Ajker Patrika

'এনায়েত বুদ্ধিমান, তাই সংবর্ধনায় আসেনি'

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৭: ৫৩
'এনায়েত বুদ্ধিমান, তাই সংবর্ধনায় আসেনি'

স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে প্রথম ম্যাচেই করেছিলেন গোল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থাইল্যান্ডের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক গোলটিও তাঁর। দেশের ফুটবলের সেরা তারকা কে, এমন প্রশ্নে কাজী সালাউদ্দিনের সঙ্গে সমানতালে উচ্চারিত এনায়েতুর রহমানের নাম। বাংলাদেশের ফুটবলের সোনালি দিনের এই কিংবদন্তিকে ছাড়াই হয়ে গেল স্বাধীন বাংলা ফুটবল দলের সংবর্ধনা! 

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ফেডারেশন ভবনে আজ স্বাধীন বাংলা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দলের ম্যানেজার তানভীর মাজহার তান্না, অধিনায়ক জাকারিয়া পিন্টুসহ স্বাধীন বাংলা ফুটবল দলের ১৮ সদস্য উপস্থিত ছিলেন সংবর্ধনা অনুষ্ঠানে। ছিলেন না কেবল এনায়েতুর রহমান। 

জন্মভূমি বাংলাদেশ ছেড়ে ২৭ বছর ধরে কানাডায় প্রবাসী হয়েছেন এনায়েত। স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য হিসেবে মুক্তিযোদ্ধা সনদ নিতে গত মাসে দেশে ফিরেছেন সাবেক স্ট্রাইকার। বিজয়ের মাস ডিসেম্বর পর্যন্ত দেশে থাকবেন বলেও জানা গেছে। দেশে থাকা সত্ত্বেও সাবেক সতীর্থদের সঙ্গে দেখা করতে সংবর্ধনা অনুষ্ঠানে কেন এলেন না, তা এক রহস্য! 

এনায়েত না আসায় খারাপ লাগছে কি না, এমন প্রশ্নে ফেডারেশনের দিকে পাল্টা আঙুল তুললেন জাকারিয়া পিন্টু। বললেন, ‘এনায়েতকে কি আমন্ত্রণ করা হয়েছে? বাফুফের পক্ষ থেকে তাকে আমন্ত্রণ করা হয়েছে কি না, আমার জানা নেই। যদি না করা হয় তাহলে সেটা অন্যায়। অনেক দিন পর এনায়েত দেশে এসেছে, আমরাও আশা করেছিলাম সে অনুষ্ঠানে আসবে।’ 

স্বাধীন বাংলা ফুটবল দলের সংগঠক সাইদুর রহমান প্যাটেল সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন, এনায়েতকে আমন্ত্রণ জানানোর পরও তিনি আসেননি। সংবর্ধনা অনুষ্ঠানে না এসে এনায়েত ভালো কাজ করেছেন বলে মন্তব্য স্বাধীন বাংলা ফুটবলের সহ-অধিনায়ক প্রতাপ শংকর হাজরার, ‘এনায়েত বুদ্ধিমান। তাই সে আসেনি!’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আওয়ামী লীগ সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত