Ajker Patrika

যেভাবে বাংলাদেশের জার্সি গায়ে চড়ানোর আগ্রহ ইতালিতে বেড়ে ওঠা কাদিরের

নিজস্ব প্রতিবেদক
অনূর্ধ্ব-১৯ দলের ট্রায়ালে মতিনের সঙ্গে কাদির (বাঁয়ে)। ছবি: ইনস্টাগ্রাম
অনূর্ধ্ব-১৯ দলের ট্রায়ালে মতিনের সঙ্গে কাদির (বাঁয়ে)। ছবি: ইনস্টাগ্রাম

বাংলাদেশের ফুটবল সমর্থকদের জন্য ফাহামিদুল ইসলাম এক আক্ষেপের নাম। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের প্রাথমিক দলে ইতালি প্রবাসী ফুটবলারকে রেখে চমক দেখান জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু চূড়ান্ত দলে না রেখে আরও বড় বিস্ময়ের জন্ম দেন তিনি।

বাংলাদেশের জার্সিতে খেলতে না পারলেও ফাহামিদুল পরোক্ষভাবে অনুপ্রেরণা জুগিয়েছেন আব্দুল কাদিরকে। ইতালী প্রবাসী এই ফুটবলার বর্তমানে রয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্পে। ফাহামিদুলের কারণেই বাংলাদেশের জার্সিতে খেলার আগ্রহ জাগে তাঁর।

৩১ জন ফুটবলারকে নিয়ে আজ যশোরের শামস-উল-হুদা একাডেমিতে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প। ইতালিতে বেড়ে ওঠা কাদিরকে পেরিয়ে আসতে হয়েছে ট্রায়ালের পথ। ফাহামিদুলের মতো তিনিও খেলে থাকেন ইতালির চতুর্থ স্তরের লিগের ক্লাবে। কাদির বলেন, ‘ফাহামিদুল আসার পরই আমার আগ্রহ জন্মে। এরপরই এখান থেকে যোগাযোগ করলে আমি রাজি হয়ে যাই। সবাই আমরা একসঙ্গে লড়তে পারলে ভালো কিছু হবে। আমি আমার দেশকে প্রতিনিধিত্ব করতে এসেছি। ভালো করার ইচ্ছা তো আছেই।’

বাংলাদেশের সঙ্গে ইতালির সুযোগ-সুবিধা তেমন কোনো পার্থক্য দেখেন না কাদির। অনুশীলন শেষে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘(দলের) সবাই অনেক ভালো, সবার সঙ্গে মিলেমিশে খেলছি। আস্তে আস্তে সবার সঙ্গে মিশছি। বাংলাদেশের সঙ্গে ইতালির সুযোগ সুবিধার পার্থক্য খুব বেশি নয়। সেখানে যেমন লড়াই করে খেলতে হয় এখানেও একই।’

কাদির ছাড়াও দলে রয়েছেন আরও দুই প্রবাসী ফুটবলার এলমান মতিন ও ফারজাদ আফতাব। জাতীয় দলে হামজা চৌধুরীর অভিষেকের পর প্রবাসী ফুটবলারদের নিয়ে আলাদা উন্মাদনা বিরাজ করছে সমর্থকদের মধ্যে। যা ইতিবাচক দিক বলে মনে করেন অনূর্ধ্ব-১৯ দলের কোচ গোলাম রব্বানী ছোটন। তিনি বলেন, ‘তিনজন প্রবাসী ফুটবলার এই ক্যাম্পে আছে, তারা অন্যদের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিয়েছে। ট্রায়ালে ভালো করেছে দেখেই তারা ৩৫ জনের ক্যাম্পে রয়েছে। আমি মনে করি মূল দলে থাকার জন্য তারা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে। কয়েকটা সেশন যাওয়ার পর তাদের ভেতর ভিন্ন কিছু আছে কি না বুঝতে পারব।’

আগামী ৯ মে ভারতের অরুণাচল প্রদেশে শুরু হবে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ। ১১ মে অপর ম্যাচে ভুটানের বিপক্ষে লড়বে ছোটনের দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত