Ajker Patrika

আবার ভিনির নামে ছড়াল বিদ্বেষ, গ্রেপ্তার চার

ক্রীড়া ডেস্ক    
ভিনির নামে আবারও ছড়াল ঘৃণামূলক বার্তা। ছবি: এএফপি
ভিনির নামে আবারও ছড়াল ঘৃণামূলক বার্তা। ছবি: এএফপি

রিয়াল মাদ্রিদে ভিনিসিয়ুস জুনিয়রের অপমানিত হওয়ার ঘটনা খুবই পরিচিত। প্রকাশ্যে তো বটেই, সামাজিক মাধ্যমে ব্রাজিলের ফরোয়ার্ডকে নিয়ে ছড়ায় ঘৃণা-বিদ্বেষমূলক বার্তা। এবার মাদ্রিদ ডার্বির আগের এক ঘটনায় চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ওয়ান্দাও মেত্রোপলিতানোতে ২৯ সেপ্টেম্বর রাতে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ। ‘মাদ্রিদ ডার্বির’ আগে অনলাইনে ঘৃণামূলক প্রচারণার দায়ে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে গতকাল জানিয়েছে স্পেনের পুলিশ।

ইএসপিএনকে গত রাতে স্পেনের পুলিশ বলেছে, ‘গ্রেপ্তারকৃত ব্যক্তিরা সামাজিক মাধ্যম ব্যবহার করে ওয়ান্দা মেত্রোপলিতানোয় গিয়ে অপমানসূচক ও বর্ণবাদী মন্তব্য করতে ভক্ত-সমর্থকদের উস্কে দিয়েছিলেন।’

ইএসপিএনের গত রাতের এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক মাধ্যমে কয়েক ভক্ত দাবি করেছিলেন তারা (বিদ্বেষ ছড়ানো ব্যক্তি) মাস্ক পরে মাঠে খেলা দেখবেন। কারণ মাস্ক পরলে কেউ তাদের শনাক্ত করতে পারবে না। সেই সুযোগে ভিনিকে উত্যক্ত করা হবে। ভিনির বিরুদ্ধে বিদ্বেষমূলক পোস্ট ১৫০ কোটির বেশি ভিউ পেয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ভিনির বিরুদ্ধে সামাজিক মাধ্যমে বিদ্বেষমূলক প্রচারণার ব্যাপারে তদন্ত শুরু হয় এ মাসের প্রথম দিকেই। ১৪ ও ১৫ অক্টোবর ঘৃণাসূচক প্রচারণার দায়ে চার সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারকৃত চার জনের অবশ্য প্রকাশ করেনি স্পেনের পুলিশ। এমনকি অপরাধীদের আইনজীবীর পক্ষ থেকে কোনো বিবৃতিও পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, তদন্ত চলার কারণে আরও গ্রেপ্তারের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সেই মাদ্রিদ ডার্বির ম্যাচ ১৫ মিনিটের জন্য থামানো হয়েছিল বর্ণবাদী আচরণের কারণে। দ্বিতীয়ার্ধে আতলেতিকোর সমর্থকেরা মাঠে লাইটারসহ অনেক কিছু

ছুড়েছিলেন। এতে জরিমানার পাশাপাশি স্টেডিয়ামের একাংশে দর্শকদের ঢুকতে বাধ্য হয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তার আগে এ বছরের জুনে

ভ্যালেন্সিয়ার তিন সমর্থককে আট মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল। ভিনির সঙ্গে গত বছরের মে মাসে লা লিগার ভ্যালেন্সিয়া-মাদ্রিদ ম্যাচে ঘটেছিল এমন ঘটনা।

ভিনিসিয়ুসকে নিয়ে বর্ণবাদী আচরণের ব্যাপারে সামাজিক মাধ্যমে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। তবু সেটা তো থামছেই না। এমনকি গত বছর ভিনির জার্সি পরা কালো রংয়ের একটি কুশপুত্তলিকা একটি ব্রিজের সঙ্গে ফাঁসি দিয়ে ঝোলানো হয়েছিল। সেই ব্রিজটি রিয়ালের অনুশীলন মাঠের কাছাকাছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত