ক্রীড়া ডেস্ক
ঢাকা: রিয়াল মাদ্রিদকে বিদায় করে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করেছে চেলসি। মাদ্রিদে প্রথম লেগে ১-১ গোলে ড্র করা চেলসি ঘরের মাঠে জিতেছে ২-০ গোলে। গোল দুটি করেছেন টিমো ভেরনার ও ম্যাসন মাউন্ট। দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে জিতে অল ইংলিশ ফাইনালও নিশ্চিত করেছে ব্লুজরা। ২৯মে ইস্তাম্বুলের ফাইনালে চেলসির প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি। ২০১২ সালে একমাত্র চ্যাম্পিয়নস লিগ শিরোপাটি জিতেছিল চেলসি।
স্টামফোর্ড ব্রিজে কাল রাতে রিয়াল একাদশে ফেরেন রিয়াল অধিনায়ক সার্জিও রামোস। শুরু থেকেই দুই দলের লক্ষ্য ছিল রক্ষণ সুরক্ষিত রাখার। প্রথম দিকে তেমন কোনো কার্যকর আক্রমণ দেখা যায়নি। এ সময় অবশ্য বল রিয়ালের পায়েই ছিল বেশি।
১২ মিনিটে প্রথম রিয়াল রক্ষণকে চাপে ফেলে চেলসি। আন্তোনিও রুডিগারের দূরপাল্লার শটে পরীক্ষায় পড়েন থিবো কর্তোয়া। এরপর মাউন্টকেও ঠেকিয়ে দেন এই বেলজিয়ান গোলরক্ষক।
কিছু সময় রিয়াল রক্ষণে চাপ তৈরি করে রাখে চেলসি। পাল্টা আক্রমণ থেকে একবার বল জালে জড়িয়েই দিয়েছিলেন ভেরনার। যদিও অফসাইডের ফাঁদে বাতিল হয় সেই গোল। ধীরে ধীরে খোলস ছেড়ে বেরোনোর চেষ্টা করে রিয়াল। তবে চেলসি রক্ষণকে বিপদে ফেলতে পারছিলেন না হ্যাজার্ড-ভিনিসিয়াসরা।
এরপর ডি-বক্সের বাইরে থেকে করিম বেনজেমার দারুণ এক শট ঠেকান চেলসি গোলরক্ষক এদোয়ার্দ মেন্ডি।
২৮ মিনিটে অবশ্য ভুল করেনি চেলসি, আদায় করে নেয় প্রথম গোল। উৎস ছিলেন প্রথম লেগের নায়ক ফরাসি তারকা এনগলু কান্তে। দারুণ এক আক্রমণে ভেরনারের সঙ্গে বল দেওয়া–নেওয়া করে কান্তে বাড়ান কাই হাভের্টজের উদ্দেশে। কর্তোয়ার মাথার ওপর দিয়ে চিপ করে লক্ষ্যভেদ করতে চেয়েছিলেন এই জার্মান তারকা। কিন্তু বল ফিরে আসে বারে লেগে। ফিরতি বল হেডে জালে জড়াতে বেগ পেতে হয়নি আরেক জার্মান ভেরনারের।
পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা চালায় রিয়াল। এরপর বেনজেমার আরও একটি প্রচেষ্টা দারুণভাবে ঠেকান মেন্ডি। কিন্তু প্রথমার্ধে পিছিয়ে থেকেই মাঠ ছাড়তে হয় জিনেদিন জিদানের দলকে। বিরতির পরপর ব্যবধান বাড়াতে পারত চেলসি। হাভের্টজের হেড প্রতিহত হয় বারে লেগে।
গোল না পেলেও রিয়ালের ওপর চাপ তৈরি করে যায় চেলসি আক্রমণভাগ। হাভের্টজকে কোর্তোয়া ঠেকিয়ে না দিলে ৫৯ মিনিটেই লিড বাড়াতে পারত চেলসি। এরপর কর্তোয়াকে একা পেয়ে গোল করতে ব্যর্থ হন কান্তেও। নিজেরা একের পর এক সুযোগ হাতছাড়া করলেও রিয়ালকে খুব একটা সুযোগ দেয়নি স্বাগতিকেরা। সুযোগ মিসের মহড়া থেকে বেরিয়ে চেলসি জয়সূচক গোলটি করে ৮৫ মিনিটে। ক্রিশ্চিয়ান পুলিসিচের পাস থেকে লক্ষ্যভেদ করেন মাউন্ট। এই গোলেই নিশ্চিত হয়ে যায় চেলসির ফাইনালের টিকিট।
ঢাকা: রিয়াল মাদ্রিদকে বিদায় করে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করেছে চেলসি। মাদ্রিদে প্রথম লেগে ১-১ গোলে ড্র করা চেলসি ঘরের মাঠে জিতেছে ২-০ গোলে। গোল দুটি করেছেন টিমো ভেরনার ও ম্যাসন মাউন্ট। দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে জিতে অল ইংলিশ ফাইনালও নিশ্চিত করেছে ব্লুজরা। ২৯মে ইস্তাম্বুলের ফাইনালে চেলসির প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি। ২০১২ সালে একমাত্র চ্যাম্পিয়নস লিগ শিরোপাটি জিতেছিল চেলসি।
স্টামফোর্ড ব্রিজে কাল রাতে রিয়াল একাদশে ফেরেন রিয়াল অধিনায়ক সার্জিও রামোস। শুরু থেকেই দুই দলের লক্ষ্য ছিল রক্ষণ সুরক্ষিত রাখার। প্রথম দিকে তেমন কোনো কার্যকর আক্রমণ দেখা যায়নি। এ সময় অবশ্য বল রিয়ালের পায়েই ছিল বেশি।
