ইউরোপীয় মঞ্চে ‘দেশহীন’ এক ক্লাবেরই স্বীকৃতি পেয়ে গেছে শেরিফ তিরাসপোল। উয়েফাসহ আন্তর্জাতিক সম্প্রদায় যেখানে ক্লাবটিকে মলডোভা প্রজাতন্ত্রের তিরাসপোল শহরের প্রতিনিধি হিসেবে বিবেচনা করে, সেখানে খোদ তিরাসপোলের অধিকাংশ নাগরিকই নিজেদের শহরকে ট্রান্সস্ট্রিয়ান অঞ্চলের রাজধানী দাবি করেন।
সেই শহরের ক্লাবটিই সপ্তাহ দুয়েক আগে চ্যাম্পিয়নস লিগ অভিষেকে শাখতার দোনেৎস্ককে হারিয়ে চমক দেয়। ব্যাপারটিকে তখন হয়তো অনেকে স্বাভাবিকভাবেই নিয়েছিলেন। কারণ, শাখতার চ্যাম্পিয়নস লিগের নিয়মিত মুখ হলেও পরাশক্তি নয়। আসল পরীক্ষা তো ‘ডি’ গ্রুপের অন্য দুই দল রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের সঙ্গে! আসরের ইতিহাসের সফলতম দলগুলোর সংক্ষিপ্ত তালিকায় রয়েছে তারা।
কদিন আগে যে ঘটনাকে কাল্পনিক বলে উড়িয়ে দেওয়া হচ্ছিল, এবার শেরিফ সেটিই করে দেখাল। গত রাতে নিজেদের দ্বিতীয় ম্যাচে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে তারা। সেটিও রিয়ালের ডেরা সান্তিয়াগো বার্নাব্যুতে!
শেরিফের এই জয়কে চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের সবচেয়ে বড় অঘটন বা মহা অঘটন আখ্যা দিয়েছে একাধিক সংবাদমাধ্যম। টুর্নামেন্ট ইতিহাসের শ্রেষ্ঠ দলকে তাদেরই আঙিনায় যদি ‘পুঁচকে’ একটা দল ভড়কে দিয়ে যায়, সেটি মহা অঘটন নয় তো কী!
গোল ডট কম তাদের প্রতিবেদনের শিরোনাম দিয়েছে ‘চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের সবচেয়ে বড় অঘটন: রিয়াল কীভাবে শেরিফের কাছে হারতে পারল?!’ প্রায় একই ধরনের শিরোনাম দিয়েছে সিবিএস স্পোর্টস। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের শিরোনাম—‘শেরিফে হতভম্ব রিয়াল’।
কাল গভীর রাতে যে কোনো কিছুই রিয়ালের পক্ষে যায়নি। মুহুর্মুহু আক্রমণে কোনো রকম সমতায় ফিরলেও শেষ রক্ষা হয়নি তাদের। অন্তিম মুহূর্তে ফের গোল হজম করে বসে কার্লো আনচেলত্তির দল।
অবিশ্বাস্যভাবে টানা দুই জয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে এখন শেরিফ তিরাসপোল। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমেছে রিয়াল। ১ পয়েন্ট নিয়ে তিন ও চারে আছে যথাক্রমে ইন্টার ও শাখতার। কাল গোলশূন্য ড্র করে দল দুটি। তাতে দুটি দলই গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় পড়ে গেল।
ইউরোপীয় মঞ্চে ‘দেশহীন’ এক ক্লাবেরই স্বীকৃতি পেয়ে গেছে শেরিফ তিরাসপোল। উয়েফাসহ আন্তর্জাতিক সম্প্রদায় যেখানে ক্লাবটিকে মলডোভা প্রজাতন্ত্রের তিরাসপোল শহরের প্রতিনিধি হিসেবে বিবেচনা করে, সেখানে খোদ তিরাসপোলের অধিকাংশ নাগরিকই নিজেদের শহরকে ট্রান্সস্ট্রিয়ান অঞ্চলের রাজধানী দাবি করেন।
সেই শহরের ক্লাবটিই সপ্তাহ দুয়েক আগে চ্যাম্পিয়নস লিগ অভিষেকে শাখতার দোনেৎস্ককে হারিয়ে চমক দেয়। ব্যাপারটিকে তখন হয়তো অনেকে স্বাভাবিকভাবেই নিয়েছিলেন। কারণ, শাখতার চ্যাম্পিয়নস লিগের নিয়মিত মুখ হলেও পরাশক্তি নয়। আসল পরীক্ষা তো ‘ডি’ গ্রুপের অন্য দুই দল রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের সঙ্গে! আসরের ইতিহাসের সফলতম দলগুলোর সংক্ষিপ্ত তালিকায় রয়েছে তারা।
কদিন আগে যে ঘটনাকে কাল্পনিক বলে উড়িয়ে দেওয়া হচ্ছিল, এবার শেরিফ সেটিই করে দেখাল। গত রাতে নিজেদের দ্বিতীয় ম্যাচে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে তারা। সেটিও রিয়ালের ডেরা সান্তিয়াগো বার্নাব্যুতে!
