ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ ফুটবল দলের হয়ে খেলার অনুমতি পেয়েছেন হামজা দেওয়ান চৌধুরী। কয়েক দিন আগেই ফিফার ফুটবল ট্রাইব্যুনালের প্লেয়ার স্ট্যাটাস চেম্বার এই সিদ্ধান্ত জানিয়েছে। অনুমতি পাওয়ার পরই হামজার স্ট্যাটাসে যোগ হয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের জন্য গর্বের তো বটেই—ইংলিশ প্রিমিয়ার লিগের মতো শীর্ষ ফুটবল লিগে খেলছেন দেশটির খেলোয়াড়। দারুণ ব্যাপার হলো, হামজার ক্লাব লেস্টার সিটির অফিশিয়াল ওয়েবসাইটে ঢুকে মেন্স টিম দেখতে চাইলে, হামজার নামের সঙ্গে দেখাচ্ছে—জাতীয়তা বাংলাদেশি (বাংলাদেশ)। সঙ্গে লাল-সবুজের পতাকাও জুড়ে দিয়েছে।
২০২৪-২৫ মৌসুমে হামজা অবশ্য নিয়মিত সুযোগ পাচ্ছে না দলে। এ পর্যন্ত দুই ম্যাচে খেলেছেন ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার। গত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বাফুফে জানায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছে, হামজা দেওয়ান চৌধুরীর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার অনুমতি পেয়েছেন। ফিফার ফুটবল ট্রাইব্যুনালের প্লেয়ার স্ট্যাটাস চেম্বার এই সিদ্ধান্ত জানিয়েছে।
হামজা নিজেও সুখবরটা পেয়ে রোমাঞ্চিত। ভিডিও বার্তায় সেদিন বলেছিলেন, ‘সবকিছুর জন্য আমি খুবই আনন্দিত। বাংলাদেশের হয়ে খেলতে অধীর হয়ে আছি। আশা করি শিগগিরই সবার সঙ্গে দেখা হবে।’
হামজার জন্ম ইংল্যান্ডে হলেও তাঁর মা বাংলাদেশি। মায়ের বাড়ি ছিল সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায়। মায়ের সঙ্গে তিনি বাংলাদেশে এসেছেন কয়েকবার, সিলেটেও ঘুরে গেছেন। মায়ের সূত্র ধরেই লাল-সবুজ জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায় হামজা।
বাংলাদেশ ফুটবল দলের হয়ে খেলার অনুমতি পেয়েছেন হামজা দেওয়ান চৌধুরী। কয়েক দিন আগেই ফিফার ফুটবল ট্রাইব্যুনালের প্লেয়ার স্ট্যাটাস চেম্বার এই সিদ্ধান্ত জানিয়েছে। অনুমতি পাওয়ার পরই হামজার স্ট্যাটাসে যোগ হয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের জন্য গর্বের তো বটেই—ইংলিশ প্রিমিয়ার লিগের মতো শীর্ষ ফুটবল লিগে খেলছেন দেশটির খেলোয়াড়। দারুণ ব্যাপার হলো, হামজার ক্লাব লেস্টার সিটির অফিশিয়াল ওয়েবসাইটে ঢুকে মেন্স টিম দেখতে চাইলে, হামজার নামের সঙ্গে দেখাচ্ছে—জাতীয়তা বাংলাদেশি (বাংলাদেশ)। সঙ্গে লাল-সবুজের পতাকাও জুড়ে দিয়েছে।
২০২৪-২৫ মৌসুমে হামজা অবশ্য নিয়মিত সুযোগ পাচ্ছে না দলে। এ পর্যন্ত দুই ম্যাচে খেলেছেন ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার। গত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বাফুফে জানায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছে, হামজা দেওয়ান চৌধুরীর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার অনুমতি পেয়েছেন। ফিফার ফুটবল ট্রাইব্যুনালের প্লেয়ার স্ট্যাটাস চেম্বার এই সিদ্ধান্ত জানিয়েছে।
হামজা নিজেও সুখবরটা পেয়ে রোমাঞ্চিত। ভিডিও বার্তায় সেদিন বলেছিলেন, ‘সবকিছুর জন্য আমি খুবই আনন্দিত। বাংলাদেশের হয়ে খেলতে অধীর হয়ে আছি। আশা করি শিগগিরই সবার সঙ্গে দেখা হবে।’
হামজার জন্ম ইংল্যান্ডে হলেও তাঁর মা বাংলাদেশি। মায়ের বাড়ি ছিল সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায়। মায়ের সঙ্গে তিনি বাংলাদেশে এসেছেন কয়েকবার, সিলেটেও ঘুরে গেছেন। মায়ের সূত্র ধরেই লাল-সবুজ জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায় হামজা।
অনুশীলন শেষে কাল টিম বাসে ওঠার আগে মুশফিকুর রহিম উইকেট একটু দেখে এলেন। সবুজাভ উইকেট দেখে ঢাকা থেকে উড়ে যাওয়া কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে হালকা রসিকতাও বুঝি করলেন বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার।
১৭ মিনিট আগেপ্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
১০ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১১ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১১ ঘণ্টা আগে