১২ মিনিটে প্রথম রিয়াল রক্ষণকে চাপে ফেলে চেলসি। আন্তোনিও রুডিগারের দূরপাল্লার শটে পরীক্ষায় পড়েন থিবো কর্তোয়া। এরপর মাউন্টকেও ঠেকিয়ে দেন এই বেলজিয়ান গোলরক্ষক।
কিছু সময় রিয়াল রক্ষণে চাপ তৈরি করে রাখে চেলসি। পাল্টা আক্রমণ থেকে একবার বল জালে জড়িয়েই দিয়েছিলেন ভেরনার। যদিও অফসাইডের ফাঁদে বাতিল হয় সেই গোল। ধীরে ধীরে খোলস ছেড়ে বেরোনোর চেষ্টা করে রিয়াল। তবে চেলসি রক্ষণকে বিপদে ফেলতে পারছিলেন না হ্যাজার্ড-ভিনিসিয়াসরা।
এরপর ডি-বক্সের বাইরে থেকে করিম বেনজেমার দারুণ এক শট ঠেকান চেলসি গোলরক্ষক এদোয়ার্দ মেন্ডি।
২৮ মিনিটে অবশ্য ভুল করেনি চেলসি, আদায় করে নেয় প্রথম গোল। উৎস ছিলেন প্রথম লেগের নায়ক ফরাসি তারকা এনগলু কান্তে। দারুণ এক আক্রমণে ভেরনারের সঙ্গে বল দেওয়া–নেওয়া করে কান্তে বাড়ান কাই হাভের্টজের উদ্দেশে। কর্তোয়ার মাথার ওপর দিয়ে চিপ করে লক্ষ্যভেদ করতে চেয়েছিলেন এই জার্মান তারকা। কিন্তু বল ফিরে আসে বারে লেগে। ফিরতি বল হেডে জালে জড়াতে বেগ পেতে হয়নি আরেক জার্মান ভেরনারের।
পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা চালায় রিয়াল। এরপর বেনজেমার আরও একটি প্রচেষ্টা দারুণভাবে ঠেকান মেন্ডি। কিন্তু প্রথমার্ধে পিছিয়ে থেকেই মাঠ ছাড়তে হয় জিনেদিন জিদানের দলকে। বিরতির পরপর ব্যবধান বাড়াতে পারত চেলসি। হাভের্টজের হেড প্রতিহত হয় বারে লেগে।
গোল না পেলেও রিয়ালের ওপর চাপ তৈরি করে যায় চেলসি আক্রমণভাগ। হাভের্টজকে কোর্তোয়া ঠেকিয়ে না দিলে ৫৯ মিনিটেই লিড বাড়াতে পারত চেলসি। এরপর কর্তোয়াকে একা পেয়ে গোল করতে ব্যর্থ হন কান্তেও। নিজেরা একের পর এক সুযোগ হাতছাড়া করলেও রিয়ালকে খুব একটা সুযোগ দেয়নি স্বাগতিকেরা। সুযোগ মিসের মহড়া থেকে বেরিয়ে চেলসি জয়সূচক গোলটি করে ৮৫ মিনিটে। ক্রিশ্চিয়ান পুলিসিচের পাস থেকে লক্ষ্যভেদ করেন মাউন্ট। এই গোলেই নিশ্চিত হয়ে যায় চেলসির ফাইনালের টিকিট।
বিপিএলের গ্রুপ পর্বের খেলা শেষে চূড়ান্ত হয়ে গেছে প্লে-অফের লাইনআপ। প্রথম কোয়ালিফায়ারে লিগ টেবিলের শীর্ষে থাকা ফরচুন বরিশালের বিপক্ষে খেলবে লিগ টেবিলের দুয়ে থাকা চিটাগং কিংস। আর লিগ টেবিলের ৩ ও ৪ নম্বরে থাকা রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স খেলবে এলিমিনেটরে। আগামীকালই দিনে এলিমিনেটর ও রাতে প্রথম কোয়াল
৭ ঘণ্টা আগেশেষ দিকে চলে এসেছে বিপিএল। শেষ চারের লড়াই শুরু হচ্ছে আগামীকাল। এবারের বিপিএলে খেলার চেয়ে ‘ধুলা’ এত বেশি উড়ছে, মাঠে ভালো পারফরম্যান্সেও হারিয়ে যাওয়ার উপক্রম। মহা বিতর্কিত বিপিএলের মাধ্যমে দেশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে, সেটির দায় স্বীকার করে নিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বিসিবি সভা
৯ ঘণ্টা আগেবিপিএলের প্লে-অফের একটি জায়গা নিয়ে লড়াই চলছিল দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের সঙ্গে। তবে বাঁচা-মরার লড়াইয়ে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে প্লে-অফের শেষ টিকিটটা নিশ্চিত করল খুলনাই। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান
১৩ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের খেলা শেষেই পরাজয় চোখ রাঙাচ্ছিল শ্রীলঙ্কাকে। বৃষ্টি-আশীর্বাদে তৃতীয় দিন ম্যাচের মীমাংসা না হলেও আজ ইনিংস এবং ২৪২ রানে হেরেছে শ্রীলঙ্কা। দেশটির টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার।
১৩ ঘণ্টা আগে