শেরিফের এই জয়কে চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের সবচেয়ে বড় অঘটন বা মহা অঘটন আখ্যা দিয়েছে একাধিক সংবাদমাধ্যম। টুর্নামেন্ট ইতিহাসের শ্রেষ্ঠ দলকে তাদেরই আঙিনায় যদি ‘পুঁচকে’ একটা দল ভড়কে দিয়ে যায়, সেটি মহা অঘটন নয় তো কী!
গোল ডট কম তাদের প্রতিবেদনের শিরোনাম দিয়েছে ‘চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের সবচেয়ে বড় অঘটন: রিয়াল কীভাবে শেরিফের কাছে হারতে পারল?!’ প্রায় একই ধরনের শিরোনাম দিয়েছে সিবিএস স্পোর্টস। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের শিরোনাম—‘শেরিফে হতভম্ব রিয়াল’।
কাল গভীর রাতে যে কোনো কিছুই রিয়ালের পক্ষে যায়নি। মুহুর্মুহু আক্রমণে কোনো রকম সমতায় ফিরলেও শেষ রক্ষা হয়নি তাদের। অন্তিম মুহূর্তে ফের গোল হজম করে বসে কার্লো আনচেলত্তির দল।
অবিশ্বাস্যভাবে টানা দুই জয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে এখন শেরিফ তিরাসপোল। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমেছে রিয়াল। ১ পয়েন্ট নিয়ে তিন ও চারে আছে যথাক্রমে ইন্টার ও শাখতার। কাল গোলশূন্য ড্র করে দল দুটি। তাতে দুটি দলই গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় পড়ে গেল।
যা চোখের সামনে ঘটতে দেখবেন, সেটা নিয়ে চুপ করে থাকার মতো মানুষ নন সুনীল গাভাস্কার। অপ্রত্যাশিত কিছু ঘটলে সেই ব্যাপারে কড়া মন্তব্য করতে দ্বিধাবোধ করেন না তিনি। ওভালে ভারতের বিপক্ষে সিরিজের পঞ্চম টেস্টের মাঝপথে ক্রিস ওকস যে ছিটকে গেলেন, তাতে তাঁরই দায় দেখছেন গাভাস্কার।
৭ ঘণ্টা আগে২০২৫ বিপিএল শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তৎকালীন সভাপতি ফারুক আহমেদ নতুন বিপিএল আয়োজনের অঙ্গীকার করেছিলেন। তবে সেই বিপিএল নিয়ে হয়েছে তুমুল সমালোচনা। মাঠের বাইরের ঘটনায় অনেক বেশি আলোচিত-সমালোচিত হয়েছে সেই বিপিএল।
৮ ঘণ্টা আগেএইচপি ও বাংলাদেশ ‘এ’ দল চট্টগ্রামে দুই দিনে দুটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিল। তবে বৈরী আবহাওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। প্রথম দিনে মাঠ প্রস্তুত করা নিয়ে সমস্যা থাকলেও দ্বিতীয় দিনের ম্যাচটি পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে।
৯ ঘণ্টা আগেপ্রতিপক্ষের সামনে গিয়ে বুনো উদ্যাপন করতে লিওনেল মেসিকে তেমন একটা দেখা যায় না বললেই চলে। খেলোয়াড়েরা তাঁদের নিজস্ব ধরনে যেভাবে উদ্যাপন করেন, মেসিও প্রায়ই করেন এমন কিছু। আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলারকে গতকাল দেখা গেল ভিন্ন রূপে।
৯ ঘণ্টা আগে