লুসিয়ানো স্পালেত্তির অধীনে ২০২২-২৩ মৌসুমের সিরি-‘আ’ জেতে নাপোলি। তাতে শেষ হয়েছে নেপলসদের ৩৩ বছরের স্কুদেত্তো জয়ের অপেক্ষা। তবে এবার চাকরি হারানোর শঙ্কায় আছেন তিনি।
ইতালির করিরি ডেলা স্পোর্ট জানিয়েছে, নাপোলির মালিক অরিলিও দে লরেন্তিসের সঙ্গে স্পালেত্তির সম্পর্কে ভাঙন ধরেছে। তাতে স্পালেত্তির কোচের চাকরি সুতোয় ঝুলছে। নাপোলির সঙ্গে স্পালেত্তির চুক্তি অবশ্য এক বছর রয়েছে। তবে ক্লাবটির কোচের চাকরির ভবিষ্যৎ নিয়ে স্পালেত্তি বা দে লরেন্তিস কেউই কোনো আলাপ-আলোচনা করেননি।
সভাপতি ও কোচের মধ্যে ফাটল আকস্মিক নয় এবং এটি একটি স্ক্রিপ্টের বিট, যা নাপোলিতে নিজেকে পুনরাবৃত্তি করে।
স্পালেত্তি চলে গেলে বিকল্প আছেন অনেকেই। ইতালির ক্রীড়া সংবাদমাধ্যম লা গ্যাজেত্তা দেলো স্পোর্ট জানিয়েছে, রাফায়েল বেনিতেজ দ্বিতীয় দফায় নাপোলির কোচ হতে পারেন। এর আগে ২০১৩-২০১৫ পর্যন্ত নেপলসদের কোচিং করিয়েছেন বেনিতেজ। বেনিতেজ গত দুই বছর কোনো ক্লাবের দায়িত্বেই নেই। ইতালির আরেক ক্রীড়া সংবাদমাধ্যম টুটোস্পোর্টের মতে, নাপোলির কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন আন্তোনিও কন্তে। কন্তের সঙ্গে কয়েক মাস আগে টটেনহামের সম্পর্ক শেষ হয়েছে। তিনিও এখন কোনো ক্লাবের দায়িত্বে নেই। আতালান্তার জিয়ান পিয়েরো গ্যাস্পারিনি এবং ফিওরেন্তিনার ভিনচেঞ্জো ইতালিয়ানো-তাঁরাও আছেন কোচ হওয়ার দৌড়ে। ফিওরেন্তিনা এবার ইউরোপা কনফারেন্স লিগের ফাইনালে উঠেছে।
কোচ এবং ক্লাব সভাপতির মধ্যে দ্বন্দ্ব নাপোলিতে নতুন কিছু নয়। এদোয়ার্দো রেজা থেকে শুরু করে ওয়াল্টার মাজারি, মরিজিও সারি, কার্লো আনচেলত্তি, জেনারো গাত্তুসো, স্পালেত্তি-সবার সঙ্গেই এমনটা হয়েছে। এবারের ব্যাপারটা কিছুটা জটিল। ২০০৫ থেকে শুরু করে এখন পর্যন্ত ৮ কোচ নাপোলিকে কোচিং করাচ্ছেন। স্পালেত্তির কোচের চাকরি শুরু হয়েছে ২০২১-এর মে থেকে।
লুসিয়ানো স্পালেত্তির অধীনে ২০২২-২৩ মৌসুমের সিরি-‘আ’ জেতে নাপোলি। তাতে শেষ হয়েছে নেপলসদের ৩৩ বছরের স্কুদেত্তো জয়ের অপেক্ষা। তবে এবার চাকরি হারানোর শঙ্কায় আছেন তিনি।
ইতালির করিরি ডেলা স্পোর্ট জানিয়েছে, নাপোলির মালিক অরিলিও দে লরেন্তিসের সঙ্গে স্পালেত্তির সম্পর্কে ভাঙন ধরেছে। তাতে স্পালেত্তির কোচের চাকরি সুতোয় ঝুলছে। নাপোলির সঙ্গে স্পালেত্তির চুক্তি অবশ্য এক বছর রয়েছে। তবে ক্লাবটির কোচের চাকরির ভবিষ্যৎ নিয়ে স্পালেত্তি বা দে লরেন্তিস কেউই কোনো আলাপ-আলোচনা করেননি।
সভাপতি ও কোচের মধ্যে ফাটল আকস্মিক নয় এবং এটি একটি স্ক্রিপ্টের বিট, যা নাপোলিতে নিজেকে পুনরাবৃত্তি করে।
স্পালেত্তি চলে গেলে বিকল্প আছেন অনেকেই। ইতালির ক্রীড়া সংবাদমাধ্যম লা গ্যাজেত্তা দেলো স্পোর্ট জানিয়েছে, রাফায়েল বেনিতেজ দ্বিতীয় দফায় নাপোলির কোচ হতে পারেন। এর আগে ২০১৩-২০১৫ পর্যন্ত নেপলসদের কোচিং করিয়েছেন বেনিতেজ। বেনিতেজ গত দুই বছর কোনো ক্লাবের দায়িত্বেই নেই। ইতালির আরেক ক্রীড়া সংবাদমাধ্যম টুটোস্পোর্টের মতে, নাপোলির কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন আন্তোনিও কন্তে। কন্তের সঙ্গে কয়েক মাস আগে টটেনহামের সম্পর্ক শেষ হয়েছে। তিনিও এখন কোনো ক্লাবের দায়িত্বে নেই। আতালান্তার জিয়ান পিয়েরো গ্যাস্পারিনি এবং ফিওরেন্তিনার ভিনচেঞ্জো ইতালিয়ানো-তাঁরাও আছেন কোচ হওয়ার দৌড়ে। ফিওরেন্তিনা এবার ইউরোপা কনফারেন্স লিগের ফাইনালে উঠেছে।
কোচ এবং ক্লাব সভাপতির মধ্যে দ্বন্দ্ব নাপোলিতে নতুন কিছু নয়। এদোয়ার্দো রেজা থেকে শুরু করে ওয়াল্টার মাজারি, মরিজিও সারি, কার্লো আনচেলত্তি, জেনারো গাত্তুসো, স্পালেত্তি-সবার সঙ্গেই এমনটা হয়েছে। এবারের ব্যাপারটা কিছুটা জটিল। ২০০৫ থেকে শুরু করে এখন পর্যন্ত ৮ কোচ নাপোলিকে কোচিং করাচ্ছেন। স্পালেত্তির কোচের চাকরি শুরু হয়েছে ২০২১-এর মে থেকে।
মেঘলা আবহাওয়ার মধ্যে ঝলমলে রোদ্দুর—সিলেটে আজ শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের প্রথম সেশন ছিল এমনই। লাঞ্চ বিরতির আগে কোনো বৃষ্টি হয়নি। তবে প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পরই আবহাওয়ার পূর্বাভাস সত্য করে নেমেছে বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ কাভারে ঢাকা রয়েছে। এই প্রতিবেদন
১৮ মিনিট আগেঘরের মাঠের চেনা কন্ডিশন হলেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে। সিলেটে আজ শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৫০ রান ওঠার আগেই দুই ওপেনারকে হারায় স্বাগতিকেরা।
১ ঘণ্টা আগেবাংলাদেশের ‘দুঃসময়ের বন্ধু’ তকমা জিম্বাবুয়ে পেয়ে গেছে অনেক আগেই। মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ যখন কোনো সুখবর দিতে পারে না, তখন জিম্বাবুয়ের বিপক্ষেই দুঃখ ঘোচানোর সুযোগ পায় বাংলাদেশ। এবার সেই জিম্বাবুয়েই কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশকে।
১ ঘণ্টা আগেবয়স মাত্র ১৪ বছর। এই ১৪ বছর বয়সে আইপিএল অভিষেকে রেকর্ড বই ওলটপালট করলেন বৈভব সূর্যবংশী। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুর্দান্ত এক শুরুর রাতে তাঁর দুচোখ বেয়ে পড়েছে অশ্রু।
২ ঘণ্টা আগে