Ajker Patrika

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলারের মৃত্যু

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৬ মে ২০২৫, ১৭: ৪১
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লুইস গালভানের মৃত্যু। ছবি: সংগৃহীত
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লুইস গালভানের মৃত্যু। ছবি: সংগৃহীত

অনেক দিন ধরেই অসুস্থ হয়ে আর্জেন্টিনার একটি হাসপাতালে ভর্তি ছিলেন দেশটির বিশ্বকাপজয়ী ফুটবলার লুইস গালভান। হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন এ ডিফেন্ডার। দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন। ৭৭ বছর বয়সী গালভান বেশ কয়েক সপ্তাহ ধরেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কর্দোভার একটি হাসপাতালে ভর্তি ছিলেন। সেই নিউমোনিয়াই শেষ পর্যন্ত জীবন কেড়ে নিল তাঁর।

১৯৭৮ বিশ্বকাপের সব ম্যাচেই মাঠে নেমেছিলেন গালভান। অধিনায়ক দানিয়েল পাসারেলার সঙ্গে রক্ষণভাগে গড়ে তুলেছিলেন দারুণ এক জুটি। সেবার আর্জেন্টিনার হয়ে শিরোপা উঁচিয়ে ধরেছেন। ১৯৮২ বিশ্বকাপে খেললেও সেবার আলো ছড়াতে পারেননি গালভান।

১৯৭০ সালে পেশাদার ফুটবলে অভিষেক হয় গালভানের। ১৯৭৫ সালে প্রথমবারের মতো আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামেন এই ডিফেন্ডার। ১৯৭৮ বিশ্বকাপে দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন গালভান।

১৯৮৩ সালে জাতীয় দলকে বিদায় বলেন গালভান। আর্জেন্টিনার হয়ে খেলেছেন ৩৪ ম্যাচ। পেশাদার ফুটবলকে বিদায় জানিয়েছেন ১৯৮৭ সালে। ১৭ বছরের ক্যারিয়ারে বেশির ভাগ সময়েই তিনি খেলেছেন আর্জেন্টিনার ঘরোয়া লিগে। ক্যারিয়ারের শেষ পর্যায়ে বলিভিয়ান লিগেও খেলেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত