Ajker Patrika

ব্রাজিল ফুটবলে গত ৬০ বছরে যা ঘটেনি, সেটাই আজ ঘটল

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১২ মে ২০২৫, ২২: ০৫
কার্লো আনচেলত্তি ব্রাজিল দলের নতুন কোচ। ছবি: এএফপি
কার্লো আনচেলত্তি ব্রাজিল দলের নতুন কোচ। ছবি: এএফপি

ব্রাজিল ফুটবল ফেডারেশনের ১১০ বছরের ইতিহাসে কার্লো আনচেলত্তিই তাদের প্রথম বিদেশি কোচ? আনচেলত্তি ব্রাজিলের প্রথম বিদেশি কোচ নন। এর আগেও ব্রাজিল জাতীয় দলে তিনজন বিদেশি কোচ দেখা গেছে। যদিও তিন কোচ মিলে মোট ২৫ দিন ব্রাজিলের দায়িত্বে থেকে সামলেছেন মোটে ৭ ম্যাচ। এ ক্ষেত্রে আনচেলত্তি ‘প্রথম’ বিদেশি কোচ যিনি পূর্ণ মেয়াদে ব্রাজিল দলের কোচ হচ্ছেন।

ব্রাজিলের বিদেশি কোচের সংক্ষিপ্ত তালিকায় আছেন একজন আর্জেন্টাইন—ফিলপো নুনেজ। ব্রাজিল জাতীয় দলে সবশেষ বিদেশি কোচ নুনেজই, সেটিও সেই ১৯৬৫ সালে। গত ৬০ বছরে ব্রাজিল ফুটবলে যা ঘটেনি, আজ সেটিই ঘটেছে। আনুষ্ঠানিকভাবে দলের কোচ হিসেবে ঘোষণা করা হয়েছে একজন বিদেশি কোচের নাম, তিনি আরও কেউ নন—কার্লো আনচেলত্তি, ক্লাব ফুটবলের সবচেয়ে সফল কোচের একজন। যাঁর হাত ধরে চ্যাম্পিয়নস লিগ অনেকটা নিজস্ব ‘সম্পত্তি’ বানিয়ে ফেলেছিল রিয়াল মাদ্রিদ!

আরও ঘুরিয়ে বললে, ব্রাজিলের ১১০ বছরের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো পূর্ণকালীন বিদেশি কোচ হচ্ছেন আনচেলত্তি। ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের ডাগআউটে দাঁড়াবেন তিনি।

ব্রাজিল সবশেষ বিশ্বকাপ জিতেছে সেই ২০০২ সালে। ২০২২ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল পেরোতে পারেনি ব্রাজিলিয়ানরা। তিতে কোচের পদ ছাড়ার পর থেকেই পূর্ণ মেয়াদে ভালো কোচ পাচ্ছে না ব্রাজিল। অন্তর্বর্তীকালীন হিসেবে র‍্যামন মেনেজেস ও ফার্নান্দো দিনিজ ব্যর্থ হয়েছেন। দরিভাল জুনিয়র গত মার্চে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার কাছে বিধ্বস্ত হওয়ার পর ছাঁটাই হলে আনচেলত্তির ব্রাজিলের কোচ হওয়াটা যেন সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। ২০২৩ সাল থেকেই যে আনচেলত্তিকে রাজি করানোর কাজটা চালিয়ে যাচ্ছিল ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন। সিবিএফ সভাপতি খুব করে চেয়েছিলেন আনচেলত্তিকে। তাঁর চাওয়া পূরণ হয়েছে। এখন ব্রাজিলিয়ানদের মুখে হাসি ফেরানোর বড় দায়িত্ব আনচেলত্তির—যেটি তিনি দারুণভাবে করেছেন রিয়ালে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

শ্রীলঙ্কা নাকি পাকিস্তান, সান্ত্বনার জয়ে টুর্নামেন্ট শেষ করবে কে

ক্রীড়া ডেস্ক    
কলম্বোতে আজ মুখোমুখি হবে শ্রীলঙ্কা-পাকিস্তান। ছবি: ক্রিকইনফো
কলম্বোতে আজ মুখোমুখি হবে শ্রীলঙ্কা-পাকিস্তান। ছবি: ক্রিকইনফো

মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে গতকাল বৃষ্টি আইনে নিউজিল্যান্ডকে ৫৩ রানে হারিয়েছে ভারত। তাতে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার পর চতুর্থ দল হিসেবে ২০২৫ নারী বিশ্বকাপের সেমিফাইনালে উঠল ভারত। আজ শ্রীলঙ্কা-পাকিস্তান খেলতে নামবে সান্ত্বনার জয়ে টুর্নামেন্ট শেষ করতে। বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে কলম্বোতে শুরু হবে শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।

ক্রিকেট খেলা সরাসরি

নারী ওয়ানডে বিশ্বকাপ

শ্রীলঙ্কা-পাকিস্তান

বেলা ৩টা ৩০ মিনিট

সরাসরি

টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১

ফুটবল খেলা সরাসরি

বুন্দেসলিগা

ভেরডার ব্রেমেন-ই. বাৰ্লিন

রাত ১২টা ৩০ মিনিট

সরাসরি

সনি টেন ২

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

১২ বছর পর থাইল্যান্ডের সামনে বাংলাদেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ১৩: ৫১
থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী দলের প্রীতি ম্যাচ আজ। আগের দিন অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ ফুটবল দল। ছবি: বাফুফে
থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী দলের প্রীতি ম্যাচ আজ। আগের দিন অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ ফুটবল দল। ছবি: বাফুফে

প্রথমবারের মতো নারী এশিয়ান কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ। টুর্নামেন্ট শুরু হতে বাকি আরও চার মাস। এই সময়টায় আন্তর্জাতিক ফুটবলে নিজেদের আরও পোক্ত করার লক্ষ্য আফঈদা-ঋতুপর্ণাদের। তা পরখ করে দেখার সুযোগ মিলছে আজ থেকে।

থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ এখন ব্যাংককে। থনবুরি বিশ্ববিদ্যালয়ের মাঠে আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। র‍্যাঙ্কিংয়ে অবশ্য থাইল্যান্ডের (৫৩) চেয়ে ৫১ ধাপ পিছিয়ে বাংলাদেশ (১০৪)। তবে একটি ক্ষেত্রে এগিয়ে আছে পিটার বাটলারের দল। দুটি বিশ্বকাপ খেলা থাইল্যান্ড যে এবার জায়গা করে নিতে পারেনি এশিয়ান কাপে।

গত জুন-জুলাইয়ে মিয়ানমারে অনুষ্ঠিত বাছাইয়ের পর বাংলাদেশ মাঠে নামছে আজ। থাইল্যান্ড অবশ্য আগস্টে খেলেছে আসিয়ান চ্যাম্পিয়নশিপ। সেমিফাইনালে মিয়ানমারের কাছে হেরে বিদায় নেয় তারা। অথচ সেই মিয়ানমারকে তাদের মাটিতে হারিয়ে বাংলাদেশ টিকিট কাটে এশিয়ান কাপের।

র‍্যাঙ্কিংয়ের ব্যবধানটা বড় হলেও তাই মাঠের দুই দলের মধ্যে খুব একটা বড় পার্থক্য থাকবে না। এর আগে থাইল্যান্ডের বিপক্ষে একবারই সাক্ষাৎ হয় বাংলাদেশের। ২০১৩ সালে এশিয়ান কাপ বাছাইয়ের সেই ম্যাচে বাংলাদেশ হজম করে ৯ গোল। বিপরীতে একবারও খুঁজে পায়নি প্রতিপক্ষের জাল। এক যুগ আগে-পরের বাংলাদেশের পরিবর্তন অনেকটা আকাশ-পাতালের মতো।

থাইল্যান্ডে যাওয়ার আগে চট্টগ্রামে শিষ্যদের ২১ দিন নিবিড় অনুশীলন করিয়েছেন বাটলার। যদিও পুরো দলকে তিনি হাতে পেয়েছিলেন একটি সেশনেই। থাইল্যান্ডে দুই দিন অনুশীলনের পর গতকাল গোলরক্ষক কোচ মাসুদ হাসান উজ্জ্বল বলেন, ‘থাইল্যান্ডে আজ দ্বিতীয় দিনের মতো আমরা সেশন শেষ করলাম। চেষ্টা করছি আমাদের দুর্বলতা এবং প্রতিপক্ষের শক্তির দিকগুলো নিয়ে কাজ করার। কোচ যেভাবে নির্দেশনা দিচ্ছেন, মেয়েরা সেভাবে করার চেষ্টা করছে এবং তারা ভালো করছে। আমরা যারা কোচিং স্টাফে আছি, মেয়েদের সাহায্য করার চেষ্টা করছি। টেকনিক্যাল, ট্যাকটিক্যাল যে ইনফরমেশন দেওয়ার দরকার, সেটা দিচ্ছি। চেষ্টা করছি তাদের কাছ থেকে সর্বোচ্চটা আদায় করে নিতে।’

