Ajker Patrika

‘বার্সেলোনায় থাকলে সবকিছু জিততে পারত নেইমার’

আপডেট : ০৫ মার্চ ২০২৩, ১৪: ১১
‘বার্সেলোনায় থাকলে সবকিছু জিততে পারত নেইমার’

লিওনেল মেসির ছায়া থেকে বের হতেই হয়তো বার্সেলোনা ছেড়েছিলেন নেইমার। চেয়েছিলেন নিজস্ব সত্তা তৈরি করে ফুটবলে সবকিছু জিততে। বিশেষ করে ব্যালন ডি অর। তবে সেই আশা এখনো পূর্ণ হয়নি ব্রাজিলিয়ান তারকার। 

বন্ধুর আশা পূরণ না হওয়ায় আফসোস করছেন লুইস সুয়ারেজ। উরুগুইয়ান স্ট্রাইকারের মতে, বার্সেলোনায় থাকলে সবকিছু জিততে পারতেন নেইমার। বিশেষ করে ব্যালন ডি অর। 

সুয়ারেজ বলেছেন, ‘বার্সেলোনায় যদি নেইমার থাকত, তাহলে নিশ্চিতভাবেই সে ব্যালন ডি অর জিততে পারত। এটি নিয়ে সত্যি কথা বলতে পছন্দ করি না। তবে একটা সময় এসেছিল, বিষয়টি অনেক বড় হয়ে দাঁড়িয়েছিল। তাই আমরা নেইমারকে বললাম নেই, তুমি যদি সবকিছু জিততে চাও, তবে আমাদের সঙ্গে এখানে থাকো।’ 

পরে সুয়ারেজদের সেই অনুরোধ শোনেননি নেইমার। ২০১৭ সালে দলবদলে ২২ কোটি ২০ লাখ ইউরোয় বিশ্ব রেকর্ড গড়ে পিএসজির সঙ্গে চুক্তি করেন ব্রাজিলিয়ান তারকা। বার্সার হয়ে ক্লাব ফুটবলে সবকিছু জিতলেও প্যারিসের ক্লাবটিতে এসে ঘরোয়া টুর্নামেন্ট ছাড়া তেমন কোনো কিছুই জিততে পারেননি তিনি। অথচ যে সময় বার্সা ছাড়লেন, সেই সময় বিশ্ব ফুটবলে মেসি-সুয়ারেজের সঙ্গে ‘এমএসএন’ ত্রয়ী হয়ে রাজত্ব করছিলেন নাম্বার টেন। 

কিন্তু যে উদ্দেশ্য নিয়ে পিএসজিতে এসেছেন, তার কোনোটিই পূরণ করতে পারেননি নেইমার। বার্সার হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার সুযোগ হলেও ব্যালন ডি অর জেতার সুযোগই হলো না তাঁর। এ জন্যই ব্রাজিলিয়ান তারকার ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসে সাবেক বার্সা সতীর্থ সুয়ারেজের এই আফসোস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত