গোল না করেও ইতিহাস গড়েছেন ল্যামিন ইয়ামাল। বার্সেলোনার সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গতকাল অভিষেক হয়েছে স্পেনের এই ফুটবলারের। স্প্যানিশ এই ফুটবলারকে লিওনেল মেসির সঙ্গে তুলনা করেছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ।
গতকাল লা-লিগায় ক্যাম্প ন্যুয়ে মুখোমুখি হয়েছে বার্সেলোনা-রিয়াল বেতিস। ম্যাচের ৮৩ মিনিটে গাভিকে বদলি করে নামানো হয় ইয়ামালকে। বদলি নেমেই বার্সেলোনার হয়ে ইতিহাস গড়েছেন তিনি। ১৫ বছর ২৯০ দিন বয়সে খেলতে নেমে বার্সার সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেক হওয়া ফুটবলার এখন এই ফরোয়ার্ড। অল্প সময়ে মাঠে খেললেও ইয়ামালের খেলায় মুগ্ধ হয়ে তাঁকে (ইয়ামাল) মেসির সঙ্গে তুলনা করেছেন বার্সা কোচ। যেখানে বার্সার মূল দলে মেসি সুযোগ পান ১৮ বছর হওয়ার পর। আর্জেন্টাইন তারকা ফুটবলারের সঙ্গে তুলনা প্রসঙ্গে জাভি বলেন, ‘সে একই রকম খেলোয়াড়। কারণ ফাইনাল থার্ডে সে যেমন ইনটেন্ট নিয়ে খেলেছে, তার মতো খেলোয়াড় খুঁজে পাওয়া কঠিন। ল্যামিনেকে ১৫ বছর মনে হচ্ছে না মোটেও। সে খুবই পরিপক্ক। সে ভালোই অনুশীলন করছে।’
ইয়ামালকে নিয়ে জাভি আরও বলেন, ‘তাকে বলছিলাম কিছু করার চেষ্টা কর এবং সেটাই সে করেছে। মাত্র ১৫ বছর বয়সে খেলেছে, একবার ভাবুন...। সে আজকের ম্যাচে গোলও করতে পারত। কিন্তু বেতিস গোলরক্ষক রুই সিলভা সেভ করেছে। সে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে খেলেছে। কোনো ভয়ভীতি নেই এবং দারুণ প্রতিভাবান। আক্রমণভাগে তার কিছু পাস সত্যিই ভালো ছিল।’
ইয়ামালের অভিষেকের ম্যাচে বেতিসকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। চার গোলের মধ্যে এক গোল বেতিসের থেকে পাওয়া উপহার। বার্সার গোল তিনটি করেছেন আন্দ্রেস ক্রিস্টেনসেন, রবার্ট লেভানডফস্কি ও রাফিনহা।
গোল না করেও ইতিহাস গড়েছেন ল্যামিন ইয়ামাল। বার্সেলোনার সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গতকাল অভিষেক হয়েছে স্পেনের এই ফুটবলারের। স্প্যানিশ এই ফুটবলারকে লিওনেল মেসির সঙ্গে তুলনা করেছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ।
গতকাল লা-লিগায় ক্যাম্প ন্যুয়ে মুখোমুখি হয়েছে বার্সেলোনা-রিয়াল বেতিস। ম্যাচের ৮৩ মিনিটে গাভিকে বদলি করে নামানো হয় ইয়ামালকে। বদলি নেমেই বার্সেলোনার হয়ে ইতিহাস গড়েছেন তিনি। ১৫ বছর ২৯০ দিন বয়সে খেলতে নেমে বার্সার সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেক হওয়া ফুটবলার এখন এই ফরোয়ার্ড। অল্প সময়ে মাঠে খেললেও ইয়ামালের খেলায় মুগ্ধ হয়ে তাঁকে (ইয়ামাল) মেসির সঙ্গে তুলনা করেছেন বার্সা কোচ। যেখানে বার্সার মূল দলে মেসি সুযোগ পান ১৮ বছর হওয়ার পর। আর্জেন্টাইন তারকা ফুটবলারের সঙ্গে তুলনা প্রসঙ্গে জাভি বলেন, ‘সে একই রকম খেলোয়াড়। কারণ ফাইনাল থার্ডে সে যেমন ইনটেন্ট নিয়ে খেলেছে, তার মতো খেলোয়াড় খুঁজে পাওয়া কঠিন। ল্যামিনেকে ১৫ বছর মনে হচ্ছে না মোটেও। সে খুবই পরিপক্ক। সে ভালোই অনুশীলন করছে।’
ইয়ামালকে নিয়ে জাভি আরও বলেন, ‘তাকে বলছিলাম কিছু করার চেষ্টা কর এবং সেটাই সে করেছে। মাত্র ১৫ বছর বয়সে খেলেছে, একবার ভাবুন...। সে আজকের ম্যাচে গোলও করতে পারত। কিন্তু বেতিস গোলরক্ষক রুই সিলভা সেভ করেছে। সে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে খেলেছে। কোনো ভয়ভীতি নেই এবং দারুণ প্রতিভাবান। আক্রমণভাগে তার কিছু পাস সত্যিই ভালো ছিল।’
ইয়ামালের অভিষেকের ম্যাচে বেতিসকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। চার গোলের মধ্যে এক গোল বেতিসের থেকে পাওয়া উপহার। বার্সার গোল তিনটি করেছেন আন্দ্রেস ক্রিস্টেনসেন, রবার্ট লেভানডফস্কি ও রাফিনহা।
প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ১২৫ রানের বিপরীতে নিউজিল্যান্ডের লিড কত হলে যথেষ্ট ছিল? দুই টেস্টে পারফরম্যান্স বিবেচনায় ৩০০-৩৫০ তাড়া করে আবার নিউজিল্যান্ডকে লক্ষ্য ছুড়ে দেওয়া—নিশ্চয় সহজ হতো না জিম্বাবুয়ের জন্য। কিন্তু হাতে সময় থাকায় কিউই ব্যাটাররা রীতিমতো ছেলেখেলা শুরু করেছেন স্বাগতিক বোলারদের নিয়ে!
১৪ ঘণ্টা আগেফুটবলের দেশ ক্রোয়েশিয়া। ইউরোপের এই দেশ খেলে ক্রিকেটও। দেশটির টি-টোয়েন্টির অধিনায়ক জ্যাক ভুকুসিচ তো একটা বিশ্ব রেকর্ডই গড়ে ফেললেন!
১৫ ঘণ্টা আগেগ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ হারারে স্পোর্টস ক্লাবে নিয়মরক্ষার ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল আজিজুল হাকিম তামিমের দল। ফাইনালের আগে স্বাগতিকদের গুঁড়িয়ে দিয়ে দারুণ প্রস্তুতিও সেরে নিল তারা। রাউন্ড রবিন পদ্ধতির...
১৫ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা ২০২৫-২৬ অ্যাশেজে ইংল্যান্ডকে ধবলধোলাই হওয়ার ভবিষ্যদ্বাণী করেছেন। তাঁর মতে, সিরিজে অস্ট্রেলিয়া ৫-০ ব্যবধানে জয় পাবে।
১৫ ঘণ্টা আগে