গোলরক্ষক রুপনা চাকমাও সেরাটা দিতেই আত্মবিশ্বসী, ‘আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই জয় চাই। প্রস্তুতি মোটামুটি অনেক ভালো।’

বাংলাদেশকে হারিয়ে র‍্যাঙ্কিংয়ে উন্নতিতে চোখ থাইল্যান্ডের মিডফিল্ডার পিতসামাই সর্নসাইয়ের, ‘বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ আমাদের খুবই কাজে দেবে। তারা এশিয়ান কাপ বাছাইয়ে মিয়ানমারকে হারিয়েছে এবং মূল পর্বে জায়গা করে নিয়েছে। এই ম্যাচ আমাদের এসইএ গেমসের আগে নিজেদের যাচাই করার সুযোগ দেবে। যেহেতু ফিফা উইন্ডোর ম্যাচ, তাই র‍্যাঙ্কিংয়ে প্রভাব পড়বে। আমরা আমাদের সেরাটা দেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

পাকিস্তান সুপার লিগ নিয়ে প্রশ্ন তোলায় বোর্ডের সঙ্গে লাগল মুলতানের মালিকের

ক্রীড়া ডেস্ক    
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে লেগে গেল মুলতান সুলতানসের মালিক আলী তারিনের। ছবি: সংগৃহীত
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে লেগে গেল মুলতান সুলতানসের মালিক আলী তারিনের। ছবি: সংগৃহীত

মাঠের পারফরম্যান্সের কারণে পাকিস্তান দল ‘আনপ্রেডিক্টবেল’ তকমা পেয়ে গেছে কত আগেই। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ক্ষেত্রেও সেটা বাড়াবাড়ি হবে না। কী থেকে কী ঘটে যায়, সেটা অনুমান করা মুশকিল। এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এক ফ্র্যাঞ্চাইজি মালিকের সঙ্গে লেগে গেছে পিসিবির।

পিসিবির সঙ্গে যুদ্ধটা মূলত পিএসএল ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতানসের মালিক আলী খান তারিনের সঙ্গে। অস্বাভাবিক কোনো কিছু দেখলে তারিন কখনোই সমালোচনা করতে পিছু পা হন না। বরাবরের মতো পিএসএলের মান নিয়ে সরাসরি সমালোচনা করায় এবার তাঁকে আইনি নোটিশ পাঠিয়েছে পিসিবি। এমনকি বোর্ডের কালো তালিকাভুক্ত তারিন হতে পারেন বলে পাকিস্তানি গণমাধ্যম জিও সুপারের এক প্রতিবেদনে গতকাল জানা গেছে। তাতে করে ফ্র্যাঞ্চাইজিটির ১০ বছরের চুক্তিও বাতিল হয়ে যেতে পারে।

আইনি নোটিশ পাওয়ার পর সামাজিক মাধ্যমে পিসিবিকে ধুয়ে দিয়েছেন তারিন। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে গত রাতে মুলতানের এই মালিক বলেছেন, ‘একটা ফোনকল, বার্তা, ইমেইল দেওয়া হয়নি।এমনকি একসঙ্গে বসে আলোচনার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। উপরন্তু আমাকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। যদি আপনি টুর্নামেন্টে প্রতিযোগিতা চান, তাহলে জানেন পরিবর্তন আনতে হবে। এভাবে তো সমস্যার সমাধান হয় না।’ তারিনের মতে পিসিবির ম্যানেজমেন্টে যাঁরা আছেন, তাঁরা ‘আজ্ঞাবহ দাস’ হিসেবে কাজ করেন ও সমালোচনা নিতে পারেন না। মুলতানের মালিক বলেন, ‘পিএসএল পুরো পাকিস্তান ও তার ভক্ত-সমর্থকদের কাছে অনেক বড় কিছু। বর্তমানে যাঁরা চালাচ্ছেন, তাঁরা যোগ্য নন।’

