লিওনেল মেসির ছায়া থেকে বের হতেই হয়তো বার্সেলোনা ছেড়েছিলেন নেইমার। চেয়েছিলেন নিজস্ব সত্তা তৈরি করে ফুটবলে সবকিছু জিততে। বিশেষ করে ব্যালন ডি অর। তবে সেই আশা এখনো পূর্ণ হয়নি ব্রাজিলিয়ান তারকার।
বন্ধুর আশা পূরণ না হওয়ায় আফসোস করছেন লুইস সুয়ারেজ। উরুগুইয়ান স্ট্রাইকারের মতে, বার্সেলোনায় থাকলে সবকিছু জিততে পারতেন নেইমার। বিশেষ করে ব্যালন ডি অর।
সুয়ারেজ বলেছেন, ‘বার্সেলোনায় যদি নেইমার থাকত, তাহলে নিশ্চিতভাবেই সে ব্যালন ডি অর জিততে পারত। এটি নিয়ে সত্যি কথা বলতে পছন্দ করি না। তবে একটা সময় এসেছিল, বিষয়টি অনেক বড় হয়ে দাঁড়িয়েছিল। তাই আমরা নেইমারকে বললাম নেই, তুমি যদি সবকিছু জিততে চাও, তবে আমাদের সঙ্গে এখানে থাকো।’
পরে সুয়ারেজদের সেই অনুরোধ শোনেননি নেইমার। ২০১৭ সালে দলবদলে ২২ কোটি ২০ লাখ ইউরোয় বিশ্ব রেকর্ড গড়ে পিএসজির সঙ্গে চুক্তি করেন ব্রাজিলিয়ান তারকা। বার্সার হয়ে ক্লাব ফুটবলে সবকিছু জিতলেও প্যারিসের ক্লাবটিতে এসে ঘরোয়া টুর্নামেন্ট ছাড়া তেমন কোনো কিছুই জিততে পারেননি তিনি। অথচ যে সময় বার্সা ছাড়লেন, সেই সময় বিশ্ব ফুটবলে মেসি-সুয়ারেজের সঙ্গে ‘এমএসএন’ ত্রয়ী হয়ে রাজত্ব করছিলেন নাম্বার টেন।
কিন্তু যে উদ্দেশ্য নিয়ে পিএসজিতে এসেছেন, তার কোনোটিই পূরণ করতে পারেননি নেইমার। বার্সার হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার সুযোগ হলেও ব্যালন ডি অর জেতার সুযোগই হলো না তাঁর। এ জন্যই ব্রাজিলিয়ান তারকার ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসে সাবেক বার্সা সতীর্থ সুয়ারেজের এই আফসোস।
লিওনেল মেসির ছায়া থেকে বের হতেই হয়তো বার্সেলোনা ছেড়েছিলেন নেইমার। চেয়েছিলেন নিজস্ব সত্তা তৈরি করে ফুটবলে সবকিছু জিততে। বিশেষ করে ব্যালন ডি অর। তবে সেই আশা এখনো পূর্ণ হয়নি ব্রাজিলিয়ান তারকার।
বন্ধুর আশা পূরণ না হওয়ায় আফসোস করছেন লুইস সুয়ারেজ। উরুগুইয়ান স্ট্রাইকারের মতে, বার্সেলোনায় থাকলে সবকিছু জিততে পারতেন নেইমার। বিশেষ করে ব্যালন ডি অর।
সুয়ারেজ বলেছেন, ‘বার্সেলোনায় যদি নেইমার থাকত, তাহলে নিশ্চিতভাবেই সে ব্যালন ডি অর জিততে পারত। এটি নিয়ে সত্যি কথা বলতে পছন্দ করি না। তবে একটা সময় এসেছিল, বিষয়টি অনেক বড় হয়ে দাঁড়িয়েছিল। তাই আমরা নেইমারকে বললাম নেই, তুমি যদি সবকিছু জিততে চাও, তবে আমাদের সঙ্গে এখানে থাকো।’
পরে সুয়ারেজদের সেই অনুরোধ শোনেননি নেইমার। ২০১৭ সালে দলবদলে ২২ কোটি ২০ লাখ ইউরোয় বিশ্ব রেকর্ড গড়ে পিএসজির সঙ্গে চুক্তি করেন ব্রাজিলিয়ান তারকা। বার্সার হয়ে ক্লাব ফুটবলে সবকিছু জিতলেও প্যারিসের ক্লাবটিতে এসে ঘরোয়া টুর্নামেন্ট ছাড়া তেমন কোনো কিছুই জিততে পারেননি তিনি। অথচ যে সময় বার্সা ছাড়লেন, সেই সময় বিশ্ব ফুটবলে মেসি-সুয়ারেজের সঙ্গে ‘এমএসএন’ ত্রয়ী হয়ে রাজত্ব করছিলেন নাম্বার টেন।
কিন্তু যে উদ্দেশ্য নিয়ে পিএসজিতে এসেছেন, তার কোনোটিই পূরণ করতে পারেননি নেইমার। বার্সার হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার সুযোগ হলেও ব্যালন ডি অর জেতার সুযোগই হলো না তাঁর। এ জন্যই ব্রাজিলিয়ান তারকার ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসে সাবেক বার্সা সতীর্থ সুয়ারেজের এই আফসোস।
ছাড়াছাড়ি হয়ে গেল ক্রীড়াঙ্গনের তারকা দম্পতি বাস্তিয়ান শোয়েনস্টেইগার ও আনা ইভানোভিচের। মত পার্থক্যের কারণে ভেঙে গেছে সাবেক ফুটবল ও টেনিস তারকার ৯ বছরের সংসার।
১ ঘণ্টা আগেপ্রথমবারের এশিয়ান কাপ ফুটসাল বাছাইয়ে অংশ নিচ্ছে বাংলাদেশ। যদিও এখনো দল চূড়ান্ত হয়নি। সে লক্ষ্য হ্যান্ডবল স্টেডিয়ামে চলছে ট্রায়াল। ৬৩০ খেলোয়াড়ের মধ্যে প্রাথমিকভাবে ৫৩ জনকে বাছাই করা হয়েছে। যা পরে নামিয়ে আনা হবে ১৪ তে। এর মধ্যে ফুটসালে হেড কোচ নিয়োগ দিয়েছে বাফুফে। দায়িত্ব পেয়েছেন ইরানের সাঈদ খোদারাহমি
২ ঘণ্টা আগেমাঠ হোক বা মাঠের বাইরে—যেকোনো কিছুতেই নেইমারকে নিয়ে এখন চলে কথাবার্তা। আলোচনায় থাকতেই যে তিনি বেশি পছন্দ করেন। এবার তিনি ‘ব্যাটম্যান’ সিনেমার সেই বিখ্যাত ব্যাটমোবাইল গাড়ি কিনেছেন ২৫ কোটি টাকা খরচ করে।
৩ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বোলিংয়ে রীতিমতো খাবি খাচ্ছে পাকিস্তান। মিরপুর শেরেবাংলায় তাঁর স্লোয়ার-কাটারে বিভ্রান্ত হচ্ছেন পাকিস্তানি ব্যাটাররা। ছন্দে থাকা বাংলাদেশের এই বাঁহাতি পেসার গড়ে চলেছেন একাধিক রেকর্ড। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন তিনি হাতেনাতে।
৪ ঘণ্টা আগে