নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টসে একবার ভারতকে জয়ী ঘোষণার পর শেষ পর্যন্ত ভাগাভাগি করা হলো ট্রফি। অনূর্ধ্ব-১৯ মেয়েদের সাফে দুই দলকে চ্যাম্পিয়ন করার সিদ্ধান্তে বেশ নারাজ ভারতের কোচ শুক্লা দত্ত। আজ টিম হোটেল ছাড়ার আগে নিজের অসন্তুষ্টির কথা জানিয়ে গেলেন প্রকাশ্যেই।
‘তারা টস করে জয়ী ঘোষণা করতে চাইল। টস জয়ের পর বলছে আবার ৯০ মিনিটের ম্যাচ খেলতে। এটা কি সম্ভব?’ —শুক্লা দত্ত গতকাল মিডিয়াকে বলে গেলেন, ‘তারা যুগ্ম চ্যাম্পিয়ন করেছে। করুক, তবে আমরা এতে খুশি নই।’
নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে ড্র থাকায় টুর্নামেন্টের নিয়ম মেনেই ফাইনাল গড়ায় টাইব্রেকারে। সেখানে দুই দলের ২২ শটেও ফল না আসায় শ্রীলঙ্কার ম্যাচ কমিশনার সিলভা জয়াসুরিয়া ডিলন টুর্নামেন্টের বাইলজ ডিঙিয়ে টসে শিরোপা নির্ধারণের সিদ্ধান্ত নেন। টসে জিতে ভারত। কিন্তু ভারতীয় দলের উল্লাস থামিয়ে আসে নতুন সিদ্ধান্ত—টাইব্রেকারের সাডেন ডেথ পুনরায় চালুর সিদ্ধান্ত নেন। সে সিদ্ধান্ত আপত্তি জানিয়ে মাঠ থেকে উঠে যায় ভারত। শেষ পর্যন্ত দুই দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
সাডেন ডেথ টাইব্রেক চালিয়ে যেতে না দিয়ে ভুলটা করেছেন ম্যাচ কমিশনার। বাফুফের সাবেক সাবেক রেফারি কনসালট্যান্ট ও ম্যাচ কমিশনার গৌতম কর বললেন, ‘ম্যাচ চলাকালীন সময়ে ম্যাচ কমিশনার কিছুতেই হস্তক্ষেপ করতে পারেন না। কেবল মাত্র নিরাপত্তা ইস্যু আর আলোজনিত সমস্যা হলে রেফারিকে তিনি এই বিষয়ে বলতে পারেন যে, ম্যাচ কিছু সময়ের জন্য বন্ধ রাখা যেতে পারে। ম্যাচ চলা অবস্থায় ম্যাচের পুরো নিয়ন্ত্রণ রেফারির হাতে থাকবে। তাকে ডেকে পাঠিয়ে কমিশনার যেটা করেছেন সেটা সম্পূর্ণ অনভিপ্রেত।’
টসে একবার ভারতকে জয়ী ঘোষণার পর শেষ পর্যন্ত ভাগাভাগি করা হলো ট্রফি। অনূর্ধ্ব-১৯ মেয়েদের সাফে দুই দলকে চ্যাম্পিয়ন করার সিদ্ধান্তে বেশ নারাজ ভারতের কোচ শুক্লা দত্ত। আজ টিম হোটেল ছাড়ার আগে নিজের অসন্তুষ্টির কথা জানিয়ে গেলেন প্রকাশ্যেই।
‘তারা টস করে জয়ী ঘোষণা করতে চাইল। টস জয়ের পর বলছে আবার ৯০ মিনিটের ম্যাচ খেলতে। এটা কি সম্ভব?’ —শুক্লা দত্ত গতকাল মিডিয়াকে বলে গেলেন, ‘তারা যুগ্ম চ্যাম্পিয়ন করেছে। করুক, তবে আমরা এতে খুশি নই।’
নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে ড্র থাকায় টুর্নামেন্টের নিয়ম মেনেই ফাইনাল গড়ায় টাইব্রেকারে। সেখানে দুই দলের ২২ শটেও ফল না আসায় শ্রীলঙ্কার ম্যাচ কমিশনার সিলভা জয়াসুরিয়া ডিলন টুর্নামেন্টের বাইলজ ডিঙিয়ে টসে শিরোপা নির্ধারণের সিদ্ধান্ত নেন। টসে জিতে ভারত। কিন্তু ভারতীয় দলের উল্লাস থামিয়ে আসে নতুন সিদ্ধান্ত—টাইব্রেকারের সাডেন ডেথ পুনরায় চালুর সিদ্ধান্ত নেন। সে সিদ্ধান্ত আপত্তি জানিয়ে মাঠ থেকে উঠে যায় ভারত। শেষ পর্যন্ত দুই দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
সাডেন ডেথ টাইব্রেক চালিয়ে যেতে না দিয়ে ভুলটা করেছেন ম্যাচ কমিশনার। বাফুফের সাবেক সাবেক রেফারি কনসালট্যান্ট ও ম্যাচ কমিশনার গৌতম কর বললেন, ‘ম্যাচ চলাকালীন সময়ে ম্যাচ কমিশনার কিছুতেই হস্তক্ষেপ করতে পারেন না। কেবল মাত্র নিরাপত্তা ইস্যু আর আলোজনিত সমস্যা হলে রেফারিকে তিনি এই বিষয়ে বলতে পারেন যে, ম্যাচ কিছু সময়ের জন্য বন্ধ রাখা যেতে পারে। ম্যাচ চলা অবস্থায় ম্যাচের পুরো নিয়ন্ত্রণ রেফারির হাতে থাকবে। তাকে ডেকে পাঠিয়ে কমিশনার যেটা করেছেন সেটা সম্পূর্ণ অনভিপ্রেত।’
প্রতিপক্ষ দল ব্যাটিংয়ে নামলে গড়ে রানের বন্যা বইয়ে দেয়। অথচ নিজেরা ব্যাটিংয়ে নামলে স্কোর ১০০ পেরোয় কি না, সেটা নিয়েই তৈরি হয় শঙ্কা। বলা হচ্ছে এখানে বাংলাদেশের কথা। ওয়ানডেতে জেতা তো দূরে থাক, পুরো ৫০ ওভার ব্যাটিং করাও যেন এখন তাদের জন্য অনেক কঠিন কাজ।
৪১ মিনিট আগে২০১৫ ওয়ানডে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল, ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল, ওয়ানডে সংস্করণে দুবার এশিয়া কাপের ফাইনাল—এগুলো এখন শোনাচ্ছে রূপকথার মতো। যে ওয়ানডে সংস্করণে ভারত-পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের কীর্তি রয়েছে বাংলাদেশের, সেই সংস্করণে তারা (বাংলাদেশ) রীতিমতো ধুঁকছে।
১ ঘণ্টা আগেওয়ানডেতে লাগাতার এমন বাজে কবে খেলেছে বাংলাদেশ, সেটা খুঁজতে এখন ঘাঁটতে হবে পরিসংখ্যান। সর্বশেষ ১২ ওয়ানডের মধ্যে ১১টিতেই হার, টানা চারটি সিরিজ হার, র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে অবস্থান—এসব কিছুই বুঝিয়ে দিচ্ছে ওয়ানডেতে কী হতশ্রী পারফরম্যান্স করছে তারা।
২ ঘণ্টা আগেবেশি দিন আগের ঘটনা নয়। এই তো ১১ অক্টোবর মায়ামির হার্ডরক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচটা লিওনেল মেসি দেখেছেন গ্যালারিতে বসে। কোচ লিওনেল স্কালোনি তাঁকে বিশ্রাম দিয়েছিলেন। কিন্তু প্রত্যাবর্তনের গল্প মেসির চেয়ে আরও ভালো কে লিখতে পারেন! আজ ফিরেই তিনি গড়ে ফেললেন এক রেকর্ড।
২ ঘণ্টা আগে