জিও সুপার সূত্রের বরাতে মুলতান সুলতানসকে নিয়ে যে খবর প্রকাশ করেছে, সেটা চমকে দেওয়ার মতো। গণমাধ্যমটির দাবি, ২০২৫ পিএসএলের আগমুহূর্তে মুলতান এমন কিছু করেছিল যা আগামী ১০ বছরে টুর্নামেন্টের মান অনেক নিচে নামিয়ে দিতে পারে। সূত্রের মাধ্যমে জিও সুপারের প্রতিবেদনে বলা হয়েছে, ‘পিএসএল পাকিস্তানের অনেক বড় ব্র্যান্ড। কেউ নিজেদের ব্র্যান্ডের মান কীভাবে ক্ষুণ্ন করতে পারে? ফ্র্যাঞ্চাইজিটি সরাসরি সমালোচনা করেছে। কিন্তু পিসিবিকে লিখিত কোনো পরামর্শ দেয়নি।’ পিসিবির আইনি নোটিশের পর সামাজিকমাধ্যমে পাল্টা দিয়েছে মুলতান। নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘সুলতানসের দায়িত্ব নেওয়ার পর আলি তারিন শত কোটি রুপি বিনিয়োগ করেছেন। ব্যক্তিগতভাবে তার ৭০০ কোটি রুপি ক্ষতি হয়েছে। পাকিস্তানের তরুণ ক্রিকেটারদের সুযোগ তৈরি করতে একাডেমি বানিয়েছেন। পিএসএলের ভালোর জন্যই এমন কথা বলা হয়েছে। চুপ করে শুধু ভালো ফিডব্যাক দিলেই হয় না।’

২০১৬ থেকে শুরু করে পিএসএলে এখন পর্যন্ত ১০ আসর হয়েছে। সর্বোচ্চ তিনবার করে চ্যাম্পিয়ন হয়েছে ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্স। একবার করে শিরোপা জিতেছে মুলতান সুলতানস, পেশোয়ার জালমি, কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও করাচি কিংস। তবে আলী তারিনকে যে আইনি নোটিশ দেওয়া হয়েছে এবং যে কারণের কথা উল্লেখ করা হয়েছে, তাতে করে আগামী পিএসএলে মুলতানকে নাও দেখা যেতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

‘মিরপুরের উইকেটকে তো এখন ধানখেত বলতে পারবেন না’

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
মিরপুরের উইকেটকে ধানখেত বলতে চান না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবি: বিসিবি
মিরপুরের উইকেটকে ধানখেত বলতে চান না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবি: বিসিবি

প্রতিপক্ষের জন্য স্পিনট্র্যাকের ফাঁদ বানানো বাংলাদেশের কাছে নতুন কিছু নয়। বিশেষ করে, মিরপুর শেরেবাংলায় ‘ধানখেত’-এর মতো উইকেট বানিয়ে এমনটা বাংলাদেশ করেছে বারবার। মিরপুরের উইকেট নিয়ে চারিদিকে যখন এত সমালোচনা, তখন মজা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

মিরপুরের কালো মাটির উইকেটে প্রথম দুই ওয়ানডেতে ২০০ রান করতেই ব্যাটারদের নাভিশ্বাস উঠেছে। প্রথম ওয়ানডেতে ৭৪ রানে জিতলেও দ্বিতীয় ওয়ানডেতে সুপার ওভারে হেরে গেছে বাংলাদেশ। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে গতকাল খেলা হয়েছে প্রথম ওয়ানডের উইকেটে। শেষ ম্যাচে বাংলাদেশ পেয়েছে ১৭৯ রানের বিশাল ব্যবধানে। সিরিজ জয়ের পর বিসিবি সভাপতি বুলবুল কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। মিরপুরের উইকেটকে ‘ধানখেতের উইকেট’ বলে সমালোচনা করা হয়, সেটা অজানা নয় তাঁর। সাংবাদিকদের বিসিবি সভাপতি বলেন, ‘ধানখেত তো আজ আর বলতে পারবেন না।’ মিরপুরের উইকেট নিয়ে এমন মন্তব্যের পর সেখানে হাসির রোল পড়ে যায়।

বাংলাদেশ ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের পর গণমাধ্যমের সঙ্গে অনেক কথা বলেছেন বুলবুল। মিরাজ-সাইফ হাসান-সৌম্য সরকারদের প্রশংসায় ভাসিয়েছেন বিসিবি সভাপতি। মিরপুরের উইকেট প্রসঙ্গে বুলবুল কথা বলেছেন মাঠকর্মীদের নিয়েও। বিসিবি সভাপতি সাংবাদিকদের বলেন, ‘পুরো কৃতিত্ব দেব মাঠকর্মীদের। তারা দিন-রাত কাজ করে। আপনারা হয়তো জানেন না তারা কী পরিমাণ কাজ করে। শুক্রবারও তারা ছুটি পায় না।’

ওয়ানডে সিরিজ শেষে এখন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে সাদা বলের আরেক সংস্করণ টি-টোয়েন্টিতে। ২৭, ২৯ ও ৩১ অক্টোবর হবে তিন টি-টোয়েন্টি। তিনটি ম্যাচই হবে চট্টগ্রামে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত