেদিন নেমেছিল স্থানীয় মানুষের ঢল। ঘরের ছেলের পায়ে আরেকটি ম্যাচ জেতানো মুহূর্ত দেখার জন্য যখন অধীর অপেক্ষা সিলেটবাসীর তখনই জানা গেল মঙ্গোলিয়ার বিপক্ষে একাদশে বিপলুকে খেলাচ্ছেন না বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা।
মালদ্বীপের বিপক্ষে ২-০ গোলে হারের ম্যাচে বাংলাদেশকে ৪-৪-২ ফরমেশনে খেলিয়েছিলেন কাবরেরা। আজ মঙ্গোলিয়ার বিপক্ষে সেই ফরমেশন থেকে সরে এসে ৪-১-৪-১ ফরমেশন বেছে নিয়েছেন বাংলাদেশ কোচ। আর তাতেই কপাল পুড়েছে বিপলুর।
প্রথাগত অ্যাটাকিং মিডফিল্ডার বিপলুকে বসিয়ে ডিফেন্সিভ মিডফিল্ডে আতিকুর রহমান ফাহাদকে খেলাচ্ছেন কাবরেরা। শুধু বিপলুই নন, সাইডে বেঞ্চে বসতে হচ্ছে সিলেটেরই আরেক ফুটবলার মাসুক মিয়া জনিকে। পরিবর্তন আছে আরেকটি। ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের পরিবর্তে খেলবেন রিমন হোসেন।
বিপলুর একাদশে না থাকাটা প্রভাব পড়েছে তাদের সুবিদ বাজারের বাড়িতেও। ঘরোয়া-আন্তর্জাতিক যেকোনো ম্যাচে বিপলুদের বাড়িটা পরিণত হয় উৎসবের বাড়িতে। সেই ঘরে নেই আজ কোনো উৎসব। একাদশে না থাকলেও সাইড বেঞ্চে থাকবেন বিপলু। বদলি নেমে ম্যাচের ফল বদলে দেওয়ার সুযোগ থাকছে বিপলু-জনিদের সামনে। হয়তো তখনই মুখে হাসি ফুটতে পারে সিলেটবাসীদের মুখে।
বাংলাদেশ একাদশ:
জামাল ভূঁইয়া (অধিনায়ক), আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), টুটুল হোসেন বাদশা, ইয়াসিন আরাফাত, সুমন রেজা, রাকিব হোসেন, আতিকুর রহমান ফাহাদ, তারিক কাজী, মো. ইব্রাহিম, সোহেল রানা ও রিমন হোসেন
২০১৮ সালে সিলেটে বঙ্গবন্ধু গোল্ড কাপে লাওসের বিপক্ষে ম্যাচ জেতানো এক গোল করেছিলেন বিপলু আহমেদ। ম্যাচের পর সিলেট জেলা স্টেডিয়ামের পাশে বিপলুদের বাড়িতে সেদিন নেমেছিল স্থানীয় মানুষের ঢল। ঘরের ছেলের পায়ে আরেকটি ম্যাচ জেতানো মুহূর্ত দেখার জন্য যখন অধীর অপেক্ষা সিলেটবাসীর তখনই জানা গেল মঙ্গোলিয়ার বিপক্ষে একাদশে বিপলুকে খেলাচ্ছেন না বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা।
মালদ্বীপের বিপক্ষে ২-০ গোলে হারের ম্যাচে বাংলাদেশকে ৪-৪-২ ফরমেশনে খেলিয়েছিলেন কাবরেরা। আজ মঙ্গোলিয়ার বিপক্ষে সেই ফরমেশন থেকে সরে এসে ৪-১-৪-১ ফরমেশন বেছে নিয়েছেন বাংলাদেশ কোচ। আর তাতেই কপাল পুড়েছে বিপলুর।
প্রথাগত অ্যাটাকিং মিডফিল্ডার বিপলুকে বসিয়ে ডিফেন্সিভ মিডফিল্ডে আতিকুর রহমান ফাহাদকে খেলাচ্ছেন কাবরেরা। শুধু বিপলুই নন, সাইডে বেঞ্চে বসতে হচ্ছে সিলেটেরই আরেক ফুটবলার মাসুক মিয়া জনিকে। পরিবর্তন আছে আরেকটি। ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের পরিবর্তে খেলবেন রিমন হোসেন।
বিপলুর একাদশে না থাকাটা প্রভাব পড়েছে তাদের সুবিদ বাজারের বাড়িতেও। ঘরোয়া-আন্তর্জাতিক যেকোনো ম্যাচে বিপলুদের বাড়িটা পরিণত হয় উৎসবের বাড়িতে। সেই ঘরে নেই আজ কোনো উৎসব। একাদশে না থাকলেও সাইড বেঞ্চে থাকবেন বিপলু। বদলি নেমে ম্যাচের ফল বদলে দেওয়ার সুযোগ থাকছে বিপলু-জনিদের সামনে। হয়তো তখনই মুখে হাসি ফুটতে পারে সিলেটবাসীদের মুখে।
বাংলাদেশ একাদশ:
জামাল ভূঁইয়া (অধিনায়ক), আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), টুটুল হোসেন বাদশা, ইয়াসিন আরাফাত, সুমন রেজা, রাকিব হোসেন, আতিকুর রহমান ফাহাদ, তারিক কাজী, মো. ইব্রাহিম, সোহেল রানা ও রিমন হোসেন
ভারতের চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দলেই ছিলেন না বরুণ চক্রবর্তী। উদ্বোধনী ব্যাটার যশস্বী জয়সয়ালকে বাদ দিয়ে নাটকীয়ভাবেই মূল দলে জায়গা হয়েছিল এ লেগ স্পিনারের। এর আগে মাত্র একটি ওয়ানডে খেলা বরুণকে হঠাৎ বড় টুর্নামেন্টের দলে রাখায় সমালোচনাও হয়েছিল ব্যাপক।
১০ ঘণ্টা আগেদুই দল সেমিফাইনাল নিশ্চিত করেছে আগেই। তবে লড়াইটা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ২৫০ রানের লক্ষ্য দিয়েছে ভারত। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান করেছে তারা।
১৩ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলবদলে ১৭০ ক্রিকেটার নতুন দল পেলেও টপ অর্ডার ব্যাটার লিটন দাসকে নিয়ে ছিল অনিশ্চয়তা। অবশেষে সেই জটিলতা কাটল। তামিম ইকবালের মালিকানাধীন গুলশান ক্রিকেট ক্লাব নিয়েছে লিটনকে।
১৫ ঘণ্টা আগেহাইব্রিড মডেলে হওয়া চ্যাম্পিয়নস ট্রফির শেষ অংশে বাদ সাধে আবহাওয়া। পাকিস্তানে অনুষ্ঠিত তিন ম্যাচে বেরসিক বৃষ্টির বাগড়ায় ফলই আসেনি। যার মধ্যে রয়েছে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচের টিকিটের টাকা দর্শকদের ফেরত দেওয়া হবে।
১৬ ঘণ্টা আগে