Ajker Patrika

ভারতে মায়ের কাছে এভাবে ফিরলেন বাংলাদেশ কোচ!

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৬ মে ২০২১, ২০: ৫৪
ভারতে মায়ের কাছে এভাবে ফিরলেন বাংলাদেশ কোচ!

ঢাকা: সহধর্মিণী আক্রান্ত কিডনি সমস্যায়। চিকিৎসা করাতে করোনার ঝুঁকি নিয়ে স্ত্রীর সঙ্গে ভারতে গিয়েছিলেন জিমন্যাস্টিকস কোচ কাজী আকরাম আলী। কে জানত, সেখানেই নিভে যাবে তাঁর জীবনপ্রদীপ! ভারতে তাঁর মায়ের কবর আছে। মায়ের কবরের পাশেই দাফন হচ্ছে আকরামের।

স্ত্রী নাসরিনের কিডনি ডায়ালাইসিস করতে বেঙ্গালুরু গিয়েছিলেন কাজী আকরাম। কিছুটা চিকিৎসা করিয়ে চলে আসেন কলকাতায়। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৬৩ বছর বয়সে কাল সেখানেই মারা গেছেন বাংলাদেশের স্বনামধন্য এই কোচ।

বাংলাদেশে থিতু হওয়া কাজী আকরামের আদিনিবাস ভারতে। সেখানে তাঁর মায়ের কবর আছে। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী মায়ের কবরের পাশেই দাফন হচ্ছে আকরামের।

কোচিং ক্যারিয়ারে দীর্ঘ সময় বিকেএসপির কোচ ছিলেন কাজী আকরাম। বাংলাদেশের অসংখ্য জিমন্যাস্টের উঠে আসা তাঁর হাত ধরে। কাজ করেছেন জিমন্যাস্টিকস ফেডারেশনের সঙ্গেও। দুই বছর ছিলেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক।

প্রিয় কোচের মৃত্যুতে শোকে বিহ্বল ছাত্রসহ আকরামের সহকর্মীরা। বিকেএসপির সাবেক ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম ফেসবুকে লিখেছেন, ‘তাঁর মতো জীবনের সব প্রাপ্তি–অপ্রাপ্তি এত সহজভাবে মেনে নেওয়ার মানুষ কমই দেখেছি। আকরামের চলে যাওয়ায় একজন সত্যিকারের বন্ধু হারালাম।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো আসছে, পে কমিশন গঠন

ব্যাংকে চোখ বেঁধে গ্রাহককে হাতুড়িপেটা, পায়ের নখ তোলার চেষ্টা

‘সোজা কথা, যারে ভালো লাগবে তারে কোপামু’

শুল্ক ছাড়া যুক্তরাজ্যে তৈরি পোশাক রপ্তানির সুযোগ পেল ভারত

সর্বাত্মক যুদ্ধে জড়াতে পারে থাইল্যান্ড ও কম্বোডিয়া—শক্তিতে কে বেশি এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত